বাংলাদেশ: ভুয়ো সাম্প্রদায়িক দাবিতে ছড়াল মুসলিম মহিলার উপর জনরোষের ভিডিও
বুম দেখে বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা আক্রান্ত মহিলা একজন মুসলিম। ডাকাত সন্দেহে তাকে মারধর করেন স্থানীয় গ্রামবাসীরা।
সম্প্রতি সমাজমাধ্যমে একদল উত্তপ্ত জনতার এক আহত মহিলাকে ঘিরে রাখার ভিডিও ভাইরাল হয়েছে। সেটি শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো সাম্প্রদায়িকদাবি (communal claim) করেছেন ভিডিওতে বাংলাদেশের (Bangladesh) নারায়ণগঞ্জের (Narayanganj) আড়াইহাজার (Araihazar) এলাকায় যৌন নির্যাতনের (raped) শিকার একজন হিন্দু মহিলাকে (Hindu woman) দেখা যাচ্ছে।
বুম যাচাই করে দেখে আক্রান্ত মহিলার নাম লাভলী বেগম এবং তিনি ইসলাম ধর্মাবলম্বী। ডাকাত দলের সাথে যুক্ত থাকার সন্দেহে লাভলীকে মারধর করে বাংলাদেশের নারায়ণগঞ্জ উপজেলার স্থানীয় গ্রামবাসীরা।
ভাইরাল ভিডিওটিতে আহত মহিলাকে একটি জলাশয় থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসতে দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "বাংলাদেশ হিন্দু মহিলাদের জন্য নরক। নারায়ণ গঙেঞ্জ হিন্দু মহিলা কে ধর্ষণ করে অত্যাচার করে মরার জন্য ফেলে রেখে দেওয়া হয় কেউ সাহায্য করতে আসেন নি। আর অত্যাচার করে কারা? মুলো দের আবার কোনো জাত হয়না হয় কি? একজন নারীর উপর হামলা চলাকালীন একদল উন্মত্ত জনতার এমন পৈশাচিক আনন্দ বর্তমান বাংলাদেশেই সম্ভব।নারায়ণগঞ্জ।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাইঃ আক্রান্ত মহিলা মুসলিম, গণপিটুনির শিকার
বুম বাংলাদেশের নারায়ণগঞ্জে মহিলা নির্যাতন সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে একাধিক প্রতিবেদনে ভাইরাল ভিডিওর দৃশ্য দেখতে পায়। প্রতিবেদনগুলি থেকে জানা যায় ওই মহিলা ও একজন পুরুষ ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন। পুরুষটি ঘটনাস্থলেই নিহত হন এবং প্রাণ বাঁচাতে আহত মহিলা একটি পুকুরে ঝাপ দেন।
২৭ ডিসেম্বর, ২০২৪-এ প্রকাশিত সময় নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় পুলিশের বয়ান অনুযায়ী ২৬ ডিসেম্বর রাতে সাত-আট জনের ডাকাতদল কাহিন্দি গ্রামের ইলুমদি রাস্তায় একটি অটোরিকশায় বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গ্রামবাসীরা তাদের তারা করে।
প্রতিবেদন অনুসারে, "ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বিল্লাল ডাকাত ও তাদের সহযোগী লাভলী জনতার হাতে ধরা পড়ে। বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়। এ সময় তার সহযোগী লাভলী আত্মরক্ষার জন্য একটি খালে ঝাঁপ দেয়।" পুলিশ লাভলীকে উদ্ধার করে।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী লাভলী পুলিশি হেফাজতে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন। তিনি জানান, ওই মহিলাও ডাকাতদলের সদস্য। ওই ডাকাত দলটি রাস্তায় চলতি গাড়িতে ডাকাতি করে এবং ওই গাড়িগুলি থামাতে সহযোগিতা করেন ওই মহিলা।
দেশ টিভির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত লাভলী সাংবাদিকদের জানায় তিনি পেশায় একজন যৌনকর্মী। গ্রামবাসীদের চিৎকার শুনে তিনিও ভয়ে পালানোর চেষ্টা করেন এবং গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন।
আক্রান্ত মহিলা ইসলাম ধর্মাবলম্বী
আমরা ফেসবুকে স্থানীয় সংবাদমাধ্যম আড়াইহাজার টাইমসের ২৭ ডিসেম্বরের একটি নিউজ বুলেটিন দেখতে পাই যেখানে আক্রান্ত মহিলাকে লাভলী বেগম হিসাবে চিহ্নিত করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন লাভলী বেগমকে তার অভিজ্ঞতার কথা বলতে শোনা যায়।
দেখুন এখানে।
বুম বাংলাদেশ ভাইরাল ভিডিওটির বিষয়ে আড়াইহাজার টাইমসের সম্পাদক মহম্মদ নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে। তিনি নিশ্চিত করে জানান গ্রামবাসীর গণপিটুনিতে আক্রান্ত মহিলা যাকে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি লাভলী বেগম নামের এক ইসলাম ধর্মাবলম্বী।
ইসলাম বুম বাংলাদেশকে সাম্প্রদায়িক দাবিটি নস্যাৎ করে বলেন, "উনি লাভলী বেগম, ওনার পিতার নাম মহম্মদ ইদ্রিশ আলী। তিনি একজন মুসলিম নারী এবং উনি বাংলাদেশের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।"
ইসলাম আরও জানান লাভলী বেগম ও তার পিতা আড়াইহাজার উপজেলারই দুটি ভিন্ন গ্রামে থাকেন। লাভলী বর্তমানে তার দিদার বাড়িতে থাকেন। তিনি মাদকদ্রব্য সম্পর্কিত বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং তিনি নিজে মাদকাসক্ত। তবে, ডাকাতির সঙ্গে তার কতখানি সম্পর্ক তা এপর্যন্ত স্পষ্ট নয়।
বুম বাংলাদেশ ইসলামকে লাভলী বেগমের ঘটনাস্থলে উপস্থিতির সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, লাভলী বেগমের বক্তব্য অনুযায়ী, অটোরিকশা করে ওই পথে দিয়ে যাওয়ার সময় থাকা তাকে ডাকাতদল আটক করে। এরমধ্যেই অটোচালক পালিয়ে গিয়ে গ্রামবাসীদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের গণপিটুনি দেয় যার কারণে একজন ডাকাত নিহত হয়।
লাভলী বেগমের বয়ান অনুযায়ী, তাকেও ডাকাত দলের সদস্য হিসাবে সন্দেহ করেন গ্রামবাসীরা যার কারণে তিনি আক্রান্ত হন।
(অতিরিক্ত রিপোর্টিংঃ তৌসিফ আকবর)