কৃষ্ণবর্ণ জমজ সন্তান শ্বেতাঙ্গ দম্পতির ঘরে! আসল বলে ছড়াল AI ভিডিও
বুম দেখে ভিডিওটি একটি টিকটক অ্যাকাউন্টের পোস্ট করা যেখানে সদ্যজাত সন্তানের বৈধতা নিয়ে পিতামাতার ঝগড়ার একাধিক এআই ভিডিও দেখা যায়।

দুটি কৃষ্ণবর্ণের জমজ বাচ্চা (black twins) জন্ম দেওয়ার পর একজন শ্বেতাঙ্গ মহিলার (white woman) উপর সন্তানদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তার স্বামীর আক্রোশের বহিঃপ্রকাশের কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দিয়ে তৈরি ভিডিও বাস্তব ঘটনা দাবি করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে ভিডিওটি একটি টিকটক অ্যাকাউন্টের পোস্ট করা যেখানে হাসপাতালে সন্তান জন্মানোর পর, স্বামী-স্ত্রীর মধ্যে সদ্যজাতর বৈধতা সম্পর্কে তৈরি মনোমালিন্যের এআই দিয়ে তৈরি করা একাধিক ভিডিও দেখা যায়।
দাবি: কৃষ্ণবর্ণ জমজ সন্তান জন্মানোর পর এক শ্বেতাঙ্গ দম্পতিকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখা যায় ভিডিওয়
আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে ভাইরাল ভিডিও সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে শিরোনামে লেখা হয়, "কালো সন্তান জন্ম দিলেন শ্বেতাঙ্গ তরুণী, যমজ শিশুর রূপ দেখে রাগে ফেটে পড়লেন ফর্সা বাবা, অস্বীকার করলেন পিতৃত্ব!"
আনন্দবাজার পত্রিকার ই-পেপারে প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়েছে ভিডিওটির সত্যতা তারা যাচাই করেনি। আর্কাইভ দেখুন এখানে।
প্রতিবেদনে অন্তর্ভুক্ত ভাইরাল ভিডিওটি নীচে দেখা যাবে।
আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. টিকটক অ্যাকাউন্ট @br_ai_ded: আমরা দেখি মূল ভিডিওটি @br_ai_ded নামক একটি টিকটক অ্যাকাউন্টে প্রথম পোস্ট করা হয়েছিল। ওই অ্যাকাউন্টে হাসপাতালে দম্পতিদের মধ্যে ঝগড়ার এধরণের একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও নিয়মিত পোস্ট করা হয়। টিকটক হ্যান্ডেলটি ভিডিওগুলি "ডেলিভারি রুম" নামের একটি বিভাগে পোস্ট করে।
নির্মাতারা ভিডিওটিকে এআই দিয়ে তৈরি হিসাবে চিহ্নিত করেছে।
দেখুন এখানে।
২. কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা: বাফেলো ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক্স ল্যাবের তৈরি ডিপফেক-ও-মিটারে আমরা ভাইরাল ভিডিওটিকে পরীক্ষা করি। কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী এই টুলটি নিশ্চিত করে ভিডিওটি এআই দিয়ে তৈরি একটি ডিপফেক। ডিপফেক-ও-মিটারের একটি পরীক্ষার ফলাফলে দেখা যায় ভিডিওটির এআই দিয়ে তৈরি হওয়ার ৯৮.৬% প্রবণতা রয়েছে।
দেখুন এখানে।






