খড়গপুরে বিদ্যুৎের তার ছিঁড়ে ব্যক্তির আহত হওয়ার ভিডিওটি পুরনো
বুম দেখে ভিডিওটি ডিসেম্বর ২০২২ সালের যখন খড়গপুর স্টেশনে হাই ভোল্টেজের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এক রেলকর্মী।
খড়গপুর (Kharagpur) রেলস্টেশনে এক ব্যক্তি বিদ্যুৎ এর তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে আহত হওয়ার পুরনো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভিডিওটি ৭ ডিসেম্বর ২০২২ তারিখে খড়গপুর জংশনে হাইভোল্টেজের একটি তার ছিঁড়ে এক টিকিট পরীক্ষকের (TTE) উপর পড়লে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন।
২১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি দাঁড়িয়ে কথা বলার সময় এক ব্যক্তি হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে রেললাইনের উপর পড়ে যান। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে,”খড়গপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গলায় ওয়াইফাই ব্লুটুথ হেডফোন ঝুলিয়ে কথা বলছিলেন ওই ব্যক্তি। রেলওয়ের ওভারহেড হাইটেনশন লাইন থেকে ইন্ডাকশন শক লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাই রেলওয়ের ওভারহেড বিদ্যুতের তারের নিচে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে... মনে রাখবেন..”
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটিকে মূলফ্রেমে ভেঙে সেগুলি দিয়ে রিভার্স সার্চ করলে করলে ২০২২ সালের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাই যেখানে ওই ভাইরাল ভিডিওটির স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে।
দ্য টাইমস অফ ইন্ডিয়ার ৮ ডিসেম্বর ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী খড়গপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এক টিকিট পরীক্ষকের উপর একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল।
প্রতিবেদন থেকে আরও জানা যায় ওই আহত টিকিট পরীক্ষকের নাম সুজন সিংহ সর্দার।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায় সুজন সিংহের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছিল। এই পুরো ঘটনাটি রেলের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে।
বুম বাংলার তরফে ওভারহেড বিদ্যুৎের তারের নিচে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করার জন্য ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।