চীনে মোদীকে স্বাগত জানাতে ড্রোন শো বলে ভাইরাল সম্পাদিত ছবি
বুম দেখে ভাইরাল ছবিটি ১৯ এপ্রিল, ২০২৫-এর একটি ড্রোন শোর ছবিকে সম্পাদনা করে তৈরি। আসল প্রদর্শনীতে প্রধানমন্ত্রী মোদীর কোনও উল্লেখ ছিল না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চীনের (China) একটি ড্রোন শোয়ের (drone show) পুরনো ছবিকে সম্পাদনা (edited) করে ভুয়ো দাবি করা হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ওই ড্রোন প্রদর্শনীর মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল। একই দাবিসহ ওই ড্রোন শোয়ের একটি ভিডিও ভাইরাল হয়।
সাত বছর পর, প্রধানমন্ত্রী মোদী চীন সফরে যান ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর অবধি তিয়ানজিনে চলা ২৫তম এসসিও সম্মেলনে অংশগ্রহণ করতে। সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা, বাণিজ্য সম্পর্ক উন্নত করা এবং সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারাও ওই সম্মেলনে অংশ নিয়েছেন।
ভাইরাল দাবি
ভাইরাল ছবি ও ভিডিওতে ড্রোন দিয়ে আকাশে একটি নৃত্যরত মেয়ের অবয়বের পাশে মোদীর মুখের একটি অবয়বের সাথে ইংরেজিতে “MODI WELCOME TO CHINA” (চীনে মোদীকে স্বাগত) লেখাটি দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “কচি কমীদের কাছে যে মোদী সাম্প্রদায়িক দাঙ্গাবাজ তাকেই রেড কার্পেটে স্বাগতম জানাচ্ছে কমীদের বাবা চীন।।আলীমাদ্দিনকে আজ অবৈধ ঘোষণা করায় শোকের ছায়া।।”
এক ফেসবুক ব্যবহারকারী অনুরূপ দাবিসহ একটি ছবিও শেয়ার করে। পোস্টগুলির আর্কাইভ দেখুন এখানে ও এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. আসল ছবি: বুম গুগল লেন্সে ভাইরাল ছবির রিভার্স ইমেজ সার্চ করে দেখে চীনের রাষ্ট্র-পরিচালিত সিনহুয়া নিউজ এজেন্সির ২০ এপ্রিল, ২০২৫-এর একটি প্রতিবেদনে ছবিটি প্রকাশিত হয়েছিল। ছবিটি এসসিও সম্মেলনের আগের এবং এতে প্রধানমন্ত্রী মোদীর মুখের অবয়ব বা তাকে স্বাগত জানানোর কোনো বার্তা ছিল না।
ছবিটি এবছরের ১৯ এপ্রিল চীনের চংকিং পৌরসভার নান'আন জেলায় একটি ড্রোন লাইট প্রদর্শনীর।
দেখুন এখানে।
২. মোদীর চীন সফর: ৩০ আগস্ট, ২০২৫-এ প্রধানমন্ত্রী মোদী তিয়ানজিন, চীনে পৌঁছান, যেখানে তাকে বিমানবন্দরে নৃত্য পরিবেশনার মাধ্যমে স্বাগত জানানো হয়।