২০১১ সালে জাপানের ভূমিকম্পে গাড়ি দোলার দৃশ্য তুরস্কের বলে ছড়াল
বুম যাচাই করে দেখে ১১ মার্চ, ২০১১ তোহুকুর ভূমিকম্প ও সুনামির সময় ভাইরাল ভিডিওটি তোলা হয়।
২০১১ সালে জাপানের (Japan) টোকিওতে এক শক্তিশালী ভূমিকম্পের জেরে হাইওয়েতে গাড়িগুলিকে কেঁপে উঠতে দেখা যাচ্ছে। সেই ভিডিওই সোমবার তুরস্ক (Turkey) ও সিরিয়ায় (Syria) ঘটে যাওয়া বিধ্বংসী ভূমিকম্পের দৃশ্য বলে শেয়ার করা হচ্ছে।
৭.৮, ৭.৬ ও ৬.০ মাত্রার তিনটি ভূমিকম্প ৬ ফেব্রুয়ারি, ২০২৩ তুরস্কের দক্ষিণ অঞ্চলে আঘাত হানে। তার ফলে তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৫.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প হয় মঙ্গলবার। এই প্রতিবেদন লেখার সময়, মৃতের সংখ্যা ছিল ২২০০০ এরও বেশি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু পুরনো ভিডিও আবার ছড়ান হচ্ছে।
ভিডিওটি একটি গাড়ির ড্যাশবোর্ডের ওপরে রাখা ক্যামেরা, ড্যাশক্যাম, থেকে তোলা বলে মনে হয়। ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সামনের গাড়িকে ভীষণ ভাবে দুলে উঠতে দেখা যায়। কিন্তু সম্পাদনা করে ভিডিওটির সময়চিহ্ন ঝাপসা করে দেওয়া হয়েছে।
ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, “তুরস্কের ভূমিকম্প। আল্লা যেন আমাদের সব পাপ ক্ষমা করেন। আমীন।"
মিথ্যে দাবি সমেত ওই একই ভিডিও ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
বুম দেখে, ১১ মার্চ ২০১১, বিধ্বংসী ভূমিকম্পের সময়, জাপানের টোকিও শহরের শুটোকো মেট্রোপলিটান এক্সপ্রেসওয়েতে তোলা হয় ভিডিওটি। সেটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের সময় তোলা হয়নি, যেমনটি দাবি করা হয়েছে সোশাল মিডিয়ায়।
ভিডিওটির প্রধান ফ্রেমগুলি আলাদা করে নিয়ে, গুগুল লেন্সের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করলে, জাপানি ভাষায় লেখা একটি প্রতিবেদন সামনে আসে। তাতে বলা হয়, গাড়ির ড্যাশবোর্ডের ওপর লাগানো ক্যামেরা থেকে পাওয়া ফুটেজটি ১১ মার্চ, ২০১১ তে তোলা হয়, যেদিন ভূমিকম্প ঘটে জাপানে। বলা হয়, জাপানে সেটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যার ফলে সুনামিও সৃষ্টি হয়।
৫ মার্চ, ২০২২, প্রকাশিত একটি লেখায় ইউটিউবের এক ভিডিওর উল্লেখ করা হয়। ভাইরাল ভিডিওর দৃশ্যের সঙ্গে সেটির দৃশ্যগুলি মিলে যায়। ইউটিউব-এর ভিডিওটি ফেব্রুয়ারি ২০১৯-এ আপলোড করা হয়। জাপানি ভাষায় লেখা সেটির ক্যাপশনে উল্লেখ করা হয়, “ভূমিকম্প ৩১১ পার্ট-৩ ঘটার সময় মেট্রোপলিটান এক্সপ্রেসওয়ে রুট নং ৬।”
ওই ভিডিওটিতে আমরা দেখি যে, গাড়ির ড্যাশক্যাম থেকে তোলা ভিডিওটিতে সময়চিহ্ন ও তারিখ দেওয়া আছে। যা ভাইরাল ভিডিওটিতে সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে। তারিখটা হল “১১ মার্চ, ২০১১, দুপুর ২.৪৯”।
তারিখ আর সময়টা, জাপানে ভূমিকম্প হওয়ার তারিখ ও সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। তা ছাড়া ৩৫*৪১*৪৯.৪৭* উত্তর ১৩৯*৪৭*২৯.৭৮* পূর্ব স্থানঙ্কটিকে জাপানে বলে চিহ্নিত করা যায়।
দেখার জন্যে এখানে ক্লিক করুন।
স্থানটিকে জাপানের টোকিও শহরের মেট্রোপলিটান এক্সপ্রেসওয়ে রুট ৬ বলে বর্ণনা করা হয়েছে। ইউটিউব ও সাধারণের জন্য দেওয়া অন্যান্য ভিডিওতে রাস্তার যে ভৌগোলিক বৈশিষ্ট্য ও তার দু’ধারে যে ঘরবাড়ি আর রাস্তার ডিজাইন লক্ষ্য করা যায়, তার সঙ্গে ভাইরাল ভিডিওটির রাস্তাটির দৃশ্য মিলে যায়।
এছাড়া, ওই একই ইউটিউব চ্যানেল ২০১৯-এ আরও দুটি ভিডিও আপলোড করে। সেগুলিতেও মার্চ ২০১১-র একই সময়চিহ্ন ছিল। এবং, একই জায়গা থেকে, ভাইরাল ভিডিওটি শুরু হওয়ার আগের দৃশ্যগুলি দেখা যায় সেগুলিতে।