হিন্দুধর্ম গ্রহণ ডোয়েন জনসনের, ভুয়ো ছবি কৃত্রিম-বুদ্ধিমত্তার
বুম যাচাই করে দেখে অনলাইনে ছড়ানো ডোয়েন জনসনের এই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা।
মল্লযুদ্ধের মঞ্চে ‘দ্য রক’ নামে খ্যাত মল্লবীর এবং হলিউডি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডোয়েন জনসন-এর (Dwayne Johnson) কয়েকটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (ai generated) সাহায্য নিয়ে তৈরি যাতে তাঁকে হিন্দু পুরোহিতের পোশাকে পুজো অর্চনা করতে দেখা যাচ্ছে। এর ভিত্তিতেই ভুয়ো দাবি করা হচ্ছে, জনসন নাকি হিন্দু ধর্ম (Hinduism) গ্রহণ করেছেন।
ভাইরাল হওয়া ছবিগুলিতে ডোয়েন জনসনকে একজন হিন্দু পুরোহিতের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।
এই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ফেসবুকেও কৃত্রিম বুদ্ধিমত্তার বানানো ছবিগুলো শেয়ার করে দাবি করা হচ্ছে—জনসন নাকি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।
সেই ফেসবুক পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
টুইটার ব্যবহারকারী গোপাল গোস্বামীও এই ছবিগুলিই পোস্ট করে দাবি করেন যে, হলিউড অভিনেতা ও হেভিয়েট মল্লযোদ্ধা ডোয়েন জনসন হিন্দু ধর্ম গ্রহণ করে আরতি করছেন!পরে অবশ্য তিনি টুইট করে ব্যাখ্যা দেন এই ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা, সত্যিকারের ছবি নয়।
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দেখে ছবিগুলি ডোয়েন জনসনের হিন্দু ধর্ম গ্রহণ করার কিংবা হিন্দু পুরোহিতের মতো আরতি করার সত্যকারের ছবিই নয়, এগুলো ‘মিডজার্নি’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির তৈরি চিত্র।
টুইটে যেসব মন্তব্য এসেছে, তার সূত্র অনুসরণ করে বুম খোঁজ পেয়েছে, এই ছবিগুলো ভার্গব ভালেরা নামে এক ব্যক্তির তৈরি করা, যিনি পরে এগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো বলে জানিয়েছেন।
২০২৩ সালের এপ্রিল মাসে ভার্গব এই রকম তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “ডোয়েন জনসন সাধুর ভূমিকায়... মন্দিরে পুজো-আরতি করছেন...!”
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ভার্গব #মিডজার্নিআর্ট হ্যাশট্যাগটাও ব্যবহার করেন। মিডজার্নি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেটি অবিকল বাস্তব ছবি বানিয়ে দিতে পারে।
বুম ভার্গবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান-- “হ্যাঁ, এই ছবিগুলো মিডজার্নি নামক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলের মাধ্যমে বানানো এবং এই ছবির মধ্যে সত্যের কিংবা বাস্তবতার কোনও প্রতিফলন নেই।”
আমরা ছবিগুলোর মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্যও লক্ষ করি, যাতে আমাদের সন্দেহ হয়, এগুলি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির সাহায্যে তৈরি করা। যেমন ডোয়েন জনসনের হাতের আঙুলগুলো যেন ঠিক মানুষের আঙুলের মতো নয়। ছবিতে তাঁর বুড়ো আঙুলটা অত্যন্ত বেশি রকমের বড় এবং তাঁর হাতে ধরা আরতির নৈবেদ্যর সঙ্গে তাঁর আঙুলগুলো যেন মিশে যাচ্ছে, যেটা আর একটা লক্ষণ যে ছবিটা গোলমেলে।
বেশ কয়েকজন গবেষক, সাংবাদিক এবং সোশাল মিডিয়া ব্যবহারকারী ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি এখনও মানুষের হাত ও হাতের আঙুলের ছবি ঠিকঠাক বানাতে পারছে না।
তাছাড়া ডোয়েন জনসনের মতো বিখ্যাত তারকার হিন্দু ধর্ম গ্রহণ করার কিংবা হিন্দু পুরোহিতের বেশে তাঁর আরতি করার মতো সাড়া ফেলে দেওয়া খবর এখনও গণমাধ্যমে প্রচারিত হতেও দেখা যায়নি।