BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • না, আদানি গ্রুপকে ইন্ডিয়ান অয়েল...
ফ্যাক্ট চেক

না, আদানি গ্রুপকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বেচে দেওয়া হয়নি

বুম দেখে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-আদানি গ্যাস প্রাইভেট লিমিটেড হল ২০১৩ সালে প্রতিষ্ঠিত গ্যাস সরবরাহ করার একটি যৌথ প্রয়াস।

By - Sumit Usha |
Published -  19 Feb 2021 11:37 AM IST
  • না, আদানি গ্রুপকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বেচে দেওয়া হয়নি

    ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Coporation) ও আদানি গ্যাস (Adani Gas) পরিচালিত একটি গ্যাস বিপনন স্টেশনের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে মিথ্যে দাবি করা হয়েছে যে, ভারতীয় জনতা পার্টি (BJP) পরিচালিত কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস প্রস্তুতকারক কম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে আদানি গ্রুপ অফ ইনডাস্ট্রিজের (Adani Group of Industries) কাছে বিক্রি করে দিয়েছে।

    বুম দেখে দাবিটি মিথ্যে। ইন্ডিয়ান অয়েল-আদানি গ্যাস প্রাইভেট লিমিটেড হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও আদানি গ্যাস লিমিটেড-এর একটি যৌথ উদ্যোগ। সেটি ২০১৩ সালে
    প্রতিষ্ঠিত হয়
    । ওই কোম্পানি বিভিন্ন শহরে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করে। পেট্রোল বা ডিজেল সরবরাহ করে না, যদিও তেমনটাই দাবি করা হয়েছে ভাইরাল পোস্টটিতে।
    "এটি একটি ৫০:৫০ যৌথ উদ্যোগ, যেটি ২০১৩ তে চালু হয়। আমরা পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটারি বোর্ডের নিয়ন্ত্রাণাধীন। বর্তমানে আমরা ১৯ টি ভৌগোলিক অঞ্চলে কাজ করি। তার মধ্যে ৩৪ টি জেলা ও ৩ টি কেন্দ্র শাসিত এলাকা আছে," আদানি গ্যাস লিমিটেড-এর এক মুখপাত্র বুমকে বলেন।
    ভারতে জ্বালানি তেলের ক্রমাগত দাম বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে ওই গ্যাস স্টেশনের ছবিটি ভাইরাল হয়েছে। বুধবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু
    ৮৯ টাকা
    হয়ে যায়। আর মুম্বইতে দাম হয় লিটার পিছু ৯৬ টাকা।
    ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "অন্ধ অনুগামীরা দেখুন, ইন্ডিয়ান অয়েল করপোরেশন বেচে দেওয়া হয়েছে।"
    পোস্টটি এখানে দেখুন। আর্কাইভ দেখুন এখানে, এখানে।
    কংগ্রেস পার্টির জাতীয় সোশাল মিডিয়া বিভাগের আহ্বায়ক সরল প্যাটেলও ছবিটি টুইট করেছেন। তার সঙ্গে দেওয়া ক্যাপশনে উনি ইঙ্গিত করেছেন যে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে আদানি গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
    প্যাটেলের টুইটে বলা হয়েছে, "আমরা এই রকম। এটাই আমাদের দেশ। আর প্রতিদিন আমাদের দেশকে বেচে দেওয়া হচ্ছে।"

    Ye hum hai.

    Ye humara desh hai.

    Aur yahan har din desh ki bikri ho rahi hai. #PawriHoRahiHai pic.twitter.com/PBoSGu36dj

    — Saral Patel (@SaralPatel) February 16, 2021
    এই দাবি ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়েছে।
    আরও পড়ুন: টুলকিট কাণ্ড: দিশা রবির পুরো নাম দিশা রবি জোসেফ ভুয়ো দাবি বলছে বন্ধুরা

    তথ্য যাচাই

    ইন্ডিয়ান অয়েল-আদানি গ্যাস প্রাইভেট লিমিটেড বা আইওআজিপিএল হল একটি যৌথ উদ্যোগ যেটি মাটির নীচে বসানো পাইপ দিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে।
    আইওআজিপিএল-এর 'অ্যাবাউট আস' বা পরিচিতি বিভাগে বলা হয়েছে যে, সেটি হল "একটি যৌথ উদ্যোগ। সেটি ভারত সরকারের মহারত্ন কম্পানি ইন্ডিয়ান অয়েল
    কর্পোরেশন
    লিমিটেড (আইওসি) এবং শহরে গ্যাস সরবরাহকারী প্রথম সারির কোম্পানি ও আদানি গ্রুপের একটি প্রতিষ্ঠান, আদানি গ্যাস লিমিটেড (এজিএল)-এর যৌথ প্রয়াস।"
    কম্পানিটি বলে যে, তাদের উদ্দেশ্য হল গ্যাস সরবরাহ করার নেটওয়ার্ক গড়ে তোলা, যাতে ভারতের নানান শহরে শিল্প, ব্যবসা, পরিবহন ও ব্যক্তিগত ক্ষেত্রের ব্যবহারকারীদের প্রাকৃতিক গ্যাস দেওয়া যায়।
    আরও অনেক প্রাইভেট কোম্পানির সঙ্গে ইন্ডিয়ান অয়েল করপোরেশন যৌথ উদ্যোগ গড়ে তুলেছে। আইওসি-র অফিসিয়াল ওয়েবসাইটে, তাদের সঙ্গে যৌথ উদ্যোগ চালু করেছে এমন সব কোম্পানির তালিকায় আদানি গ্যাস লিমিটেডের নামও রয়েছে।
    বুম আরও দেখে ইন্ডিয়ান অয়েল-আদানি গ্যাস প্রাইভেট লিমিটেড নামের যৌথ উদ্যোগটি ৪ অক্টোবর ২০১৩ তৈরি হয়।
    কোম্পানিটির ২০১৯-২০২০ সালের ব্যালেন্স শিটেও ওই কথাই বলা আছে।
    আরও পড়ুন: টুলকিট: অরবিন্দ কেজরিওয়ালের পাশে আপ কর্মীর ছবি ছড়াল নিকিতা জেকব বলে

    Tags

    AdaniAdani GroupAdani Groups of CompanisFuel Price HikeIndian OilIndian Oil CorporationFake NewsFactCheckIndian Oil Adani Gas
    Read Full Article
    Claim :   ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনকে আদানি গ্রুপের কাছে বেঁচে দেওয়া হয়েছে
    Claimed By :  Social Media Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!