BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • হাথরসে পদপিষ্টে মৃত্যু নিয়ে সংসদে...
ফ্যাক্ট চেক

হাথরসে পদপিষ্টে মৃত্যু নিয়ে সংসদে নীরব প্রধানমন্ত্রী? ভাইরাল দাবি ভুয়ো

বুম ২ জুলাই ২০২৪-এ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনে দেখে তিনি তার বক্তৃতার মাঝে হাথরসের ঘটনায় শোক প্রকাশ করেন।

By - Srijanee Chakraborty |
Published -  5 July 2024 6:39 PM IST
  • হাথরসে পদপিষ্টে মৃত্যু নিয়ে সংসদে নীরব প্রধানমন্ত্রী? ভাইরাল দাবি ভুয়ো

    সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল একটি পোস্টে ভুয়ো দাবি করা হয়েছে ২০২৪ সালে সংসদে লোকসভার অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তার বক্তৃতায় একবারও হাথরসের পদপিষ্ট (Hathras Stampede) দুর্ঘটনার কথা উল্লেখ করেননি।

    বুম সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২ জুলাই ২০২৪-এর ভাষণ শুনে দেখে হাথরসের দুর্ঘটনার খবর এলে তিনি তার বক্তব্যের মাঝেই মৃতদের জন্য শোক প্রকাশ করেন।

    ২০২৪ সালের ২ জুলাই উত্তর প্রদেশের হাথরসের সিকান্দররাউ এলাকায় পদপিষ্ট হয়ে প্রাণ হারায় শিশু সহ শতাধিক মানুষ। হাথরসে "ভোলে বাবা" নামে পরিচিত স্বঘোষিত গুরু নারায়ণ সাকার হরির একটি সৎসঙ্গ অনুষ্ঠানে দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমকে প্রত্যক্ষদর্শীদের একাংশ জানায় ভোলে বাবার পদধূলি নিতে গিয়েই বিশৃঙ্খলার ফলে এমন মর্মান্তিক পরিণতি হয়। আবার, অনেকে দাবি করেছেন সৎসঙ্গের মাঠে করা প্যান্ডেলে কোনও পাখার ব্যবস্থা ছিল না এবং সভা শেষে গরম থেকে মুক্তি পেতে একটি সঙ্কীর্ণ প্রস্থান পথ দিয়ে তাড়াতাড়ি বেরোতে গিয়ে পদপিষ্ট হন ভক্তরা।

    এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজমাধ্যমে ব্যবহারকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতার ভুয়ো দাবি করেছেন।

    একজন ফেসবুক ব্যবহারকারী পোস্টে লিখেছেন, "আজ প্রধানমন্ত্রীর ভাষণে নেহরু ছিলেন, আম্বেদকর ছিলেন, রাজীব ছিলেন। তবে,ভাষণ চলা কালীন হাথরাসে শিবচর্চায় মৃত পূণ্যার্থীরা ছিলেন না!"


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    আরও পড়ুন -কেরলের NEET কোচিং সেন্টারের ফলাফলের বিজ্ঞাপন সাম্প্রদায়িক দাবিতে ছড়াল

    তথ্য যাচাই

    বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমেই ভারতীয় সংসদে রাজ্যসভা ও লোকসভার সরকারি প্রচারক সংসদ টিভির ইউটিউবে চ্যানেলে ভারতের ১৮ তম লোকসভা অধিবেশনের আপলোড করা ভিডিওগুলি দেখে।

    আমরা সংসদ টিভির ইউটিউব চ্যানেলে ২ জুলাই ২০২৪-এ আপলোড করা "রাষ্ট্রপতির অভিভাষণের ধন্যবাদ সূচক প্রস্তাবে লোকসভায় প্রধানমন্ত্রীর জবাবী ভাষণ" শীর্ষক ভিডিওর দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনে দেখি ১ ঘন্টা ০৯ মিনিটে তিনি উত্তর প্রদেশের হাথরসের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।

    ভিডিওটি দেখুন এখানে।

    এছাড়াও, নরেন্দ্র মোদী তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে সংসদে তার দুঃখ প্রকাশের ভিডিও ক্লিপ পোস্ট করে ইংরেজিতে ক্যাপশনে লেখেন, "আমার ভাবনা হাথরসে যারা শোকাহত হয়েছেন তাদের সঙ্গে রয়েছে। আহতদের জন্য প্রার্থনা। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উত্তরপ্রদেশ সরকার কাজ করছে।"

    My thoughts are with those bereaved in Hathras. Prayers with the injured. The UP Government is working to assist those affected. pic.twitter.com/hAhD5xFD1M

    — Narendra Modi (@narendramodi) July 2, 2024

    পোস্টটি দেখুন এখানে।

    প্রধানমন্ত্রী দুর্ঘটনায় মৃতের পরিবারপিছু ২ লক্ষ্য টাকা এবং আহতদের জন্য ৫০০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে।

    The Prime Minister Shri @narendramodi Ji has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Hathras. The injured would be given Rs. 50,000.

    — PMO India (@PMOIndia) July 2, 2024

    ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

    আরও পড়ুন -স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মী সেজে জালিয়াতি? ভাইরাল বিজ্ঞপ্তি সরকারি নয়

    Tags

    Fact CheckFake NewsHathras StampedeNarendra Modi
    Read Full Article
    Claim :   পোস্টে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে সংসদে নীরব ছিলেন
    Claimed By :  Facebook Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!