বাংলাদেশী জাহাজের ভারতীয় মৎস্যজীবী উদ্ধারের ভাইরাল ঘটনা সাম্প্রতিক নয়
বুম দেখে মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাসকে বাংলাদেশী জাহাজ উদ্ধার করার ঘটনাটি ঘটে ২০১৯ সালের জুলাই মাসে, সাম্প্রতিক কালে নয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশী জাহাজের (Bnagladeshi Ship) রবীন্দ্রনাথ দাস (Rabindranath Das) নামক এক ভারতীয় মৎস্যজীবীকে (Indian Fisherman) উদ্ধার করার কাহিনি ভাইরাল হয়েছে সাম্প্রতিক দাবিসহ।
রবীন্দ্রনাথ দাসের ছবি সহ ওই পোস্টে দাবি করা হয়েছে সম্প্রতি হলদিয়া অঞ্চলের বঙ্গোপসাগরে তিনি ও তার সহ মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে ঝড়ে তাদের ট্রলার উলটে যায়। এরপর, পাঁচ দিন সমুদ্রে জল ও খাবার ছাড়া ভাষার পর তাকে দেখতে পেয়ে উদ্ধার করে বাংলাদেশের একটি জাহাজ।
বুম যাচাই করে দেখে রবীন্দ্রনাথ দাসকে সমুদ্র থেকে উদ্ধার করার ঘটনাটি সাম্প্রতিক নয়। ওই মৎস্যজীবীকে উদ্ধার করা হয় ২০১৯ সালের জুলাই মাসে।
একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "লোকটির নাম রবীন্দ্রনাথ দাস। বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। গত ৮ দিন আগে হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার ১৫ জন সাথী। হটাত প্রচন্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচন্ড ঢেউয়ে একেকজন একেক দিকে ভেসে যায়। রবীন্দ্রনাথও ভেসে যায়...৫ দিন পর প্রায় ৬০০ কি.মি. ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌছে। তখন বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদের’ ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুড়ে মারে। কিন্তু সে ধরতে পারে না। তলিয়ে যায়... বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যপ্টেন তাৎক্ষনিক জাহাজ সেদিকে ঘুড়িয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে। এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়...মানুষ হতে শেখাবে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করে ১৪ জুলাই ২০১৯ সালে এবিপি আনন্দের আপলোড করা একটি ভিডিও প্রতিবেদন পায়।
প্রতিবেদন থেকে আমরা জানতে পারি কাকদ্বীপের ট্রলার চালক রবীন্দ্রনাথ দাসকে ভেসে যাওয়ার পাঁচ দিন পর বাংলাদেশের জলসীমানা থেকে উদ্ধার করেন বাংলাদেশী নাবিকরা। এরপর, তাকে ঢাকা থেকে বিমানে করে কলকাতা নিয়ে আসা হয় এবং কাকদ্বীপের হাসপাতালে তার চিকিৎসা হয়।
ভিডিও প্রতিবেদনে ওই মৎস্যজীবীর পশ্চিমবঙ্গে আসার পরের দৃশ্য়ের পাশাপাশি তাকে উদ্ধার করার মুহূর্তের দৃশ্যও দেখা যায়।
এরপর, আমরা গুগলে রবীন্দ্রনাথ দাস উদ্ধারের ঘটনা সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করি। সার্চের মাধ্যমে ১৩ জুলাই ২০১৯-এ প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন পাই। ওই প্রতিবেদনে মৎস্যজীবী রবীন্দ্রনাথের ভাইরাল পোস্টের সঙ্গে দেওয়া ছবিটিও দেখা যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ৬ জুলাই তাদের ট্রলার ডুবে যাওয়ার পর নামখানার ওই মৎস্যজীবী পাঁচ দিন ধরে জ্বালানীর ড্রাম সম্বল করে বঙ্গোপসাগরে ভেসে নিজের প্রাণ বাঁচিয়ে রেখেছিলেন। ১১ জুলাই ২০১৯-এ একটি বাংলাদেশী জাহাজ রবীন্দ্রনাথ দাসকে উদ্ধার করে চট্টগ্রাম উপকূলের কাছ থেকে।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, তাদের গ্রামের আরও দুজন সহ মৎস্যজীবী রবীন্দ্রনাথ উদ্ধার হওয়ার কয়েক ঘণ্টা আগে সমুদ্র এবং অনাহারের সঙ্গে আর যুদ্ধ করতে না পেরে মারা যান।
প্রতিবেদনটি পড়ুন এখানে।