মহম্মদ ইউনূসের পদত্যাগ করার ভিডিও AI ভয়েস ক্লোন দ্বারা নির্মিত
বুম দেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে ইউনূসের ভাষণের ভিডিওর দৃশ্যগুলির সাথে AI দ্বারা নির্মিত অডিও যোগ করে ভাইরাল ভিডিওটি তৈরি।
বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) তার পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দাবি করা ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়েস ক্লোন প্রযুক্তি (AI Voice Cloning) ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে ডঃ ইউনূসকে পদত্যাগ করার ঘোষণা করে তার ক্ষমতা পিনাকি ভট্টাচার্যের কাছে হস্তান্তর করতে শোনা যায়। এছাড়াও, তাকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে বরখাস্ত করতেও শোনা যায়। ভিডিওতে ইউনূসের কণ্ঠস্বরে ইংরেজিতে শোনা যায়, "আমি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস, আমার পদত্যাগের কথা ঘোষণা করছি। আমি সবেমাত্র অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করলাম। আমি আমার ক্ষমতা পিনাকি ভট্টাচার্যকে হস্তান্তর করছি এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে বরখাস্ত করছি।"
ভয়েস ক্লোনটি ফ্রান্সে বসবাসকারী শেখ হাসিনা সরকারের সমালোচক পিনাকি ভট্টাচার্য এবং বর্তমান সেনাপ্রধান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মীয় ওয়াকার উজ জামানকে উল্লেখ করে।
সংরক্ষণ আইন সংস্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভের ফলে ৫ অগাস্ট, ২০২৪-এ শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী মমহ্মমদ ইউনূস অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে ইউনূসের পদত্যাগের ভিডিওটি ভাইরাল হয়েছে। ফেসবুকে একজন ব্যবহারকারী ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, "প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন.......এবং কাকে ক্ষমতা দিয়েছেন সেটা মনোযোগ দিয়ে শুনুন।"
বুম বাংলাদেশ এর আগে ভিডিওটির তথ্য যাচাই করে দাবিটি নস্যাৎ করে।
পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই: ভিডিওতে এআই ভয়েস ক্লোনিং দিয়ে নির্মিত অডিও যোগ করা হয়েছে
বুম দেখে ভাইরাল ভিডিওর দৃশ্যগুলি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্ণ হওয়ার উপলক্ষে মুহম্মদ ইউনূসের তার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণের থেকে নেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়ো অডিও যোগ করা হয়েছে।
আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশের গণমাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও দেখতে পাই।
১১ সেপ্টেম্বর, ২০২৪-এ সম্প্রচার করা ভিডিওটিতে ইউনূসকে তার টেবিলের পিছন থেকে বক্তৃতা দিতে দেখা যায় জে দৃশ্য ভাইরাল ভিডিওর অনুরূপ। লাইভে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়া উপলক্ষে ইউনূসকে বাংলায় বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে শোনা যায়।
তার ৩৩ মিনিট ব্যাপি ভাষণে, প্রধান উপদেষ্টাকে কোথাও তার পদত্যাগের ঘোষণা করতে শোনা যায় না।
দেখুন এখানে।
উপরন্তু, আমরা লক্ষ্য করি ভাইরাল ভিডিওতে কথা বলার সময় মহম্মদ ইউনূসের ঠোঁটের নড়াচড়া ও তার বলা শব্দের মিল নেই। বুম TrueMedia.org দ্বারা নির্মিত একটি ডিপফেক সনাক্তকরণ ওয়েবসাইটে ভিডিওটি পরীক্ষা করেছে। পরীক্ষার ফলাফল থেকে যান যায় ভাইরাল ভিডিওটিতে "কারচুপির যথেষ্ট প্রমাণ" রয়েছে।
ফলাফল থেকে জানা যায় ভাইরাল ভিডিওর অডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভয়েস ক্লোনিং ব্যবহার করে তৈরি করা হয়।