মণিপুরের স্বাধীনতা ঘোষণার সাংবাদিক বৈঠকের পুরনো ভিডিও ছড়াল সাম্প্রতিক বলে
বুম দেখে মণিপুরের দুই বিদ্রোহী নেতার ভারত থেকে স্বাধীনতা ঘোষণার সাংবাদিক বৈঠকটি হয় ২০১৯ সালে লন্ডনে, সাম্প্রতিককালে নয়।
ভারতের থেকে আলাদা হয়ে মণিপুরকে (Manipur) স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছেন দুই বিদ্রোহী নেতা দাবি করে পুরোনো একটি সাংবাদিক সম্মেলনের ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ছাড়াও, ওই সাংবাদিক সম্মেলনের ছবিসহ একটি গ্রাফিকও ভাইরাল হয়েছে যেখানে ঘোষণার তারিখ হিসাবে ৮ সেপ্টেম্বর ২০২৪ লেখা হয়েছে।
সাংবাদিক বৈঠকে দুই নেতার পিছনে টানানো একটি পোস্টারে লেখা দেখা যায়, "ভারত থেকে মণিপুরের স্বাধীন হওয়ার ঘোষণা"। (আসল ইংরেজি লেখা :Announcement of Declaration of Independence of Manipur from India)
বুম দেখে ভাইরাল ভিডিও ও গ্রাফিক পুরনো। মণিপুরের দুই বিদ্রোহী নেতার ভারত থেকে স্বাধীনতা ঘোষণার সাংবাদিক বৈঠকটি হয় ২০১৯ সালের অক্টোবর মাসে লন্ডনে, সাম্প্রতিককালে নয়।
বর্তমানে কুকি ও মেইতেই প্রজাতিদের মধ্যে সংঘর্ষে অশান্ত মণিপুর। ইতিমধ্যে, গত ৭ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মণিপুরে যার ফলে ৭০ বছরের এক বৃদ্ধের প্রাণহানি হয়। বিষ্ণুপুর জেলার মৈরাংয়ে ফিওয়াংবাম লেইকাই এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মৈরেম্বাম কৈরেং সিংহের বাড়ির চত্বরে দুপুর সাড়ে তিনটে নাগাদ আছড়ে পরে ক্ষেপণাস্ত্র।
মণিপুরের এই অশান্ত আবহাওয়ার মাঝেই ভারত থেকে আলাদা হওয়ার দাবিটি ভাইরাল হয়েছে। এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লেখেন, "ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মনিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। ভারত স্বাধীন দেশগুলোকে জোরপূর্বক নিজেদের করলেও সেখানকার মানুষগুলো এখনো স্বাধীনতার স্বপ্ন দেখে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
ফেসবুকে আরও একজন ব্যবহারকারী ভাইরাল গ্রাফিকটি শেয়ার করে লেখেন, "ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মনিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। সর্বশেষ তথ্যানুযায়ী মনিপুরে ৬ জন নি*হত এবং আরও সংঘবদ্ধ হচ্ছে স্বাধীনতাকামীরা। তবে কি ভাঙ্গার পথে সেভেন সিস্টার? খবরটি আমাকে পুলকিত করেছে, আপনার কাছে কেমন লাগছে, মতামত চাই,,,,"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। অনুসন্ধানের মাধ্যমে আমরা ইনসাইড নর্থইস্ট ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওতে দৃশ্যমান সাংবাদিক সম্মেলনের একটি ভিডিও পাই।
৩০ অক্টোবর, ২০১৯-এ আপলোড করা ভিডিও অনুযায়ী দুই বিদ্রোহী মণিপুরী নেতা ইয়াম্বেন বিরেন ও নারেংবাম সমরজিৎ যুক্তরাজ্যের লন্ডনে সাংবাদিক বৈঠক ডেকে জানান ভারত থেকে আলাদা হয়ে মণিপুরের জন্য লন্ডনভিত্তিক একটি স্বাধীন সরকার তৈরি করা হবে।
নীচে ভাইরাল ভিডিও এবং ইউটিউবের ভিডিওর একটি স্ক্রিনশটের তুলনা দেওয়া হল।
এছাড়াও, আমরা গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ৩০ অক্টোবর, ২০১৯-এ বাংলা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল গ্রাফিকের ছবিটি দেখা যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, "লন্ডনের প্রবাসী সরকারের নাম দেওয়া হয়েছে মনিপুর স্টেট কাউন্সিল। কাউন্সিলের মুখ্যমন্ত্রী করা হয়েছে ইয়ামবিন বিরেন-কে। আর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নরেংবাম সমরজিত। তারা দুইজনই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।"
কালেরকণ্ঠের সেই সময় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী নরেংবাম সমরজিৎ বলেছিলেন তারা জাতিসংঘে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃত করার চেষ্টা করবেন।