আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে দ্রৌপদী মুর্মুর ছবিটি সম্পাদিত
বুম দেখে ভাইরাল ছবি সম্পাদিত। মূল ছবিতে দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন না।
সম্পাদনা করা ছবিটিতে, ভগবত যখন ভারত মাতার ছবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তখন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ভারতীয় জনতা পার্টির সদস্য দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
সম্পাদনা করা ছবিটিতে, ভগবত যখন ভারত মাতার ছবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তখন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ভারতীয় জনতা পার্টির সদস্য দ্রৌপদী মুর্মুকে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
ওই ভুয়ো ছবিটি সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণও শেয়ার করেছেন।
"বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু মোহন ভগবতের সঙ্গে নাগপুরে আরএসএস-এর সদর দফতরে দেখা করেন! তিনি যে একজন আজ্ঞাবাহী হবেন, স্বাধীন ভাবে কাজ করার যাঁর কোনও ক্ষমতা থাকবে না, সে সম্পর্কে কি আর কোনও সন্দেহ থাকতে পারে?" দাবি করেন ভূষণ।
ছবিটির সঙ্গে হিন্দিতে লেখা ক্যাপশনও রয়েছে। তাতে বলা হয়েছে, 'শ্রীমতি দ্রৌপদী মুর্মু আরএসএস-এর সদর দফতরে গিয়ে শ্রী মোহন ভগবতের সঙ্গে দেখা করেন।'
(হিন্দিতে লেখা ক্যাপশন: श्रीमती द्रौपदी मुर्मू ने आरएसएस मुख्यालय नागपुर का दौरा किया और श्री मोहन भागवत जी से मुलाकात की)
মুর্মু হলেন ওড়িশার একজন আদিবাসী নেত্রী। তফশিলি উপজাতির সদস্য হিসেবে তিনিই প্রথম ওই পদের প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন।
ভুয়ো ছবিটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে। (সেগুলি এখানে ও এখানে দেখুন)
আরও পড়ুন: সনিয়া গাঁধীর সঙ্গে প্রাক্তন মুখ্য-বিচারপতি বালাকৃষ্ণনের ছবি পার্দিওয়ালা বলে ছড়াল
তথ্য যাচাই
বুম দেখে, ছবিটি জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে। দ্রৌপদী মুর্মুর একটি ছবিকে আসল ছবিটির ওপর ডিজিটাল পদ্ধতিতে বসিয়ে দেওয়া হয়েছে।
রুশ সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স-এর সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করলে, মোহন ভগবতের একই ছবি আমরা দেখতে পাই। ছবিটিতে মোহন ভগবতকে ফ্রেমের ডান দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তা থেকে বোঝা যায় যে, ছবিটিকে আড়াআড়ি ভাবে উল্টে নেওয়া হয়েছিল। রিভার্স ইমেজ সার্চের চোখ এড়ানোর জন্যই এই পন্থা অবলম্বন করা হয়।
আমরা ছবিটিকে আবার উল্টে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। এবার আমরা গুগুল ব্যবহার করি। তার ফলে, আরএএস-এর বাৎসরিক সম্মেলনের ওপর মার্চে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন দেখতে পাই।
আরএসএস-এর ওয়েবসাইটে আমরা আসল ছবিটি দেখতে পাই। কিন্তু তাতে মুর্মু নেই।
ওই লেখায় বলা হয়, ছবিটি আরএসএস-এর সর্বভারতীয় প্রতিনিধি সভায় তোলা হয়। ১১ মার্চ, ২০২২ গুজরাটের কর্ণবতীতে আয়োজিত হয় ওই সভা।
ভুয়ো ভাইরাল ছবি ও আসল ছবিটি তুলনা করা হয়েছে নীচে।
একই পদ্ধতি অবলম্বন করে,ভাইরাল ছবিটি থেকে আমরা দ্রৌপদী মুর্মুর ছবিটি কেটে বাদ দিয়ে দিই। তারপর সেটিকে আড়াআড়ি ভাবে উল্টে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি।
বিবিসি-হিন্দির একটি প্রতিবেদনেও আমরা একই ছবি দেখতে পাই। মুর্মুকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করতে দেখা যাচ্ছে ছবিটিতে। কি-ওয়ার্ড দিয়ে সার্চ করলে, সোরেনের টাইমলাইনে, ডিসেম্বর ২০২০তে করা একটি টুইট দেখতে পাই আমরা। তাতে ছবিটি আছে।
দু'টি ছবির তুলনা করা হয়েছে নীচে।
আরও পড়ুন: না, মধ্যপ্রদেশে পঞ্চায়েত ভোটের ফলের পর 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান ওঠেনি