ভারতীয় কর্মকর্তা দাবিতে ছড়াল হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার ছবি
বুম দেখে ভাইরাল ছবিতে উপস্থিত শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) করা এক বৈঠকের দুটি ছবি ছড়িয়ে দাবি করা হয় ভাইরাল ছবিতে হাসিনার সাথে বৈঠকে একজন ভারতীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বুম যাচাই করে দেখে ছবি দুটিতে যে ব্যক্তিকে ভারতীয় কর্মকর্তা বলে দাবি করা হয়েছে তিনি হলেন শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক।
ভাইরাল ছবিগুলিতে শেখ হাসিনাকে বাংলাদেশের তিন বাহিনীর প্রধান এবং বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেখা যায়। তাদের মধ্যেই এক ব্যক্তিকে ভাইরাল পোস্টে ভারতীয় বলে দাবি করে বাংলাদেশ সরকার পরিচালনায় ভারতের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন ব্যবহারকারীরা।
একজন ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "কি আজব? একজন প্রধানমন্ত্রী তার দেশের তিন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করছে সেই বৈঠকে ভারতের র এর কর্মকর্তাও রয়েছে।। আমাদের দেশটা আসলে কে চালায় শেখ হাসিনা নাকি ভারত??"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা একটি যাচাই করা এক্স হ্যান্ডেলে এই ভাইরাল ছবিটি দেখতে পাই।
পোস্টের ক্যাপশন থেকে জানা যায় শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রীপরিষদসচিব ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে ২১ জুলাই ২০২৪-এ করা বৈঠকের ছবি এটি।
পোস্টটি দেখুন এখানে।
এরপর, আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ২২ জুলাই ২০২৪ প্রকাশিত "প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে নির্দেশনা প্রদান করেন" শিরোনামসহ প্রতিবেদনে ভাইরাল ছবিটি দেখতে পাই।
ছবিটির নীচে দেওয়া বিবরণ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার "নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রীপরিষদসচিব, তিন বাহিনীর প্রধান ও প্রিন্সিপাল অফিসারদের সঙ্গে বৈঠক করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে নির্দেশনা প্রদান করেন।"
এর থেকে ইঙ্গিত নিয়ে, উক্ত ব্যক্তির পরিচয় জানতে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীগণ বিভাগের ১১ নম্বরে ভাইরাল পোস্টে যে ব্যক্তিকে ভারতীয় বলে দাবি করা হয়েছে তার ছবি দেখতে পাই।
বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, উক্ত ব্যক্তি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসাবে ভারপ্রাপ্ত মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক।
নিচে ভাইরাল ছবিতে দেখতে পাওয়া ব্যক্তির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকের ছবির একটি তুলনা করা হল।