বাংলাদেশে গণঅভ্যূথানের পর নতুন গ্রাফিতি? না, ভাইরাল ছবি AI নির্মিত
বুম দেখে বাংলাদেশের রাস্তায় নতুন গ্রাফিতির ভাইরাল ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
একটি রাস্তায় ফ্লাইওভারের গায়ে গ্রাফিতির কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দিয়ে তৈরি ছবি ও ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমাজমাধ্যম ব্যবহারকারীরা ছবি এবং ভিডিও শেয়ার করে দাবি করেছেন ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের (Bangladesh) রাস্তায় নতুন করে এই গ্রাফিতি (Graffiti) আঁকা হয়েছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবি এবং ভিডিও, উভয়ই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্মিত।
শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব ত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ হয়। নতুন সরকার নির্বাচিত হওয়ার আগে অবধি একটি অভ্যন্তরীণ সরকার বর্তমানে সক্রিয় রয়েছে বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তার আশে পাশের রাস্তায় খারাপ হয়ে যাওয়া দেওয়ালগুলিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়ে দেওয়ালগুলিকে নান্দনিকভাবে সাজিয়ে তুলেছেন। দেওয়ালে ছাত্র আন্দোলন, প্রতিবাদী কবিতা, এই ধরণের গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা।
এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ভাইরাল ছবি এবং ভিডিওটি। একজন ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "নতুন দেশের নতুন সড়কে নতুন নায়কেরা।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একই ক্যাপশনসহ একজন ব্যবহারকারী এই গ্রাফিতির একটি রিল ভিডিও পোস্ট করে।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভাইরাল রিল ভিডিওতে রাস্তার গাড়ি এবং মানুষজন, উভয়ই এক জায়গায় স্থির। ভিডিওর ফ্রেম পালটালেও মানুষ বা গাড়ির জায়গা পরিবর্তন হয় না।
আমরা এরপর, ভাইরাল ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। ছবিটি জুম করার পর আমরা দেখি ছবির মানুষগুলো আঁকা এবং অসম্পূর্ণ। নীচে ছবির অস্বাভাবিক মানুষগুলি দেখা যাবে।
এই সুত্র ধরে, আমরা হাইভ মডারেশনে ছবিটি পরীক্ষা করে দেখি সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল নিচে দেখা যাবে।