আর্জেন্টিনার পতাকা হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল ছবি ভুয়ো
বুম যাচাই করে দেখে ২০১৭ সালের ৩০ অগস্ট তোলা ছবিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের পতাকা ছিল।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) হাতে আর্জেন্টিনার (Argentina) পতাকা সহ একটি সম্পাদনা (morphed) করা ছবি ছড়ানো হচ্ছে।
বুম যাচাই করে দেখে ২০১৭ সালের ৩০ অগস্ট তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসল ছবিতে তাঁর হাতে বাংলাদেশের পতাকা ছিল। সেদিন অনুষ্ঠিত টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে।
ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জোন্টিনার মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। প্রথমবার ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কোর অশ্বমেধের ঘোড়া থামল ফ্রান্সের ২-০ জয়ে। ফাইরাল ছবিটি কাতারে অনুষ্টিত ফিফা বিশ্বকাপের প্রেক্ষিতে ছড়াচ্ছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সমর্থকদের পাশে দাঁড়িয়ে আর্জেন্টিনার পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন।
ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, "ব্রাজিল ব্রাজিল করে লাভ নাই আমাদের শেখ হাসিনা আর্জেন্টিনা"
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে দেখে ৩০ অগস্ট ২০১৭ আসল ছবিটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশের গণমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে। ওই প্রতিবেদনের শিরোনাম লেখা হয়, "অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় দেশবাসীর প্রতি ঈদের উপহার: প্রধানমন্ত্রী"।
আসল ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে বাংলাদেশের পতাকা।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ দিনের টেস্টে জয়লাভ করে ২০১৭ সালের ৩০ অগস্টের নির্ধারিত খেলায়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দর্শকের ভূমিকায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবেদনে লেখা হয়, তাইজুল ইসলামের বলে জশ হ্যাজলউড এলবিডাব্লিউ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের সঙ্গে আনন্দে সামিল হন প্রধানমন্ত্রীও। বাংলাদেশের পতাকা হাতে উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হাসিনা।
বাংলাদেশের পাতাকা হতে আসল ছবিটি বাংলা ট্রিবিউনে একই দিনে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের ইংরেজি গণমাধ্যম দ্যডেইলি অবজর্ভার-এ একই দিনে ছবিটি প্রকাশিত হয়।
২০১৭ সালের ৩০ অগস্টের খেলায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ দিনের টেস্টে জয়লাভ করা ও স্টেডিয়ামে দর্শকের ভূমিকায় উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি নিয়ে ইএসপিএন ক্রিক ইনফোতেও সে দিনের খেলা নিয়ে বিস্তারিত খবর প্রকাশিত হয়েছিল।
শেখ হাসিনা কাতার বিশ্বকাপে দর্শক হিসাবে অংশ নিয়েছেন বা বাংলাদেশের কোথাও আর্জেন্টিনার পতাকা সহ উচ্ছাসে সামিল হয়েছেন এরকম কোনও প্রতিবেদন বুম খুঁজে পায়নি।
নিচে ভাইরাল ভুয়ো ছবি ও আসল ছবির তুলনা দেওয়া হল।