জেএনইউ ছাত্র নির্বাচনে এবিভিপির জয়ী হওয়ার ভুয়ো দাবি ভাইরাল
বুম যাচাই করে দেখে জেএনইউ ছাত্র পরিষদ নির্বাচনে চারটি পদেই জয়ী হয়েছেন বাম জোটের প্রার্থীরা, এবিভিপি নয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভুয়ো দাবি করা হচ্ছে যে এবছরের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির (JNU) ছাত্র পরিষদ গঠনের নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) জয়ী হয়েছে।
বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো। এবছর জেএনইউ ছাত্র নির্বাচনের চারটি পদ— সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছে বামফ্রন্ট জোটের প্রার্থীরা, এবিভিপি নয়।
জেএনইউ ভারতের অন্যতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। সাম্প্রতিককালে নানা আন্দোলনের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে জেএনইউ-এর ছাত্রছাত্রীদের। কিছুদিন আগেই জেএনইউতে দীর্ঘ চার বছর পর সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক - এই চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় ও গত ২৪ মার্চ ২০২৪ তারিখে তার ফলাফল ঘোষণা হয়। গত ছাত্র সংসদে বাম জোটের প্রার্থীরাই জয়ী হয়েছিল এবং প্রাক্তন সভাপতি ছিলেন বাংলার মেয়ে ঐশী ঘোষ।
ফেসবুকে এমন দাবিসহ ভাইরাল এক পোস্টে লেখা হয়, "ইতিহাস গড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) স্বাধীনতার পর প্রথমবার JNU হলো গেরুয়া জয় শ্রী রাম।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এছাড়াও, একাধিক ফেসবুক ব্যবহারকারী এই পোস্টটি শেয়ার করেছেন। দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে গুগলে এবছরের জেএনইউ ছাত্র নির্বাচনের ফলাফল সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে। এর মাধ্যমে আমরা এই বিষয় সম্পর্কিত একাধিক সংবাদ প্রতিবেদন খুঁজে পাই যা থেকে জানতে পারা যায় জেএনইউতে বাম জোটের প্রার্থীরাই জয়ী হয়েছে।
আমরা ২৪ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত ইটিভি ভারতের তরফ থেকে প্রকাশিত এক প্রতিবেদন দেখতে পাই। “জেএনইউতে ফের বাম রাজত্ব, ছাত্র সংসদে সহ-সভাপতি বাংলার অভিজিৎ” শিরোনামসহ সেই প্রতিবেদন থেকে জানতে পারা যায় চার বছর পর হওয়া ছাত্র নির্বাচনের সবকটি পদেই বামফ্রন্ট ছাত্র সংসদের প্রার্থীরা জয়ী হয়েছেন। তাদের মধ্যে সভাপতি পদে জয়ী হয়েছেন ধনঞ্জয় এবং সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন বাঙালি ছাত্র অভিজিৎ ঘোষ।
এই প্রতিবেদন থেকে আমরা আরও জানতে পারি যে ভোট গণনার শুরুতে এবিভিপি ও বাম জোটের লড়াই হলেও শেষ পর্যন্ত বাম জোটের প্রার্থীরাই জয়ী হন এবং দ্বিতীয় স্থানে আসে এবিভিপি। প্রতিবেদনটি দেখুন এখানে।
সংবাদ সংস্থা এএনআই-ও তাদের ওয়েবসাইটে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্র নির্বাচনে বাম জোটের জয়ী হওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি দেখুন এখানে।
এনডিটিভির তরফ থেকে ইউটিউবে পোস্ট করা ভিডিও প্রতিবেদনে আমরা দেখতে পাই জয়ী হওয়ার পর, বাম জোট সমর্থনকারী ছাত্রছাত্রীরা উৎসব করছে। প্রতিবেদনটি থেকে জানা যায় এআইএসএ প্রার্থী ধনঞ্জয় ৫৬৫৬ ভোটের মধ্যে ২৫৯৮ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন। ভিডিও প্রতিবেদনটি দেখুন এখানে।
এর থেকেই নিশ্চিত হওয়া যায় এবছর জেএনইউতে হওয়া ছাত্র নির্বাচনে এবিভিপি জয়লাভ করেনি।