BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • কলকাতা নয়, রাস্তায় চালকবিহীন চলমান...
ফ্যাক্ট চেক

কলকাতা নয়, রাস্তায় চালকবিহীন চলমান জ্বলন্ত গাড়ির ভাইরাল ভিডিও জয়পুরের

বুম দেখে ভাইরাল ভিডিওতে দৃশ্যমান চালকবিহীন জ্বলন্ত গাড়িটি চলছিল রাজস্থানের জয়পুরের একটি রাস্তায়, কলকাতায় নয়।

By -  Srijanee Chakraborty
Published -  20 Oct 2024 8:37 PM IST
  • কলকাতা নয়, রাস্তায় চালকবিহীন চলমান জ্বলন্ত গাড়ির ভাইরাল ভিডিও জয়পুরের
    CLAIMকলকাতার সায়েন্স সিটি মোড়ের রাস্তায় একটি চালকবিহীন জ্বলন্ত গাড়ি চলছে।
    FACT CHECKভাইরাল ভিডিওতে দৃশ্যমান চালকবিহীন জ্বলন্ত গাড়িটি চলছিল রাজস্থানের জয়পুরের একটি রাস্তায়, কলকাতায় নয়। ঘটনাটি ১২ অক্টোবর, ২০২৪-এর।
    Listen to this Article

    সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে একটি চালকবিহীন জ্বলন্ত গাড়িকে রাস্তা দিয়ে চলতে দেখা যায়। নেটিজেনদের একাংশ ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করেন ঘটনাটি কলকাতার (Kolkata) সায়েন্স সিটি মোড়ের।

    বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি রাজস্থানের। জয়পুরের একটি রাস্তায় ১২ অক্টোবর, ২০২৪ তারিখে এক গাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে চালক প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে যায় এবং জ্বলন্ত গাড়িটি চলতে আরম্ভ করে।

    প্রায় এক মিনিটের ভাইরাল ভিডিওটিতে কিছু লোককে ভিড় করে একটি জ্বলন্ত গাড়িকে দেখতে দেখা যায় যখন হঠাৎ করে চালকবিহীন গাড়িটি নিজের থেকে চলতে আরাম্ভ করে এবং রাস্তায় উপস্থিত মানুষেরা গাড়িটি থেকে বাঁচতে পালানোর চেষ্টা করতে দেখা যায়।

    এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লেখেন, "অবাক কান্ড,আজ সায়েন্স সিটির মোড়ে ভূতের গাড়ি চালানো দেখে আতঙ্কে জনগণ।"


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    ভিডিওটি হোয়াটস্যাপেও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে, "আজ Science City - Park Circus fly over এর নীচে ভূতের গাড়ি চালানো....."


    তথ্য যাচাই

    বুম দাবিটির সত্যতা যাচাই করতে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করলে এক্সে দ্য টাইমস অফ ইন্ডিয়ার অক্টোবর ১৩, ২০২৪-এর একটি পোস্টে উক্ত ঘটনার এক ভিডিও দেখতে পায়।

    পোস্টটির ক্যাপশন থেকে জানা যায় গাড়িটির বাতানুকূল যন্ত্র থেকে ধোঁয়া বেরতে দেখলে চালক পরীক্ষা করতে গাড়ি থেকে নেমে যান। চালকবিহীন জ্বলন্ত গাড়িটি জয়পুরের একটি এলিভেটেড রোডে চলতে আরাম্ভ করে এবং একটি বাইকে ধাক্কা দিয়ে অবশেষে একটি ডিভাইডারে লেগে থেমে যায়।

    A driverless car engulfed in flames descended an elevated road in #Jaipur, colliding with a parked bike before halting at a divider.

    The driver noticed smoke coming from the car's air conditioning and stepped out to investigate. Read 🔗 https://t.co/0PmGIFfjeY pic.twitter.com/3b2NyMinyX

    — The Times Of India (@timesofindia) October 13, 2024

    দ্য টাইমস অফ ইন্ডিয়ার সেই প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি এবছরের ১২ অক্টোবর জয়পুরের এলিভেটেড রোডে আজমের রোড থেকে সুদর্শনপুরা পুলিয়া যাওয়ার রাস্তায় গাড়িটিতে হঠাৎ আগুন লেগে যায়।

    আমরা ঘটনাটি সংক্রান্ত ব্রুট ইন্ডিয়ার ১৩ অক্টোবরের এক্স পোস্ট পাই যেখানে অন্য এক কোণ থেকে নেওয়া এই একই ঘটনার ভিডিও দেখা যায়। ভিডিওটির ৪৩ সেকেন্ডে আমরা একটি বিল্ডিংয়ের নীচে মন্টে কার্লোর দোকান দেখতে পাই।


    এরপর, আমরা রাজস্থানের আজমের রোডে মন্টে কার্লোর দোকান গুগল ম্যাপসে চিহ্নিত করে ঘটনাটির স্থান খুঁজে পাই।

    গুগল ম্যাপসে সেখানকার গ্র্যান্ড অনুকপমা হোটেলের সামনের রাস্তার সেই ঘটনাস্থল দেখতে পাওয়া যায়। নিচে ভাইরাল ভিডিও ও গুগল ম্যাপসে থাকা সেই জায়গার দৃশ্যের তুলনা দেখা যাবে।


    এনডিটিভির ১৩ অক্টোবর, ২০২৪-এ প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, গাড়িটির মালিক আলওয়ারের মুকেশ গোস্বামী এবং ঘটনার সময় তার বন্ধু জিতেন্দ্র জঙ্গিদ গাড়িটি চালাচ্ছিলেন। জঙ্গিদ গাড়ির বনেট থেকে ধোঁয়া বেরতে দেখে কারণ পরীক্ষা করতে গাড়ি থেকে নেমে যান। আগুন লেগে যাওয়ার পর গাড়িটির হ্যান্ডব্রেক খারাপ হয়ে যায় ও সেটি চলতে শুরু করে।

    Tags

    Jaipur
    Read Full Article
    Claim :   ভিডিওতে কলকাতার সায়েন্স সিটি মোড়ের রাস্তায় একটি চালকবিহীন জ্বলন্ত গাড়ি চলতে দেখা যাচ্ছে।
    Claimed By :  Facebook Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!