বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ বললেন লকেট? না, ভাইরাল ভিডিও সম্পাদিত
বুম দেখে ভাইরাল ভিডিওটি একটি সাংবাদিক সম্মেলনের অংশ যেখানে লকেট চট্টোপাধ্যায় একটি লিফলেটের লেখা পড়ছিলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেছেন বিজেপি (BJP) ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার (Laxmi Bhandar) বন্ধ করে দেবে ভুয়ো দাবি করে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বুম দেখে ভিডিওটি একটি সংবাদ সম্মেলনের সম্পাদিত অংশ। সম্পূর্ণ ভিডিওতে লকেট চট্টোপাধ্যায়কে একটি লিফলেটের লেখা পড়তে দেখা যায় যেখানে ভাইরাল দাবির উক্ত কথাগুলি লেখা আছে।
লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের আর্থিকভাবে পিছিয়ে পরা মহিলাদের জন্য একটি অনুদান প্রকল্প যার মাধ্যমে ২৫ থেকে ৬০ বছরের মহিলাদের ১০০০ থেকে ১২০০ টাকা প্রত্যেক মাসে দেওয়া হয়। ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে তৃণমূল কংগ্রেস দ্বারা গঠিত পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি শুরু করে।
২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে বিজেপি নেত্রীকে বলতে শোনা যায়, "বিজেপি ৩৫ আসনে জয়ী হলে আগামী তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। মানে আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমরা বলছি হাজার টাকা দিয়ে মান-ইজ্জত মানুষের কেনা যায়না, ভেবে চিনতে ভোট দিন, মানে তৃণমূলকে ভোট দিন আরকি। আমরা লক্ষ্মীর ভান্ডার মোটামুটি এই '২৪-এর এই জুন মাস যাবে বন্ধ করে দেব।"
এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে একজন ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "*" বিজেপি ৩৫টি আসন পেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে " - হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।* বাংলার মা বোনেরা সিদ্ধান্ত নিন, আপনার লক্ষ্মীর ভান্ডার চাই না,,বিজেপি কে চাই।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভিডিওটি একটি সংবাদ সম্মেলনের এবং লকেট চট্টোপাধ্যায় তার হাতের একটি কাগজ দেখে কথাগুলি পড়ছেন।
এই সূত্রধরে আমরা বিজেপি নেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে ১৭ মে ২০২৪ তারিখে আপলোড করা একটি সাংবাদিক সম্মেলনের লাইভ ভিডিওতে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্য দেখতে পাই। লাইভটির ক্যাপশন থেকে জানা যায় সেটি বিজেপির হুগলি জেলা অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনের ভিডিও।
ভিডিওটির ২৫ সেকেন্ডে লকেট চট্টোপাধ্যায়কে অভিযোগ করতে শোনা যায় যে তৃণমূল কংগ্রেস সেদিনের খবরের কাগজের সঙ্গে লিফলেট বিলি করেছে যেখানে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার কথা লেখা আছে। লাইভটির ২৯ সেকেন্ডে থেকে লকেট লিফলেটটির লেখা পড়েন যা ভাইরাল ভিডিওতে তার উক্তির সঙ্গে মিলে যায়। লাইভটি দেখুন এখানে।
বিজেপি হুগলীর ফেসবুক পেজেও ওই সাংবাদিক সম্মেলনের লাইভ ভিডিওটি আপলোড করা হয় যেখানে লকেট চট্টোপাধ্যায়কে লিফলেটটি পড়তে দেখা যায়।
এছাড়াও, তিনি তার ফেসবুক পেজে একটি ২:১১ মিনিটের ভিডিও পোস্ট করেন যেখানে তিনি লিফলেটটির কথা বলেছেন। ভিডিওটির ক্যাপশনে বিজেপি সাংসদ লেখেন, "বিজেপি জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে ! এইভাবে মিথ্যা প্রচার করেই ভোটে জিততে চাইছে তৃণমূল। #LiesExposed"
ভিডিওটি দেখুন এখানে।