BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • ভারতের মেট্রোর উন্নয়ন বলে বিজেপি...
      ফ্যাক্ট চেক

      ভারতের মেট্রোর উন্নয়ন বলে বিজেপি দেখাল সিঙ্গাপুরের ছবি

      বুম দেখে সিঙ্গাপুরের সরকার মেট্রোর সেই ছবি সেদেশের যাতায়াত ব্যবস্থার সুবিধা সংক্রান্ত প্রচারে ব্যবহার করে।

      By - Srijanee Chakraborty |
      Published -  19 May 2024 7:11 PM IST
    • ভারতের মেট্রোর উন্নয়ন বলে বিজেপি দেখাল সিঙ্গাপুরের ছবি

      সম্প্রতি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা বিজেপির (BJP) আধিকারিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লাইনের উপর থাকা মেট্রো রেলের (Metro Rail) এক ছবি প্রকাশ করে দাবি করা হয় গত ১০ বছরে কেন্দ্রে বিজেপি সরকারের নেতৃত্বে এমনটাই উন্নত হয়েছে ভারতীয় মেট্রোর পরিষেবা।

      ভাইরাল ওই পোস্টে মেট্রোর ছবির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করে বর্তমান লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোটদান করার জন্য আবেদনও করা হয়।

      বুম যাচাই করে দেখে ছবিতে দেখতে পাওয়া মেট্রোর দৃশ্য ভারতের নয়, বরং সিঙ্গাপুরের জুরং পূর্ব মেট্রো স্টেশনের। আমরা দেখতে পাই সিঙ্গাপুর সরকার সেদেশের পরিবহন ব্যবস্থা সংক্রান্ত প্রচারে ছবিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল।

      বিজেপির প্রকাশিত ওই গ্রাফিকে ২০১৪ সালের পূর্ববর্তী ও পরবর্তী মেট্রো রেল পরিষেবার তুলনা করে বলা হয় কংগ্রেস সরকারের শাসনকালে যে মেট্রো ব্যবস্থা সারা দেশের ৫টি শহরে ছিল তা ২০১৪ পরবর্তী বিজেপি সরকারের আমলে দেশের ২০টি শহরে উপস্থিত। বঙ্গ-বিজেপি ও ত্রিপুরা বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে গ্রাফিকটি পোস্ট করে তার ক্যাপশন হিসাবে লেখা হয়, "কর্মসংস্থান না বাড়লে কীভাবে ভারতের শহরে শহরে পৌঁছে গেল মেট্রো পরিষেবা? কংগ্রেস বলবে, বিজেপি করবে!"


      পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।


      পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

      আরও পড়ুন -না, ১৯৪৭ থেকে ১৯৭৭ অবধি ভারতের সব শিক্ষামন্ত্রী মুসলিম ছিলেন না

      তথ্য যাচাই

      বুম ভাইরাল পোস্টটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করে ছবিটি সিঙ্গাপুর সরকারের এক ওয়েবসাইটে খুঁজে পায়।

      সিঙ্গাপুর সরকারের সেই ওয়েবসাইটটির 'Living in Singapore' বিভাগে 'নিরাপদ, পরিষ্কার ও সহজেই যাতায়াত' বিভাগে ছবিটি প্রকাশ করা হয়। সিঙ্গাপুর সরকারের প্রকাশিত মেট্রোর সেই ছবির সাথে বিজেপির গ্রাফিকে থাকা ছবিটির তুলনা নীচে দেখতে পাওয়া যাবে।


      এছাড়াও, সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনেও সিঙ্গাপুর সরকারের প্রকাশিত ছবিতে থাকা মেট্রোর অনুরূপ এক ছবি খুঁজে পাওয়া যায়।

      প্রতিবেদনটি অনুযায়ী ওই ছবিতে সিঙ্গাপুরের জুরং ইস্ট এমআরটি স্টেশনের দৃশ্য দেখতে পাওয়া যায়। নীচে রইল সেই দৃশ্যের তুলনা।


      এই তথ্যকে সূত্র ধরে আমরা গেটি ইমেজেসে জুরং ইস্ট সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির ফটোগ্রাফার রসলান সালমানের তোলা ওই জায়গার এক ছবি পাই। ২০১৬ সালের ১৮ জুলাই তোলা সেই ছবিতে জুরং ইস্ট লাইনের উপর দিয়ে সিঙ্গাপুরের এক মেট্রোর দৃশ্য দেখতে পাওয়া যায়।

      Embed from Getty Images


      আরও পড়ুন -রাহুল গান্ধীকে প্রশংসা করে ভারতীয় রাজনীতির নায়ক বলেননি লালকৃষ্ণ আডবাণী

      Tags

      Fact CheckFake NewsSingaporeMetro RailwayBJP
      Read Full Article
      Claim :   ছবিতে বিজেপি সরকারের আমলে শহরে ভারতীয় মেট্রো রেল পরিষেবার উন্নয়ন দেখা যাচ্ছে
      Claimed By :  BJP West Bengal, BJP Tripura
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!