BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • আরজি কর: কেক কাটার ভাইরাল ছবিতে...
ফ্যাক্ট চেক

আরজি কর: কেক কাটার ভাইরাল ছবিতে সন্দীপ ঘোষের পাশে অভিযুক্ত সঞ্জয় রায় নয়

সিএনএমসিএইচের এক প্রতিনিধি বুমকে জানান ভাইরাল ছবিতে সন্দীপ ঘোষের পাশে ডাটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জিকে দেখা যাচ্ছে।

By - Srijanee Chakraborty |
Published -  30 Aug 2024 5:45 PM IST
  • আরজি কর: কেক কাটার ভাইরাল ছবিতে সন্দীপ ঘোষের পাশে অভিযুক্ত সঞ্জয় রায় নয়

    সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির কেক কাটার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে সন্দীপ ঘোষের পাশের ব্যক্তি আরজি করে তরুণী চিকিৎসক হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় (Sanjoy Roy)।

    বুম দেখে দাবিটি ভুয়ো, ছবির ব্যক্তি সঞ্জয় রায় নয় বরং প্রসূন চ্যাটার্জি। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসাপাতালের (সিএনএমসিএইচ) এক প্রতিনিধি বুমকে নিশ্চিত করে জানান ভাইরাল ছবিতে সন্দীপ ঘোষের পাশে সিএনএমসিএইচের ডাটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জিকে দেখা যাচ্ছে।

    ৯ অগাস্ট, ২০২৪ সকালে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার রুমে চেস্ট মেডিসিন বিভাগের ৩১ বছর বয়সী পিজিটি চিকিৎসকের মৃত দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয় আগের রাতে যখন তিনি হাসপাতালে কর্তব্যরত ছিলেন। এই ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসার পর সারা দেশের চিকিৎসকসহ সাধারণ নাগরিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেন। তদন্তের মাধ্যমে নিত্যদিন নতুন তথ্য সামনে আসছে।

    তবে, সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাকে কেন্দ্র সত্যতা যাচাই না করেই ভুয়ো দাবি ও ষড়যন্ত্রের তত্ত্বও ছড়িয়ে পড়েছে। এরই মাঝে, সন্দীপ ঘোষের সঙ্গে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পূর্ব পরিচয়ের ইঙ্গিত করে ভাইরাল হয়েছে এই কেক কাটার ছবিটি।

    ফেসবুকে এক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "সন্দীপের কেবিনে কেক কেটে সেলিব্রেশন সঞ্জয়ের! ভাইরাল ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় বিভিন্ন মহল।..."


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    ভাইরাল ছবি সংবাদ মাধ্যম ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক তাদের প্রতিবেদনে প্রকাশ করে লেখে ছবিটিতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পাশে সঞ্জয় রায়কে দেখা যাচ্ছে, যদিও ছবিটির সত্যতা তারা যাচাই করেনি।


    এছাড়াও, টাইমস নাও খবর ও রিপাব্লিক তাদের প্রতিবেদনে ভাইরাল ছবিটি প্রকাশ করেছে। প্রতিবেদনগুলির আর্কাইভ দেখুন এখানে, ও এখানে।

    তথ্য যাচাই

    বুম দাবিটির সত্যতা যাচাই করে দেখে ভাইরাল ছবিতে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী প্রসূন চ্যাটার্জিকে সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়ে কেক কাটতে দেখা যাচ্ছে, অভিযুক্ত সঞ্জয় রায়কে নয়।

    আমরা প্রথমে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখি সিএনএমসিএইচের রেসিডেন্ট ডাক্তারদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ছবিটি ২৮ অগাস্ট ২০২৪-এ পোস্ট করা হয়।

    পোস্টটিতে ওই ব্যক্তিকে প্রসূন চ্যাটার্জি বলে চিহ্নিত করা হয় যিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত আছেন। পোস্টটির মাধ্যমে সিএনএমসিএইচের ডাক্তাররা ওই হাসপাতালের দুর্নীতির প্রতিবাদ করেছেন। পোস্টটির ইংরেজি ক্যাপশন অনুযায়ী প্রসূন চ্যাটার্জি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পূর্ব পরিচিত এবং ৯ অগাস্ট ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা দুর্নীতির ক্ষেত্রে সন্দীপ ঘোষের সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক তা খতিয়ে দেখতে সিবিআই তদন্ত দাবি করেছে।

    View this post on Instagram

    A post shared by CNMCH RDA (@cnmcrda)

    পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।

    এই পোস্টটি সুত্রধরে আমরা কিওয়ার্ড সার্চ করে ২০২০ সালের ৩ জানুয়ারির একটি ফেসবুক পোস্টে ভাইরাল ছবিটি দেখতে পাই যেখানে প্রসূন চ্যাটার্জি নামক এক ব্যক্তিকে ট্যাগ করা হয়েছে। ওই পোস্টটিতে কেক কাটার একাধিক ছবি দেখা যায়।

    ফেসবুক পোস্টটির ক্যাপশনে ইংরেজিতে লেখা হয়েছে, "সিএনএমএইচের এমএসভিপি অফিসে প্রসূন চ্যাটার্জির জন্মদিন পালন।"

    পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।

    আমরা প্রসূন চ্যাটার্জির ফেসবুক প্রোফাইলের ছবির সঙ্গে ভাইরাল ছবিতে দৃশ্যমান ব্যক্তির মিল দেখতে পাই।


    এছাড়াও, সিএনসিএমএইচের একজন প্রতিনিধি বুমকে নিশ্চিত করে জানান ভাইরাল ছবির ব্যক্তি সেখানকার কর্মী প্রসূন চ্যাটার্জি।

    Tags

    RG Kar Rape CaseRG Kar Medical College and HospitalSandip Ghosh
    Read Full Article
    Claim :   ছবিতে সন্দীপ ঘোষের পাশে কেক কাটছে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়
    Claimed By :  Social Media Users, News Outlets
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!