ঘূর্ণিঝড় রেমাল দাবি করে ছড়াল AI ছবি
বুম যাচাই করে দেখে ভাইরাল পোস্টে সমুদ্রের উপর ঘূর্ণিঝড়ের ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সমুদ্রের উপর ঘূর্ণিঝড়ের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টটিতে ভুয়ো দাবি করা হয়েছে ছবিগুলিতে দেখা যাচ্ছে সদ্য আসা ঘূর্ণিঝড় রেমাল, যার বেশিরভাগ প্রকোপ ভারত ও বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় পড়েছে।
বুম যাচাই করে দেখে ছবিগুলি ঘূর্ণিঝড় রেমালের নয়, সেগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
২৬ মে ২০২৪ রাত ১২টায় সাগরদ্বীপি ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করে রেমাল ঘূর্ণিঝড়। তার ল্যান্ডফল প্রক্রিয়া চলে দুঘণ্টা ধরে। রেমালের জেরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে জেলাগুলির কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, পশ্চিমবঙ্গের অন্যান্য কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। ঝড় ছাড়াও, কলকাতা ও সুন্দরবন সংলগ্ন এলাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই, ব্যবহারকারীরা এআই দ্বারা তৈরি সমুদ্রের উপর ঘূর্ণাবর্তের বেশ কয়েকটি ছবি রেমাল দাবি করে সমাজমাধ্যমে শেয়ার করেছেন। এক ব্যবহারকারী ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজার সমুদ্র থেকে তোলা ছবি"।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আরও এক ব্যবহারকারী একই ছবি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "ঘূর্ণিঝড় রেমাল পায়রা বন্দর সমুদ্র সৈকত থেকে তোলা ছবি"।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এক্সে একজন ব্যবহারকারী একই রকম একটি ছবি শেয়ার করে ইংরেজিতে ক্যাপশন হিসাবে লিখেছেন, "#Cyclone Remal কক্সবাজার অঞ্চল যা ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় ছিল। এক বন্ধুর থেকে পাওয়া।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ছবিগুলিতে একাধিক ভৌগোলিক অস্বাভিকতা লক্ষ্য করে। এই অস্বাভাবিকতাগুলির মধ্যে কয়েকটি হল ভাইরাল ছবির ঘূর্ণির উপর রামধনু, শান্ত সমুদ্র ও পরিষ্কার আকাশ। রেমাল আছড়ে পরার আগে থেকে ও সেই সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে যে ঝড়-বৃষ্টি হয় তার সাথে ভাইরাল এই ছবিগুলি মেলে না।
এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা হাইভ মডারেশনে ছবিগুলি যাচাই করে দেখি ঘূর্ণাবর্তের সবকটি ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
নীচে হাইভ মডারেশনে যাচাই করে পাওয়া প্রথম ছবির ফলাফল দেখা যাবে।
হাইভ মডারেশনে যাচাই করা দ্বিতীয় ছবির ফলাফল দেখুন নীচে।
হাইভ মডারেশনে যাচাই করা তৃতীয় ছবির ফলাফল নীচে দেখা যাবে।