BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • কোচেল্লাতে কি গায়ক দিলজিৎ দোসাঞ্জ...
      ফ্যাক্ট চেক

      কোচেল্লাতে কি গায়ক দিলজিৎ দোসাঞ্জ ভারতের জাতীয় পতাকার আবমাননা করেছেন?

      বুম দেখে গায়ক দিলজিৎ দোসাঞ্জের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে মিথ্যে দাবি করা হচ্ছে ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছেন তিনি।

      By -  Anmol Alphonso & Runjay Kumar
      Published -  29 April 2023 5:13 PM IST
    • কোচেল্লাতে কি গায়ক দিলজিৎ দোসাঞ্জ ভারতের জাতীয় পতাকার আবমাননা করেছেন?

      মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার কোচেল্লায় (Coachella) এক সঙ্গীত অনুষ্ঠানে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)-এর শ্রোতাদের সঙ্গে কথপকথনের ভিডিও মিথ্যে দাবি সহ শেয়ার করা হচ্ছে যে, অনুষ্ঠান চলাকালীন তিনি ভারতের জাতীয় পতাকার (Indian Flag) অবমাননা করেন।

      ভিডিওটিতে দোসাঞ্জকে পাঞ্জাবি ভাষায় কথা বলতে শোনা যায়। শ্রোতাদের মধ্যে বসে থাকা একটি মেয়ের হাতে ভারতের জাতীয় পতাকার কথা উল্লেখ করে উনি তাঁর অনুষ্ঠানকে দেশের প্রতি উৎসর্গ করেন। তাঁর ওই কথার ভুল ব্যাখ্যা করে, সেটি মিথ্যে দাবি সমেত টুইটারে শেয়ার করা হচ্ছে।

      দোসাঞ্জ হলেন প্রথম ভারতীয় গায়ক যিনি ক্যালিফর্নিয়ার ইন্ডিও-তে আয়োজিত কোচেল্লা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালে অংশ নেন। ওই ফেস্টিভ্যাল চলা কালে, উনি ১৫ এপ্রিল, ২০২৩ ও ২২ এপ্রিল, ২০২৩, দু’ দিন গান গান। তাঁর দ্বিতীয় প্রদর্শনের ভিডিও থেকে ক্লিপটি নেওয়া হয়েছে।

      টুইটার অ্যাকাউন্ট পানফ্যাক্ট থেকে ১৮ সেকেন্ডের ভিডিওটি টুইট করা হয়। ক্যাপশনে বলা হয়, “আমেরিকায় এক সঙ্গীত উৎসবে একটি মেয়ে ভারতের পতাকা নাড়ালে, দোসাঞ্জ তাকে সাম্প্রদায়িক বিদ্বেষ উষ্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘বিদ্বেষ ছড়িও না। সংগীত সকলের, কোনও একটি দেশের নয় @diljitdesanjh ভারতের তেরঙ্গার প্রতি কি তোমার কোনও শ্রদ্ধা নেই। #diljit #tricolor #Indianflag।”




      টুইটটি দেখুন এখানে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে।

      টুইটার হ্যান্ডেল মি সিন্হা থেকেও ভিডিওটি টুইট করা হয়। ক্যাপশনে বলা হয়, “তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও সঙ্গীত অনুষ্ঠানে কেউ ভারতের তেরঙ্গা নাড়লে @দিলজিৎদোসাঞ্জ আপত্তি করে। উনি কোন পাসপোর্ট নিয়ে চলাফেরা করেন? খালিস্তান প্রজাতন্ত্রের? যে সব ভারতীয়রা এই ধরনের শিল্পীদের শোনেন, তাঁদের লজ্জা হওয়া উচিৎ।



      টুইটটি দেখুন এখানে। আর্কাইভের জন্য এখানে।

      মিথ্যে দাবি সমেত ভাইরাল ভিডিওটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।


      আরও পড়ুন: কর্নাটকে দ্বাদশ বোর্ড পরীক্ষায় প্রথম তবসসুম শেখ দাবিতে ছড়াল মুসকান খানের ছবি


      তথ্য যাচাই

      বুম ওই সঙ্গীত অনুষ্ঠানের ভিডিওটি দেখে। এবং এটা স্পষ্ট হয় যে, তিনি ভারতের পতাকার অবমাননা করেছেন, এই মিথ্যে দাবি করার জন্য দিলজিৎ দোসাঞ্জ-এর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। উত্তরের বিভাগে, ভাইরাল টুইটটি সম্পর্কে অনেকগুলি মন্তব্য আসে। তাতে বলা হয়, দোসাঞ্জ পাঞ্জাবিতে কথা বলছিলেন। এবং ভারতের পতাকার বিরুদ্ধে তিনি কোনও মন্তব্য করেননি।


      At Coachella, @diljitdosanjh made a point to spread harmony & brotherhood. At the end of the concert, he dedicated his performance to Punjab & India.

      He said, “eh mere Punjabi bhain bhraawan layi, mere desh da jhanda laike khadi aa kudi, eh mere desh layi, negativity ton bacho,… pic.twitter.com/zQAiAz0LA1

      — Jas Oberoi | ਜੱਸ ਓਬਰੌਏ (@iJasOberoi) April 25, 2023


      ২০ সেকেন্ডের ভিডিওটিতে দোসাঞ্জ তাঁর অনুষ্ঠান দেখার জন্য সকলকে ধন্যবাদ জানান। এবং যে মেয়েটি ভারতের পতাকা এনে ছিল, তার কথা উল্লেখ করে তিনি তাঁর অনুষ্ঠানকে দেশের প্রতি উৎসর্গ করেন। ওই অনুষ্ঠানে যে কথপোকথন হয়, তার একটি বড় ভিডিওর খোঁজ করি আমরা। তার ফলে, ফেসবুকে আপলোড করা ৮.৩৭ মিনিটের একটি ভিডিওর সন্ধান পাই। ওই ভিডিওয় দোসাঞ্জের মন্তব্য পাঞ্জাবি থেকে অনুবাদ করে দেখা যায় যে, ভারতের পতাকার অবমাননা করার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হচ্ছে, তা ঠিক নয়।

      ভিডিওটির ৭.৪০ মিনিটের সময়চিহ্নে দোসাঞ্জ-এর মন্তব্য অনুবাদ করলে এই রকম দাঁড়ায়, “এ সবই আমার পাঞ্জাবি ভাই বোনদের জন্য। এই মেয়েটি আমার দেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছে। এই প্রোগ্রাম আমার দেশের জন্য। সঙ্গীত সকলের জন্য। সঙ্গীত কোনও একটি দেশের নয়। নেতিবাচক মনোভাব ত্যাগ করুন। হ্যাঁ ভাই, এটা তোমারও।”

      তারপর ইংরেজি ভাষার ওপর নিজের দখল সম্পর্কে ঠাট্টা করে উনি বলেন, “আমার ইংরেজির সমস্যা একটি বড় সমস্যা। আমার ইংরেজি ভাল হলে আজ আমি কোথায় যে চলে যেতাম। আপনারা যেখান থেকেই এসে থাকুন না কেন, আমার ও কোচেল্লার তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনার দেশ যেখানেই হোক, যেখানকার মানুষই হন আপনি, আমি আপনাদের ভালবাসি। সকলকে অনেক ভালবাসা ও শ্রদ্ধা। পাঞ্জাবিরা খুবই ভালবাসার পাত্র। সকলকে অনেক ভালবাসা।”

      আমরা দেখি যে ভাইরাল ভিডিওটি মিথ্যে দাবি সমেত শেয়ার করা হয়, সেটি আসলে পোস্ট করে পাঞ্জাব কেশরী গ্রুপের অমৃতসর কেশরী। কিন্তু তাতে ভারতের পতাকাকে অশ্রদ্ধা করার কোনও উল্লেখ ছিল না।

      তাছাড়া, তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন, এই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি একটি টুইট করেন।

      পাঞ্জাবি থেকে অনুবাদ করলে সেটি দাঁড়ায় এই রকম, “মিথ্যে খবর আর নেতিবাচক মনোভাব ছড়াবেন না। আমি বলেছিলাম এটি আমার দেশের পতাকা। এটা আমার দেশের জন্য। তার মানে, আমার এই অনুষ্ঠান আমার দেশের জন্য। যদি পাঞ্জাবি না জানেন তাহলে গুগুলের সাহায্য নিন, বন্ধু। কোচেল্লা একটি বড় সঙ্গীত উৎসব। সব দেশের মানুষ এখানে আসেন। তাই সঙ্গীত সকলে ভাগ করে নেন। কী করে ঠিক জিনিস কে বেঠিক করতে হয় তা আপনাদের কাছে থেকে শিখতে হয়। সেটাও গুগুল করুন।”


      DON’T SPREAD FAKE NEWS & NEGATIVITY ❌

      Mai Kiha Eh Mere Desh Da Jhanda Hai 🇮🇳 Eh Mere Desh Lai.. Means MERI Eh Performance Mere desh Lai
      Je Punjabi Nhi Aundi Tan Google Kar leya Karo Yaar…

      Kion ke Coachella Ek Big Musical Festival Aa Othey Har desh to log aunde ne.. that’s…

      — DILJIT DOSANJH (@diljitdosanjh) April 25, 2023


      আরও পড়ুন: ভারতীয় নর্তকীদের ধ্রুপদী নৃত্য প্রদর্শন চিনা রোবটদের নৃত্যকলা বলে ছড়াল


      Tags

      Diljit DosanjhPunjabCoachella
      Read Full Article
      Claim :   পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ কোচেল্লার অনুষ্ঠানে জাতীয় পতাকার অবমাননা করেছেন
      Claimed By :  Pun Fact, Mr Sinha
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!