BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • কেরলের IUML পার্টির সবুজ জামা...
ফ্যাক্ট চেক

কেরলের IUML পার্টির সবুজ জামা পাকিস্তানি ক্রিকেট জার্সি বলে ছড়াল

বুম দেখে ভাইরাল ভিডিওতে দৃশ্যমান সবুজ জামাগুলিতে কাসারাগোড়ের "আরাঙ্গাদি" জায়গাটির নাম ছাপা রয়েছে।

By - Anmol Alphonso |
Published -  9 July 2024 5:03 PM IST
  • কেরলের IUML পার্টির সবুজ জামা পাকিস্তানি ক্রিকেট জার্সি বলে ছড়াল

    সম্প্রতি কেরলের (Kerala) কাসারাগোড় (Kasaragod) জেলার আরাঙ্গাদিতে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (IUML) একদল সমর্থকদের 'আরাঙ্গাদি' লেখা সবুজ টি-শার্ট পরে নতুন দলীয় কার্যালয় উদ্বোধন উদযাপন করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবিসহ ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করেছেন আইইউএমএলের কর্মী-সমর্থকেরা ভিডিওতে পাকিস্তানের ক্রিকেট জার্সি পরেছিল এবং তারা কেরলে 'ইন্ডি' জোটের অংশ।

    বুম আইইউএমএল কাসারাগোড়ের বিধায়ক এন. এ নেল্লিকুন্নুর, যার নির্বাচনী এলাকার অধীনে আরাঙ্গাদি পড়ে, সাথে যোগাযোগ করে। তিনি ভাইরাল দাবিটি নস্যাৎ করে জানান সবুজ টি-শার্টগুলি পাকিস্তানি ক্রিকেট দলের জার্সি নয়, সেগুলি আইইউএমএল আরাঙ্গাদির টি-শার্ট।

    ভাইরাল ভিডিওটি ফেসবুকে শেয়ার একজন ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "#মুসলিম_লীগ_অফিস....না এটা "পাকিস্তান" নয় "ভারতের" কেরালায় তারা #INDI জোটের অংশ...তাদের টি-শার্ট দেখতে প্রায় "পাকিস্তানি-ক্রিকেট" দলের জার্সির মতোই...! "


    ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন ও আর্কাইভের দেখতে ক্লিক করুন এখানে।

    আরও পড়ুন -সাম্প্রদায়িক দাবিসহ ফের ভাইরাল পুরনো সিএএ বিরোধী বিক্ষোভের ভিডিও

    তথ্য যাচাই

    বুম দেখে ভাইরাল ভিডিওতে আইইউএমএল দলের কর্মীদের পরা জামাগুলি পাকিস্তানি ক্রিকেট দলের জার্সি নয়, বরং 'আরাঙ্গাদি' লেখা সবুজ রঙের টি-শার্ট এবং সেগুলিতে আইইউএমএল-এর লোগো ছাপানো রয়েছে।

    আমরা আইইউএমএল সমর্থনকারী সোশ্যাল মিডিয়া হান্ডেলগুলি দেখি এবং আরাঙ্গাদি আইইউএমএলের হান্ডেলগুলি খুঁজে পাই। আইইউএমএলের হ্যান্ডলগুলিতে দলীয় কার্যালয় উদ্বোধনের সময় আইইউএমএল সমর্থকদের পরনে ভাইরাল ভিডিওর মতো একইরকমের সবুজ টি-শার্ট দেখা যায়।

    আরাঙ্গাদিতে সদ্য উদ্বোধন করা আইইউএমএল অফিসের বাইরে যে জায়গায় ভাইরাল ভিডিওটি তোলা হয়েছিল সেই জায়গাটি নীচে দেখা যাবে।

    View this post on Instagram

    A post shared by ARANGADI (@arangadi_official_page)

    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    আমরা আরাঙ্গাদির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা অন্যান্য ছবিও পেয়েছি যেখানে আইইউএমএলের দলীয় কার্যালয়ের বাইরে কিছু ব্যক্তিদের ভাইরাল ভিডিওর মতো একই সবুজ টি-শার্ট পরে থাকতে দেখা যায়।

    জামাগুলিতে ইংরেজিতে 'আরাঙ্গাদি' এবং 'আইইউএমএল' হাতার কাছে ছাপানো রয়েছে দেখা যায়। জামাগুলির সামনের দিকে লিগের লোগো এবং প্রতীক (অর্ধচন্দ্র এবং তারা) ছাপানো দেখা যায়। একই লোগো ইনস্টাগ্রামে "আরাঙ্গাদি _ অফিসিয়াল _ পেজ" প্রোফাইল ছবিতে দেখা যায়।


    পোস্টটি দেখুন এখানে ও আর্কাইভের দেখুন এখানে।

    নীচে সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের ক্রিকেট জার্সি দেখা যাবে। এই জার্সির প্রতীকগুলি ভাইরাল ভিডিওর প্রতীকের থেকে আলাদা।

    .@iShaheenAfridi is the player of the match for his figures of 3️⃣-2️⃣2️⃣ and cameo featuring 2️⃣ sixes #PAKvIRE | #T20WorldCup pic.twitter.com/HcBfNZjxYO

    — Pakistan Cricket (@TheRealPCB) June 16, 2024

    নীচে ভাইরাল ভিডিওর একটি স্ক্রিনশট, আইইউএমএলের হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবি এবং পাকিস্তানি ক্রিকেট দলের জার্সির ছবির মধ্যে তুলনা দেখা যাবে।


    রঙ ব্যতীত, দুটি জামা এক রকম নয়।


    বুম কাসারগোড়ের আইইউএমএল বিধায়ক এন এ নেলিকুন্নুর, যার নির্বাচনী এলাকার অধীনে আরাঙ্গাদি অবস্থিত, সাথে যোগাযোগ করে। নেল্লিকুন্নু ভাইরাল দাবিটি নস্যাৎ করে বলেন, "আরাঙ্গাদিতে দলীয় কার্যালয় উদ্বোধনের সময় আইইউএমএল পার্টির টি-শার্ট পরা হয়েছিল এবং সেগুলি পাকিস্তানের ক্রিকেট জার্সি নয়।"

    তিনি আরও বলেন, "কেউ যদি সবুজ রঙের টি-শার্ট পরে তার মানে এই নয় যে সে পাকিস্তানকে সমর্থন করে। আবার ধরা যাক, পাকিস্তানে কেউ যদি নীল টি-শার্ট পরে তার মানে এই নয় যে সে ভারতকে সমর্থন করে।"

    আরও পড়ুন -অযোধ্যার ঘটনা বলে ছড়াল ব্রাজিলে রাস্তা ধসে মহিলার পড়ে যাওয়ার দৃশ্য

    Tags

    Fact CheckFake NewsIUMLPakistanKerala
    Read Full Article
    Claim :   ভিডিওতে কেরলের IUML পার্টি সদস্যদের পাকিস্তানি ক্রিকেট টিমের জার্সি পরে দেখা যাচ্ছে
    Claimed By :  Facebook users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!