লাইনচ্যুত ট্রেনের সামনে শিশুদের বসার ভাইরাল ছবি AI নির্মিত
বুম দেখে লাইনচ্যুত ট্রেনের সামনে শিশুদের বসে থাকার ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সহযোগে বানানো একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে একটি লাইনচ্যুত ট্রেনের সামনে কিছু শিশুকে (children) বসে থাকতে দেখা যাচ্ছে এবং সেখানে এক শিশুকে একটি উর্দু বইও পড়তে দেখা যায়। সমাজমাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে দাবি করেছেন ছবিতে বাংলাদেশী মুসলমানদের (Bangladeshi Muslims) দেখা যাচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ সংরক্ষণ বিরোধী আন্দোলনে জর্জরিত। বাংলাদেশের স্কুল-কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলি। দুর্ভাগ্যজনক ভাবে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
এই মর্মান্তিক পরিস্থিতির মধ্যে, ফেসবুকে ভাইরাল পোস্টটি শেয়ার করে এক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "বাংলাদেশী কাঙ্গলুদের ভাবনা চিন্তা দেখুন ...."
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একই ক্যাপশনসহ আরও এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করেছে।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ছবিটি যাচাই করতে প্রথমে লাইনচ্যুত ট্রেনের সামনে বসে থাকা শিশুদের ভালভাবে পর্যবেক্ষণ করে।
আমরা ছবিটি জুম করে দেখি ছবির শিশুদের মুখগুলি বিকৃত, অসম্পূর্ণ, অস্পষ্ট এবং এক শিশুর হাতের পাঁচ আঙুলের মধ্যে দুটি আঙুল অস্বাভাবিক লম্বা। নীচে ভাইরাল ছবির কিছু অস্বাভাবিকতা দেখা যাবে।
এই অস্বাভাবিকতাগুলি সচরাচর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে তৈরি ছবিতে লক্ষ্য করা যায়। এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা হাইভ মডারেশনে ছবিটি পরীক্ষা করে দেখি সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেখুন নীচে।