- হোম
- »
- ফ্যাক্ট চেক »
- সম্পাদিত ছবির দাবি...
সম্পাদিত ছবির দাবি প্রধানমন্ত্রী মোদী দিল্লি সিমান্তে পেরেক পুঁতলেন
বুম দেখে দিল্লি সীমান্তের সাম্প্রতিক একটি ছবির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ২০১৮ সালের ছবি সম্পাদনা করা হয়েছে।

দিল্লির সিমান্তে প্রতিবাদী কৃষকদের (Protesting Farmers) অনুপ্রবেশ রুখতে দিল্লি পুলিশ (Delhi Police) সিমান্ত সংলগ্ন নানান স্থানে রাস্তায় মজবুত ব্যারিকেড (barricade) স্থাপনা করছে, কোথায় রড সিমেন্ট দিয়া পাকা ব্যারিকেড কোথায় আবার রাস্তায় পুঁতে রাখা হয়েছে তীক্ষ্ণ লোহার রড। এরকমই একটি ছবি ফেসবুকে সম্পাদনা করে পোস্ট করা হয়েছে, ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হাতে হাতুড়ি নিয়ে রাস্তায় লোহার তীক্ষ্ণ রড পুঁতছেন।

তথ্য যাচাই
Resist the Govt that has turned farmers' protest sites into war zones. Join #CitizensMarch4Farmers tomorrow 12 noon pic.twitter.com/sdsPmrTWjk
— Kavita Krishnan (@kavita_krishnan) February 2, 2021
বুম গুগলে কিওয়ার্ড দিয়ে সার্চ করে এশিয়ান এজে ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে একটি ছবি দেখতে পায় যা ভাইরাল ছবিতে নরেন্দ্র মোদীর ভঙ্গিমার সাথে হুবুহু মিলে যায়।
এশিয়ান এজের প্রতিবেদনে পিটিআইকে ছবির স্বত্ব দিয়ে বর্ণনায় লেখা হয়েছে, "দিল্লির পাহাড়গঞ্জে প্রধানমন্ত্রী মোদী 'স্বচ্ছতা হি সেবা' অভিযানের অঙ্গ হিসেবে বাবা সাহেব অম্বেদকর হাইয়ার সেকেন্ডারি স্কুলের প্রাঙ্গন পরিস্কার করছেন।"
#WATCH: Prime Minister Narendra Modi sweeps & cleans the premises of Baba Sahib Ambedkar Higher Secondary School in Delhi's Paharganj as a part of #SwachhataHiSeva movement. pic.twitter.com/sqjN7zxGmg
— ANI (@ANI) September 15, 2018