বিজেপি কর্মী শুভেন্দু অধিকারীকে নয় অগ্নিমিত্রা পালকে 'দিদি' বলেছেন
বুম দেখে মূল ভিডিওতে 'দিদি' বলে অগ্নিমিত্রা পালকে বুঝিয়েছেন বিজেপি কর্মী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পালের সমর্থনে আয়োজিত জনসভায় একজন বিজেপি কর্মী বক্তৃতা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর আগে 'দিদি' বলেছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে বক্তা শুভেন্দু অধিকারীকে 'দিদি' বলে সম্বোধন করেছেন।
বুম দেখে দাবিটি বিভ্রান্তিকর, ভিডিওটির দীর্ঘতর মূল সংস্করণ থেকে বোঝা যাই যে বক্তা 'দিদি' বলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে সম্বোধন করেছেন।
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। তিনি ২০২০ সালে শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফ্যাশন ডিসাইনার ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল লোকসভা ২০২৪ সালের নির্বাচনে মেদিনীপুরে বিজেপি প্রার্থী হয়েছেন।
১২ সেকেন্ডের ভাইরাল ভিডিও ক্লিপে বক্তাকে বলতে শোনা যায়, "তাই আগামী লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মাননীয় নরেন্দ্র মোদীজির আমাদের প্রার্থী এবং আমাদের প্রত্যেকের প্রিয় দিদি শুভেন্দু অধিকারী।"
একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লেখা হয়, "প্রিয় দিদি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভাইরাল ভিডিওর উপরে বাঁ দিকে মেদিনীপুর লাইভ লেখা একটি লোগো দেখা যাচ্ছে। এই সূত্রধরে আমরা মেদিনীপুর লাইভের ফেসবুক পেজে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্যসহ একটি লাইভ ভিডিও পাই।
আমরা লাইভ ভিডিওতে দেখি জনসভার মঞ্চের উপর ব্যানারে লেখা আছে অগ্নিমিত্রা পালের সমর্থনে বিজয় সংকল্প সভা যা আমরা ভাইরাল ভিডিওতেও দেখতে পাই।
এছাড়া, ভাইরাল ভিডিওর মতো স্টেজের উপরে শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পালকেও দেখা যায় লাইভ ভিডিওটিতে।
লাইভ ভিডিওর ক্যাপশন, "খড়্গপুর শহরে প্রচার সভাতে শুভেন্দু অধিকারী লাইভ" থেকে আমরা জানতে পারি জনসভাটি খড়্গপুরে আয়োজিত হয়েছিল।
লাইভটি দেখুন এখানে।
বক্তা বিজেপি কর্মীকে লাইভ ভিডিওর শুরু থেকে ২৫ সেকেন্ড অবধি বলতে শোনা যায়, "খুন হওয়া, চুরি হওয়া, সন্দেশখালির মতো ঘটনা ঘটানো। তাই আগামী লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মাননীয় নরেন্দ্র মোদীজির আমাদের প্রার্থী এবং আমাদের প্রত্যেকের প্রিয় দিদি শুভেন্দু অধিকারী, দিদি মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়াকে পদ্মফুল চিন্হে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন।"
এখান থেকে স্পষ্ট বোঝা যায় বক্তা 'দিদি' বলে অগ্নিমিত্রা পালকেই বুঝিয়েছেন এবং তিনি মুখ ফসকে 'দিদি'র পর শুভেন্দু অধিকারী বলে ফেলেছেন।