মহেন্দ্র সিংহ ধোনির কাঠের মূর্তি দাবি করে ছড়াল AI ছবি
বুম যাচাই করে দেখে মহেন্দ্র সিংহ ধোনির কাঠের মূর্তি দাবি করা ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) একটি মূর্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দিয়ে তৈরি ছবি ভাইরাল হয়েছে। কিছু ব্যবহারকারী পোস্টটি সমাজমাধ্যমে শেয়ার করে ছবির মূর্তিটি কাঠ দিয়ে তৈরি ভুয়ো দাবি করেছেন।
বুম মহেন্দ্র সিংহ ধোনির মূর্তির ভাইরাল ছবিটি যাচাই করে দেখে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত।
উইকেটকিপার ও ব্যাটার মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় পুরুষ ক্রিকেট দলের আন্তর্জাতিক স্তরে অধিনায়কত্ব করেছেন। ২০১১ সালে আইসিসি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি এবং তার ব্যাটের ছয় থেকেই ভারত এক দিনের ক্রিকেটে দ্বিতীয় বার বিশ্বজয়ী হয়। তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন।
ভাইরাল পোস্টের ছবিতে কাঠের কাজ চলছে এমন এক ঘরে মহেন্দ্র সিংহ ধোনির একটি কাঠের মূর্তি এবং তার পাশে একজন কাঠের কারিগরকে হাতে একটি যন্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির প্রেক্ষাপটে কয়েকটি কাঠের মূর্তি ও অনেক কাঠ এবং আরও একজন ব্যক্তিকে একটি যন্ত্রে কাঠের কাজ করতে দেখা। ছবিটির উপর লেখা রয়েছে, "১ মাস ধরে কাঠ দিয়ে বানিয়েছে কেমন হয়েছে জানাবেন।"
এই ছবিটি শেয়ার করে তার সাথে ক্যাপশন হিসাবে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "কাঠ দিয়ে মহেন্দ্র সিং ধোনির মূর্তি বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন."
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আরও একজন ফেসবুক ব্যবহারকারী একই ক্যাপশনসহ ভাইরাল পোস্টটি শেয়ার করেছেন।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ধোনির কাঠের মূর্তি দাবি করা ভাইরাল ছবিটির মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করে। আমরা দেখি মূর্তিটির পাশে যে কাঠের শিল্পী দাঁড়িয়ে আছেন তার এক পায়ের পাতায় ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এছাড়াও, ছবিটি ভালো করে দেখলে ওই শিল্পীর চোখের মণিতে অসঙ্গতি দেখা যায়। আমরা আরও দেখি, তার এক পায়ের পাতার উপরে চটির স্ট্র্যাপ দেখা গেলেও পায়ে কোনও চটি নেই এবং প্রথমটি বাদে কোনও আঙুলে নখ নেই। ছবিটিতে মূর্তির পিছনে আরেকজন যে কাঠের শিল্পীকে দেখা যায় তার পায়েও কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়।
ছবির এই অস্বাভাবিকতাগুলির থেকে ইঙ্গিত নিয়ে আমরা হাইভ মডারেশনে ভাইরাল ছবিটি পরীক্ষা করে দেখি। হাইভ মডারেশনের পরীক্ষার ফলাফল অনুযায়ী ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্মিত। হাইভ মডারেশনের ফলাফল দেখুন নীচে।