আরজি করের ৮০ জন ডাক্তারের ইস্তফা দেওয়ার ভাইরাল বুলেটিন পুরনো
বুম দেখে এবিপি আনন্দের ভাইরাল বুলেটিন যেখানে আরজি করের ৮০ জন ডাক্তারের ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে সেটি ২০১৯ সালের ঘটনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দের একটি পুরোনো নিউজ বুলেটিন ভাইরাল হয়েছে বিভ্রান্তিকর দাবিসহ। বুলেটিনটিতে আরজি করের ৮০ জন ডাক্তারের ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে। সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ দাবি করেছেন আরজি করে (RG Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সেখানকার ৮০ জন ডাক্তার পদত্যাগ করেন।
বুম যাচাই করে দেখে ভাইরাল বুলেটিনটি সাম্প্রতিক নয়, ভিডিওটি ২০১৯ সালের জুন মাসের। আমরা দেখি আরজি করে চিকিৎসকের খুনের সঙ্গে এই বুলেটিনটির কোনও যোগ নেই।
২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। তার মৃতদেহ ওই হাসপাতালের সেমিনার হলে পাওয়া যায়। মৃতা চিকিৎসকের জন্য ন্যায়বিচার চেয়ে আন্দোলনে নামেন চিকিৎসক সম্প্রদায়। কলকাতার জুনিয়র ডাক্তাররা আপাতত কর্মবিরতি পালন করছেন।
৬:৫০ সেকেন্ডের ভাইরাল নিউজ বুলেটিনে এক সংবাদ পাঠিকাকে আরজি কর হাসপাতালে ৮০ জন চিকিৎসকের গণ ইস্তফা দেওয়ার কথা বলতে শোনা যায়। বুলেটিনে আরজি করে চিকিৎসকদের হাতে ইস্তফাপত্রটিও দেখা যায়। ভিডিও থেকে জানা যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেই গণ ইস্তফা দেন তারা। ভিডিওটিতে এবিপি আনন্দের লোগো দেখা যায়।
আরজি করে তরুণী চিকিৎসকের খুনের সঙ্গে চিকিৎসকের পদত্যাগ জড়িত দাবিতে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে ভিডিওটি।
বুম তাদের হোয়াটসঅ্যাপে হেল্পলাইন নম্বরে দাবিটির সত্যতা যাচাইয়ের অনুরোধ পেয়েছে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভাইরাল ভিডিওতে এবিপি আনন্দের লোগো দেখা যাচ্ছে। এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা ইউটিউবে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ১৪ জুন, ২০১৯-এ এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিও প্রতিবেদন পাই।
২০১৯ সালের ৯:৫৩ মিনিটের ওই প্রতিবেদনে আমরা ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্য দেখতে পাই। "আরজিকর হাসপাতালে গণ ইস্তফা ৮০ জন চিকিৎসকের" ভিডিও প্রতিবেদনের বিবরণ থেকে জানা যায় এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের দুজন জুনিয়র ডাক্তারকে মারধর করার পর চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে রাজ্যজুরে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ডাক্তাররা ধর্মঘট করেন।
১৪ জুন ২০১৯-এ প্রকাশিত এই সময়ের একটি প্রতিবেদন থেকে জানা যায় এনআরএস হাসপাতালের অধ্যক্ষ সহ ১০৭ জন ডাক্তার গণ ইস্তফা পত্রে স্বাক্ষর করেন। এছাড়াও, এসএসকেএম হাসপাতালের ২০০ জন চিকিৎসকও ইস্তফাপত্রে স্বাক্ষর করেন। প্রতিবেদন অনুযায়ী, "এনআরএস-এ জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এদিন আরজি কর হাসপাতালের ৮০ জন চিকিৎসক পদত্যাগ করেন। পরে তা আরও বেড়ে হল ১০৮ জন ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আরজি করের প্রিন্সিপাল, এমএসভিপি।"
প্রতিবেদনটি দেখুন এখানে।