বাংলাদেশ: বিভ্রান্তিকর দাবিসহ ভাইরাল হিন্দু পরিবারের উপর নিপীড়নের ভিডিও
বুম ভাইরাল ভিডিওতে আক্রান্ত বাংলাদেশী হিন্দু মহিলার মেয়ের সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করে জানান তার মা গর্ভবতী নন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের এক অজ্ঞান হিন্দু মহিলার (unconscious Hindu woman) জ্ঞান ফেরানোর চেষ্টার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।ব্যবহারকারীরা ভাইরাল ক্লিপটি শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করেছেন যে বাংলাদেশের (Bangladesh) ওই মহিলা গর্ভবতী (pregnant) এবং তাকে হামলাকারীরা পা দিয়ে আঘাত করার ফলে তিনি অজ্ঞান হয়ে গেছেন।
বুম ভাইরাল ভিডিওতে আক্রান্ত বাংলাদেশী হিন্দু মহিলার মেয়ের সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করে জানান তার মা গর্ভবতী নন।
বাংলাদেশে শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪-এ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে, ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অভ্যন্তরীণ সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা শাসন অবসানের পর, সেদেশে চলতি বিশৃঙ্খলার মধ্যে সংখ্যালঘু হিন্দুরা বারবার আক্রান্ত হচ্ছে। তাদের উপর হামলা এবং লুটপাটের প্রতিবাদে ঢাকার শাহবাগ এবং চট্টগ্রামে পথে নামেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলতে থাকা অত্যাচারের মধ্যে ২:২০ সেকেন্ডের ক্লিপটি ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপে কিছু মানুষকে একজন জ্ঞানহীন মহিলাকে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে দেখা যায়। ভিডিওতে একজনকে তার মায়ের জন্য কাঁদতেও শোনা যায়।
ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছে, "ঢাকার খিলগাঁওয়ে হিন্দুদের ওপর হামলা হচ্ছে। হামলায় তারা গর্ভবতী এক হিন্দু মহিলাকে লাথি মেরেছে, এখন সে অজ্ঞান। তারা নির্মমভাবে হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
বিস্তারিত প্রসঙ্গ
বুম দেখে বাংলাদেশে ভাইরাল ভিডিওর অসুস্থ হিন্দু মহিলা মুসলমানদের হাতেই আক্রান্ত হন তবে, তিনি গর্ভবতী ছিলেন না।
আমরা দাবিটির সত্যতা যাচাই করতে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ফেসবুক ব্যবহারকারী শামা মণ্ডলের অ্যাকাউন্টে ৬ আগস্টে আপলোড করা একটি লাইভ ভিডিও দেখতে পাই। লাইভ ভিডিওটির শুরুতে এক মহিলাকে একটি মন্দিরের সামনে বসে কাঁদতে দেখা যায়। ভিডিওতে তাদের বাড়ির উপর হামলা করে ভাঙচুর করার অভিযোগ করা হয়েছে এবং তাদের ভাঙচুর হওয়া বাড়ির দৃশ্যও দেখা যায়। ওই ভিডিওর শুরুতে ক্রন্দনরত মহিলাকে পরে অজ্ঞান হয়ে যেতে দেখা যায়। ৫:২০ মিনিট থেকে জ্ঞানহীন মহিলার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টার দৃশ্য দেখা যায় যা ভাইরাল ভিডিওর অনুরূপ।
আর্কাইভ দেখুন এখানে।
এছাড়াও, আমরা শামা মণ্ডলের ফেসবুকে ৬ আগস্ট ২০২৪-এ পোস্ট করা আরও তিনটি লাইভ ভিডিও দেখতে পাই তাদের পরিবারের উপর হামলা ও ভাঙচুর সংক্রান্ত। এদিন সকালের লাইভে তাদের বাড়িতে হওয়া হামলায় বিকল হয়ে যাওয়া টিভি হাতে এক ব্যক্তিকে দেখা যায়। লাইভটিতে তারা হুমকির শিকার হয়েছে বলেও জানান এবং এক ব্যক্তি অভিযোগ করেন তাদের উপর হামলা করেছে আওয়ামী লীগের কর্মীরা।
আর্কাইভ দেখুন এখানে।
শামা মণ্ডল ৬ আগস্ট মধ্যরাতে দুটি লাইভ ভিডিও করেন যেগুলিতে তাদের বাড়ি ও মন্দিরে সদ্য ঘটে যাওয়া ভাঙচুর এবং লুটপাটের উল্লেখ করা হয়েছে। ওই ভিডিও দুটিতেও সেই মহিলাকে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ নিয়ে অভিযোগ করতে শোনা যায়। ভিডিওতে একটি লণ্ডভণ্ড, ভাঙচুর হওয়া মন্দিরের দৃশ্যও দেখা যায়। দেখুন এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে।
আর্কাইভ দেখুন এখানে।
কী হয়েছিল সেদিন রাতে?
বুম শামা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদের জানান ভিডিওতে অসুস্থ হয়ে পড়া মহিলা তার মা। ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা শামা জানান ৫ আগস্ট তার অসুস্থ মাকে নিয়ে তার বাবা রাতের বেলা হসাপাতালে যায় এবং শামা তার বাড়ির পাশে মামাবাড়িতে ছিলেন। শামা বলেন রাত বারোটার পর অনেক লোক এসে, "ভাঙচুর করে, ভিতরে ঢুকে আমাদের ঘরের বেহাল অবস্থা...ভিতরের মেন গেট যা আছে সব ভেঙ্গেচুরে, টিভি, সব টাকা পয়সা যা চিল আমাদের আলমারিতে, সোনার জিনিস গয়না যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে।"
তিনি আমাদের জানান, তাদের বাড়ির কালী মন্দির থেকেও সোনার গয়না চুরি করে নিয়ে যায় হামলাকারীরা তবে, এই হামলার কথা জানতে পেরে শামার এলাকার লোকজন হামলাকারীদের উপর পাল্টা আক্রমণ করে।
শামাকে কারা হামলা করেছে জিজ্ঞেস করলে তিনি বলেন, "মুসলমানরা হামলা করেছে ৫ তারিখে, যে হামলা করেছে তার নাম মাহবুব। সে আমাদের মন্দিরের জায়গা দখল করতে চায়, এটা তার অনেক দিনের আশা আমরা শুনে এসেছি।"
তিনি বুমকে বলেন ৫ আগস্টের হামলাকারীরা পরের দিন ফের তার মায়ের উপর আক্রমণ করেন। বুম শামাকে তার মা আক্রমণের সময় গর্ভবতী ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "না, না, মা প্রেগন্যান্ট নয়।"