যোগরাজ সিংহের ক্রিকেট খেলার ভিডিও ছড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে
বুম দেখে ভিডিওটিতে ক্রিকেট খেলা ব্যক্তি নরেন্দ্র মোদী নন, তিনি হলেন প্রাক্তন ক্রিকেটার ও যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ।
প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ও অভিনেতা যোগরাজ সিংহের (Yograj Singh) ক্রিকেট খেলার একটি ভিডিও এই মিথ্যে দাবি সমেত ভাইরাল হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) মাঠে ক্রিকেট (Cricket) খেলতে দেখা যাচ্ছে।
বুম দেখে, ভিডিওটি প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ও ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহের (Yuvraj Singh) বাবা যোগরাজ সিংহ।
সাত সেকেন্ডের ভিডিওটিতে সাদা পাঞ্জাবি-পাজামা পরা এক ব্যক্তিকে ব্যাট করতে দেখা যাচ্ছে। তাঁর গলায় রয়েছে সাদা শাল ও গায়ে নীল সোয়েটার। সেটির ক্যাপশনে লেখা হয়েছে, "নরেন্দ্র মোদি ক্রিকেট খেলছেন।"
ওই একই ভিডিও মিথ্যে দাবি সমেত ইউটিউবেও আপলোড করা হয়েছে।
আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কাশীপুরের ঘাটে তর্পণের ছবি
তথ্য যাচাই
ফেসবুক পোস্টটিতে আমরা বেশ কিছু মন্তব্য দেখতে পাই, যেগুলিতে ওই ব্যক্তিকে যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ বলে শনাক্ত করা হয়।
এরপর আমরা যোগরাজ সিংহের যাচাই করা ফেসবুক অ্যাকাউন্টটি দেখি। তাতে ১১ মার্চ ২০২২ একটি ছবি পোস্ট করা হয়, যেটিতে যোগরাজ সিংহকে ভাইরাল ভিডিওটির পোশাকেই দেখা যাচ্ছে – সাদা পাঞ্জাবি-পাজামা ও নীল সোয়েটার।
তাছাড়া আমরা সিংহের অন্যান্য সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও দেখি। দেখা যায়, ওই ভিডিওরই একটি অসম্পাদিত সংস্করণ ১৪ মার্চ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়। সেটির ক্যাপশনে লেখা হয়, "আপনি যদি খেলেন, তাহলে জীবন অনেক বেশি আনন্দের হয়ে ওঠে। ক্রিকেট আমার ধ্যান-জ্ঞান। আপনি কী খেলেন?"