'ইন্ডিয়া' জোটে নীতিশ কুমার যোগ দিচ্ছেন ভুয়ো দাবি করে ভাইরাল পুরনো ছবি
বুম দেখে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, নীতিশ কুমার ও তেজস্বী যাদবের সাক্ষাতের ভাইরাল ছবিগুলি ২০২৩ সালের এপ্রিল মাসের।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে (Mallikarjun Kharge) ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) এবং তেজস্বী যাদবের (Tejashwi Yadav) সাক্ষাতের কিছু পুরনো ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিগুলি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন ছবিগুলি বিহারের মুখ্যমন্ত্রীর 'ইন্ডিয়া' জোটে যোগ দেওয়ার সময় তোলা।
বুম যাচাই করে দেখে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, নীতিশ কুমার ও তেজস্বী যাদবের সাক্ষাতের ভাইরাল ছবিগুলি ১২ এপ্রিল ২০২৩ তোলা।
৪ জুন এই বছরের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৪০টি আসন পাওয়ার ফলে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বিজেপি। তবে এনডিএ জোটের আসন সংখ্যা ২৯৩ হওয়ায় সরকার গঠন করতে পারবে তারা। সরকার গঠন করার জন্য জনতা দলের নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এনডিএ জোটকে সমর্থন করা গুরুত্বপূর্ণ।
ভাইরাল পোস্টের ছবিগুলিতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, নীতিশ কুমার ও তেজস্বী যাদবকে একটি বাড়ির সামনে সংবাদমাধ্যমের উপস্থিতিতে ছবি তুলতে দেখা যাচ্ছে। রাহুল গান্ধী এবং নীতিশ কুমারকে করমর্দন করতে দেখা যায় ছবিগুলিতে।
এই ভাইরাল পোস্টটি শেয়ার করে ব্যবহারকারীরা ক্যাপশন হিসাবে লিখেছেন, "বড় খবর **** ভারত জোটের অংশ হতে চলেছেন নীতীশ, দেখা করলেন রাহুল গান্ধী জি, রাহুল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, অগ্রিম অভিনন্দন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ছবিগুলির রিভার্স ইমেজ সার্চ করে। আমরা সার্চের মাধ্যমে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে, দুজনেরই ১২ এপ্রিল ২০২৩-এর এক্স পোস্টে ভাইরাল ছবিগুলির একটির অনুরূপ ছবি পাই।
খড়্গে তার পোস্টের ক্যাপশনে হিন্দিতে লেখেন, "আমরা সংবিধান রক্ষা করব, এবং আমরা গণতন্ত্রকে বাঁচাব! শ্রী @RahulGandhi জী ও আমি বিহারের মুখ্যমন্ত্রী শ্রী @NitishKumar জী ও সহ মুখ্যমন্ত্রী শ্রী @yadavtejashwi জী এবং অন্যান্য নেতারা দেখা করেছি এবং আবার শপথ নিয়েছি জনগণের মত একসাথে তুলে ধরব ও দেশকে এক নতুন দিশা দেব।"
রাহুল গান্ধী ১২ এপ্রিল ২০২৩ তার এক্স পোস্টের ক্যাপশনে হিন্দিতে লেখেন, "মতাদর্শের এই যুদ্ধে, বিরোধী পক্ষের ঐক্যবদ্ধ হওয়ার দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ আজ নেওয়া হল। আমরা একসঙ্গে দাঁড়িয়েছি, আমরা একসঙ্গে লড়াই করব- ভারতের জন্য।"
এরপর আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ১২ এপ্রিল ২০২৩ তারিখে রাহুল গান্ধী,মল্লিকার্জুন খড়্গের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তৎকালীন সহ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সাক্ষাৎ সংক্রান্ত প্রতিবেদন পাই।
এনডিটিভির ওই প্রতিবেদন অনুযায়ী, নয়া দিল্লিতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ঐক্যবদ্ধ ভাবে বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করার জন্য রাহুল গান্ধী, খড়্গে ও কংগ্রেসের আরও উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেন নীতিশ কুমার ও তেজস্বী যাদব। জনতা দল (সংযুক্ত) ও রাষ্ট্রীয় জনতা দলের উচ্চস্তরের অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। প্রতিবেদন থেকে জানা যায় একই দিনে নীতিশ কুমার ও তেজস্বী যাদবের আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালেরও সঙ্গে দেখা করার কথা ছিল।
এছাড়াও, আমরা নীতিশ কুমারের ইন্ডিয়া জোটে যোগ দেওয়া সংক্রান্ত লোকসভা ভোটের ফল বেরনোর পর সাম্প্রতিক কোনও প্রতিবেদন পাইনি। বরং, আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায় ৫ জুন ২০২৪ এনডিএ জোটকে সমর্থন করার জন্য বিহার থেকে দিল্লি এসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন নীতিশ কুমার। তিনি এনডিএ জোটে যোগ দেওয়ার জন্য কিছু দাবিও রেখেছেন মোদীর কাছে। প্রতিবেদন অনুযায়ী, "রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি নীতীশ আজ দলের জন্য চার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ এবং চন্দ্রবাবু তিনটি পূর্ণমন্ত্রী ও দু'টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদ্বির করেছেন।"
প্রতিবেদনটি দেখুন এখানে।