ডাঃ নারায়ণ ব্যানার্জির নাচের পুরনো ভিডিও সাম্প্রতিক বলে ভাইরাল
বুম দেখে ভিডিওটি এবছরের জানুয়ারি মাস অর্থাৎ আরজি কর হাসপাতালে নির্যাতিতা ডাক্তারের মৃত্যুর অনেক আগে পোস্ট করা হয়েছিল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক ডাঃ নারায়ণ ব্যানার্জির (Narayan Banerjee) নাচের একটি পুরনো ভিডিও সাম্প্রতিক দাবি করে ভাইরাল হয়েছে। আরজি কর কাণ্ডের আবহে ভিডিওটি ছড়িয়ে ব্যবহারকারীদের একাংশ বিভ্রান্তিকর দাবি করেছেন ডাঃ ব্যানার্জি রাজ্যবাসীকে উৎসবে মেতে উঠতে বারণ করে নিজেই উৎসবের মরশুমে নাচ করছেন।
বুম দেখে ভাইরাল ভিডিওটি ডাঃ ব্যানার্জি ২০২৪ সালের জানুয়ারি মাসে ফেসবুকে পোস্ট করেন। অর্থাৎ, আরজি করে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের মর্মান্তিক খুনের সঙ্গে এর কোনও যোগ নেই।
ভাইরাল ভিডিওটিতে এক রাস্তায় ডাঃ নারায়ণ ব্যানার্জি ও কিছু লোককে ঢাকের তালে নাচতে দেখা যায়। ভিডিওটির ওপরে লেখা হয়, "বেসরকারি হাসপাতাল জেনিথের মালিক নারায়ণ ব্যানার্জি উৎসবে ফিরেছেন। আমাকে আপনাকে কিন্তু এরা পুজোয়ে ফিরতে বারণ করেছেন।"
৯ সেপ্টেম্বর, ২০২৪-এ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের এক মাস পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, "এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।" তার সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বিরোধীপক্ষ, চিকিৎসকসহ অনেক সাধারণ মানুষও। জুনিয়র ডাক্তারসহ অনেক চিকিৎসকই "উৎসবে না ফেরার" বার্তা দেয়। ডাঃ ব্যানার্জিও জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন সমর্থন করে নামেন রাস্তায়।
আরজি কর কান্ড নিয়ে প্রতিবাদের এমন আবহে ভাইরাল হয় তার নাচের ভিডিওটি। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, " বেসরকারি হাসপাতাল জেনিথের মালিক নারায়ণ ব্যানার্জী উৎসবে ফিরেছেন"।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল ভিডিওটি পুরনো, সাম্প্রতিক নয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে ভিডিওটি পোস্ট করেন ডাঃ নারায়ণ ব্যানার্জি অর্থাৎ, আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণের অনেক আগে।
আমরা ভিডিওটির সত্যতা যাচাই করতে ডাঃ নারায়ণ ব্যানার্জির ফেসবুক প্রোফাইলে অনুসন্ধান করলে দুটি ভিডিওসহ একটি পোস্ট দেখতে পাই।
আমরা ডাঃ ব্যানার্জির ২৪ জানুয়ারি, ২০২৪-এর পোস্টে ভাইরাল ভিডিওটি দেখতে পাই যেখানে ডাঃ ব্যানার্জিকে নাচ করতে দেখা যায়।
পোস্টটি দেখুন এখানে ও তার আর্কাইভ এখানে।
পোস্টটির ক্যাপশন হিসাবে আমরা দেখি ডাঃ ব্যানার্জি লিখেছেন, "জামাই (sayantan) কে surprise দেওয়া দিল্লি থেকে বাড়ি আসার পথে, হবু শ্বশুর বাড়ি থেকে।"
এই ক্যাপশন থেকে আমরা বুঝতে পারি ভিডিওটি তাদের কোনও এক পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে করা।
এরপর আমরা দেখি, সেসময় ডাঃ ব্যানার্জি তাদের পরিবারে বিয়ের অনুষ্ঠান সংক্রান্ত বেশ কিছু পোস্ট করেছিলেন। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি ডাঃ ব্যানার্জির করা এক ভিডিও পোস্টে তাকে অবাঙালি মতে বিয়েতে প্রচলিত 'সঙ্গীত' অনুষ্ঠানে তাদের ব্যানার্জি পরিবার ও দিব্যানিয়া পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্কের কথা বলতেও শোনা যায়।
এর থেকে বোঝা যায় ভিডিওটি পুরনো এবং তার সাথে আরজি কর কান্ড পরবর্তী ঘটনার কোনও সম্পর্ক নেই।