তৃণমূল কর্মী ও কুকুরের প্রবেশ নিষেধ লেখা ভাইরাল ব্যানারের ছবি সম্পাদিত
বুম দেখে ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে মহারাষ্ট্রের এক বাড়ির গেটে লাগানো ব্যানারে তৃণমূল নিয়ে কোনও লেখা দেখা যায় না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেন ওই ছবিতে একটি বাড়ির গেটে থাকা ব্যানারে তৃণমূল (TMC) কর্মীদের কুকুরের সাথে তুলনা করা হয়েছে এবং তাদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।
বুম দেখে ব্যানারের লেখাটি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে বদলে ফেলা হয়েছে। মহারাষ্ট্রের চন্দ্রপুর শহরে তোলা আসল ছবিতে থাকা ব্যানারে মারাঠি ভাষায় ওই বাড়িতে তিন বার চুরি হওয়ার কথা উল্লেখ করা হয় এবং চোরকে ওই বাড়িতে চুরি না করতে আসার অনুরোধ করা হয়।
ভাইরাল ছবিতে এক প্রৌঢ়কে ব্যানারের পাশে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গেটে টানানো সেই ব্যানারে লেখা দেখা যায়, "তৃণমূল কর্মী এবং ** not allowed."।
চলতি লোকসভা নির্বাচনের আবহে ভুয়ো এই ছবি বিভিন্ন ক্যাপশন সমেত অনলাইনে ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
একজন ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "আমার কাছে তৃণমূল নেতা কর্মীদের চেয়ে একটা কুত্তার মূল্য বেশি, কুত্তা মানুষের উপকারে আসে আর তৃণমূল কর্মীরা মানুষের ক্ষতি করে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আরও একজন ব্যবহারকারী এই একই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "এটা কাদের বাড়ি ভাই। লোকটি কে সামনে থেকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে"।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করতে ইয়ানডেক্সে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে এক সোশ্যাল মিডিয়া পোস্টে আসল ছবিটিকে খুঁজে পায়। ওই ছবিতে দেখতে পাওয়া ব্যানারে কোথাও বাংলা ভাষায় লেখা অথবা তৃণমূল কর্মীদের সাথে কুকুরের তুলনার উল্লেখ দেখতে পাওয়া যায় না।
এছাড়াও আমরা দেখতে পাই ছবিটি ২০১৭ সালেও বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী আসল ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করেছিল। এমনই এক পোস্ট নিচে দেখতে পাওয়া যাবে।
পোস্টটি দেখুন এখানে ও তার আর্কাইভ দেখুন এখানে।
নীচে এক্স পোস্টে থাকা আসল ছবির সাথে বর্তমানে ভাইরাল ছবির একটি তুলনা করা হল।
আমরা এক্স পোস্টের ছবিটিতে দেখি মারাঠি ব্যানারে লেখা আছে, "এই বাড়িতে তিনবার চুরি হয়েছে, আমাদের সব সোনা এবং টাকা পয়সা ব্যাংকে রাখা আছে। তাই, এই বাড়ির তালা এবং দরজা ভেঙে শুধু শুধু নিজের সময় নষ্ট করবেন না।"
এই ছবি থেকে পাওয়া তথ্যকে সূত্র হিসাবে গ্রহণ করে আমরা গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি। এর মাধ্যমে আমরা এবিপি মাঝার ২৬ অগস্ট ২০১৭ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাই যেখানে গেটের বাইরে মারাঠিতে লেখা ব্যানারের সেই ছবিও দেখতে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায় ঘটনাটি মহারাষ্ট্রের চন্দ্রপুর শহরের এবং ২০১৭ সালে এই ছবিটি ভাইরাল হয়েছিল। এবিপি মাঝা সেসময় অনুসন্ধান করে জানতে পারে চন্দ্রপুরের দেশপাণ্ডেবাদীর নরেন্দ্র পুরাণিকের বাড়ির সামনে এই রকম ব্যানার টানানো হয়েছে। সেই সময় ভদ্রলোক জানিয়েছিলেন দেশপাণ্ডেবাদীতে প্রায়শই চুরির ঘটনা ঘটে এবং তিনি পুলিশের তৎপরতার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। প্রতিবেদনটি দেখুন এখানে।