এই ভিডিও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর নয়
বুম যাচাই করে দেখে এটি ডিসেম্বর ২০২২ সালের এক ভিডিও যখন মরক্কোর খেলোয়াড়রা প্যালেস্তাইনের পতাকা ওড়ান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে সম্প্রতি দাবি করা হয় ফুটবলার রোনাল্ডো (Ronaldo) ইজরায়েল-প্যালেস্তাইনের (Israel-Palestine) সংঘাতের মধ্যে প্যালেস্তাইনের জন্য সমর্থন জানানোর জন্য একটি খেলার মাঝখানে প্যালেস্তাইনের পতাকা ওড়ান।
বুম যাচাই করে দেখে এটি ২০২২ সালের ডিসেম্বরে মাসের পুরানো এক ভিডিও যাতে মরোক্কোর একজন খেলোয়াড়কে দেখতে পাওয়া যায়, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নয়।
ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাস জঙ্গিদের সংঘর্ষের কারণে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ এবং ঘরছাড়াও হয়েছেন। এই সংঘর্ষ নজর কেড়েছে গোটা বিশ্বের এবং এতে ১২০০ জনেরও বেশি ইজরায়েলি এবং ২৩০০ ফিলিস্তিনি তাদের জীবন হারিয়েছে বলে জানা যাচ্ছে। এসবের মধ্যেই ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে একজন খেলোয়াড়কে মাঠে প্যালেস্তাইনের পতাকা ওড়াতে দেখা যাচ্ছে এবং দাবি করা হচ্ছে এটি হলেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
একজন ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করে লেখেন,"CR7 যে নাকি ইহুদি হয়েও ফিলিস্তিনি জন্য মাঠে আওয়াজ তুলেছে, আর আমরা তো মুসলমান আমরা কি করেছি।"
এই ভিডিওর এক আর্কাইভ এখানে দেখা যাবে।
এই ধরণের আরো পোস্ট দেখতে এখানে, এখানে, এবং এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
আমরা এই ভিডিওকে খুব কাছ থেকে লক্ষ্য করি এবং দেখি যে খেলোয়াড় পতাকা ওড়াচ্ছেন তার জার্সিতে '১৮' নম্বরটি উপস্থিত রয়েছে। আমরা এই ভিডিওর কিছু অংশের রিভার্স সার্চ করি এবং কয়েকজন খেলোয়াড়দের প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর বিষয়ে বিভিন্ন প্রতিবেদন ও পোস্ট খুঁজে পাই। মিডল ইস্ট আই নামক এক সংবাদমাধ্যমের প্রকাশিত এমনই এক প্রতিবেদন আমরা দেখতে পাই যেখানে বলা হয়, ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের পর মরোক্কোর খেলোয়াড়রা প্যালেস্তাইনের প্রতি সমর্থন জানাতে পতাকা উড়িয়েছিল।
এই প্রতিবেদনে মরক্কোর খেলোয়াড় জাওয়াদ আল ইয়ামিকের একটি চিত্র উপস্থিত রয়েছে যেখানে তাকে ফিলিস্তিনি পতাকা মেলে ধরে থাকতে দেখা যায়। আমরা ওই ছবি থেকে লক্ষ্য করি তিনি সম্ভবত '১৮' নম্বর জার্সি পরেছিলেন।
আরও বিশদে যাচাই করতে আমরা বিশ্বকাপের মরোক্কো ও কানাডার খেলা সংক্রান্ত এক কিওয়ার্ড সার্চ করি এবং সেদিনকার খেলোয়াড়দের তালিকায় দেখি জাওয়াদ আল ইয়ামিকের জার্সি নম্বর ১৮ ছিল।
এই সূত্র ধরে আমরা গুগলে আরেকটি কিওয়ার্ড সার্চ করে এই খেলোয়াড়ের পতাকা ওড়ানোর ভিডিওসহ বিভিন্ন পোস্ট এবং সংবাদমাধ্যমের প্রতিবেদনে খুঁজে পাই। আমরা ওয়াফা নামক সংবাদসংস্থার একটি ভিডিও খুঁজে পাই যেখানে পতাকা ওড়ানোর এই ভিডিওটি উপস্থিত রয়েছে। এই ভিডিওর সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মিল দেখা যায়।
ভিডিওর শিরোনাম হিসেবে সেখানে লেখা হয়,"দেখুন: কাতারে #FIFAWorldCup2022-এ কানাডার বিরুদ্ধে তার দেশের ২-১ জয়ের সময় মরক্কোর খেলোয়াড় জাওয়াদ এল ইয়ামিক প্যালেস্তাইনের পতাকা তুলেছেন।" ভিডিওটি এখানে দেখা যাবে।
আমরা এই একই ভিডিও মিডল ইস্ট আই নামক সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলেও খুঁজে পাই। এই ভিডিওর শিরোনামেও একই ভাবে মরোক্কোর খেলোয়াড়ের কথার উল্লেখ রয়েছে কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোনো উল্লেখ দেখা যায়নি।