মায়ের মৃত্যুতে মুণ্ডিতমস্তক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছবিটি ফোটোশপ করা
বুম যাচাই করে দেখে ছবিটি সম্পাদনা করে তৈরি করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদৌ মস্তক মুণ্ডন করেননি।
মা হীরাবেন-এর (Heeraben Modi) মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হিন্দু প্রথা ও সংস্কার অনুযায়ী মস্তক মুণ্ডন করেছেন দাবি করে তাঁর একটি ন্যাড়া মাথার ছবি ভাইরাল হয়েছে।
বুম দেখে ছবিটা ফোটোশপ করে তৈরি এবং মোদী আদৌ তাঁর মস্তক মুণ্ডন করাননি।
২০২২ সালের ৩০ ডিসেম্বর ৯৯ বছর বয়সে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মারা যান। হিন্দু ধর্মীয় প্রথা অনুযায়ী মৃতের পরিবারের পুরুষ সদস্যরা মৃত্যুকালীন শোক বা শ্রাদ্ধ পালনের সময় তাঁদের মস্তক মুণ্ডন করে থাকেন। এই প্রথার লক্ষ্য আত্মশুদ্ধিকরণ, মৃতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং নিজের অহমিকাকে বিসর্জন করা।
এই সূত্রেই মোদীও হিন্দু প্রথা অনুসারে মায়ের মৃত্যুর পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন বলে প্রচার হয়েছে এবং অনলাইনে সেই ভুয়ো প্রচার ভাইরালও হয়েছে।
ফেসবুকে যেমন এই ছবিটি ভাইরাল করে ভক্তি-গদগদ ক্যাপশন দেওয়া হয়েছে, "মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথা শিরোধার্য করে তাঁর মায়ের মৃত্যুর পর মাথা ন্যাড়া করেছেন। ধন্য এই কর্মযোগী! মা হীরাবেন-এর প্রতি ধন্য এই আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি!"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
বুম-এর হোয়াট্স্যাপ টিপলাইন নম্বরেও (৭৭০০৯০৬৫৮৮) এই বিষয়টির সত্যতা পরীক্ষার অনুরোধ এসেছে।
তথ্য যাচাই
বুম দেখে ছবিটি ফোটোশপ করা। আসল ছবিটা তোলা হয়েছিল ২০১৭ সালের ১৫ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিনে। ইয়ান্ডেক্স সার্চ ইঞ্জিনে খোঁজ করে আমরা মূল ছবিটা উদ্ধার করি, আর তার পরেই বুঝতে পারি, ভাইরাল হওয়া ছবিটি ফোটোশপ করা।
বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম এই ছবিটাই তাদের প্রাসঙ্গিক প্রতিবেদনে ব্যবহার করেছে এবং এটিকে পিটিআই-এর তোলা ছবি বলে দাবি করেছে। দেখুন এখানে এবং এখানে।
একই দিনে সংবাদসংস্থা রয়টার্স-এর তোলা একটি ছবি থেকে আমরা বুঝতে পারি যে কোন সময় এবং কী উপলক্ষে ভাইরাল ছবিটি তোলা হয়েছিল।
ভাইরাল করা ছবির সঙ্গে মূল ছবিটিকে পাশাপাশি রেখে তুলনা করলেই দুটির অমিল স্পষ্ট হয়ে যায়।
আমরা দেখেছি, ভাইরাল হওয়া ছবিটি প্রথম প্রচারিত হতে শুরু করে ২০২১ সালের জানুয়ারি মাসে মস্করার ছলে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
হীরাবেন-এর প্রয়াণের পর অশৌচান্ত হবে আগামী ১২ জানুয়ারি, ২০২৩l মোদীর সাম্প্রতিক ছবি দেখার জন্য আমরা তাঁর টুইটার অ্যাকাউন্ট খুঁজে দেখি এবং ৩১ ডিসেম্বর, ২০২২-এ তোলা এই ছবিটি পাই। এই ছবিতে মোদীকে দেখা যাচ্ছে অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল পি ভি আয়ার-এর সঙ্গে পোজ দিতে এবং তাঁর বই 'ফিট অ্যাট এনি এজ'-এর একটি কপি গ্রহণ করতে। ৩১ ডিসেম্বরে তোলা এই ছবিতে মোদীর মাথা মোটেই ন্যাড়া নয়, অর্থাত্ তিনি তখনও মস্তক মুণ্ডন করেননি।