নির্মলা সীতারামন সম্পর্কে রঘুরাম রাজনের মন্তব্যের ভাইরাল গ্রাফিক ভুয়ো
বুম যাচাই করে দেখে রঘুরাম রাজনের ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে মন্তব্য দাবির ভাইরাল হওয়া গ্রাফকটি ভুয়ো।
ফেসবুকে ভাইরাল হওয়া একটি গ্রাফিক পোস্টে দাবি করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) প্রাক্তন গভর্নর (Ex-governor) রঘুরাম রাজন (Raghuram Rajan) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Niramala Sitharaman) উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেছেন যে তিনি অর্থনীতি ও অর্থ বিষয়ক কিছুই জানেন না।
বুম যাচাই করে দেখে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে মন্তব্য দাবি করা ফেসবুকে ভাইরাল হওয়া গ্রাফকটি ভুয়ো।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টে রঘুরাম রাজন ও নির্মলা সীতারামনের ছবি শেয়ার করে লেখা হয়েছে, "অর্থমন্ত্রী পরিস্থিতি নিয়ে দিশাহীন। তিনি ইকনমিক্সের 'ই' এবং ফিনান্সের 'এফ'-ও বোঝেন না। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থার মোকাবিলার বদলে ধনীদের কর ছাড় দিচ্ছেন। শিল্পপতিদের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। গরিবদের কোনও সুরাহা হচ্ছে না। রঘুরাম রাজন।"
একই দাবির গ্রাফিক ছবিটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। একজন ফেসবুক ব্যবহারকারী এই গ্রাফিকটি শেয়ার করে ক্যাপশন লেখেন, "এটা আমার আপনার কথা নয়, স্বয়ং আমাদের দেশের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের কথা!"
একই গ্রাফিক সহ আরও দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
আরও পড়ুন: মুম্বইয়ের ভিড় ট্রেনকে রাহুল গাঁধী বললেন উত্তরপ্রদেশের
তথ্য যাচাই
বুম ফেসবুকে ভাইরাল গ্রাফিকটির প্রাসঙ্গিক কিওয়ার্ড যেমন "রঘুরাম রাজনের নির্মলা সীতারামন সম্পর্কে সমালোচনা" ও অন্যান্য কিওয়ার্ড গুগলে সার্চ করে দেখে রঘুরাম রাজন (Raghuram Rajan), নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে বা অতীতে এই ধরণের কোনও মন্তব্য করেননি যা ওই গ্রাফিক পোস্টটিতে দাবি করা হয়েছে।
আমরা ২০১৯ সালের অক্টোবর মাসে মিন্টের একটি প্রতিবেদনে দেখতে পাই সে সময় নির্মলা সীতারামন মন্তব্য করেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও রঘুরাম রাজনের আমলে ভারতে ব্যাঙ্কের সবচেয়ে খারাপ সময় ছিল। সীতারামনের আক্রমণের পাল্টা জবাবে রাজন নির্মলাকে মনে করিয়ে দেন তিনি কংগ্রেস পরিচালিত জোট সরকারের তুলনায় বিজেপি পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে বেশি সময় ধরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন।
রঘুরাম রাজন ৫ সেপ্টেম্বর ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৬ অবধি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন। এছাড়া আমরা কোনও পরস্পর বিরোধী আক্রমণাত্মক মন্তব্য গণমাধ্যমে খুঁজে পায়নি।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজানের দৃশ্য দাবিতে ছড়াল সম্পাদিত ভিডিও