মিশরের প্যারাশুট ব্যবহার করে অবতরণের ভিডিও ইসরায়েলে হামাস যোদ্ধাদের দৃশ্য হিসেবে ছড়াল
বুম দেখে এই ভিডিওটি মিশরের কায়রো শহরে তোলা হয়েছে
কিছু ব্যক্তিদের প্যারাশুট ব্যবহার করে একটি ভবনে অবতরণ করার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে এই ব্যক্তিরা হলেন প্যালেস্তাইনের যোদ্ধারা যারা হামাস নামক চরমপন্থী সংগঠনের সদস্য। বলা হচ্ছে এটি ইসরায়েল এবং হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধের পরিস্থিতির একটি দৃশ্য।
বুম তার তদন্তে দেখে এই দাবিটি সঠিক নয় এবং এই ভিডিওটি ইসরায়েলের নয়, মিশরের কায়রো শহরের।
ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় ২৪০০ মানুষের। এই সংঘর্ষের কারণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে অসংখ্য ছবি এবং ভিডিও যেগুলোর মধ্যে অসংখ্য পুরনো অথবা ভুয়ো দাবি সহ শেয়ার করা হয়।
একজন ব্যবহারকারী ভিডিওটি ক্যাপশন সহ শেয়ার করে লেখেন, "নতুন ফুটেজ: প্যালেস্তাইনের স্বাধীনতা সংগ্রামীদের ইজরায়েল অঞ্চলে প্যারাশুট করতে দেখা গেছে। এটি দেখতে PUBGব্যাটল রয়েলের মতো....।"
এই এক্স পোস্টগুলি দেখা যাবে এখানে, এখানে এবং এখানে।
ফেসবুকের পোস্টগুলি দেখা যাবে এখানে, এখানে এবং এখানে।
এই পোস্ট বাংলা ক্যাপশন সহ শেয়ার করতে দেখা গেছে ব্যবহারকারীদের যার লিংক এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
আমরা পোস্টগুলির কিছু কমেন্টে লক্ষ্য করি ব্যবহারকারীরা এই তথ্যকে ভুয়ো বলছেন| তারা দাবি করছেন এই ভিডিওটি মিশরের সৈনিক প্রশিক্ষণ কেন্দ্রের যখন মিশরের প্যারাট্রুপাররা প্রশিক্ষণ নিচ্ছিল।
আমরা গুগল ট্র্যান্সলেটেরের মাধ্যমে লক্ষ্য করি ভিডিওর একটি অংশে যে ভবনটি দেখা যাচ্ছে তার ওপর 'মিলিটারি কলেজ' শব্দগুলির উল্লেখ রয়েছে।
কিছু টুইটের থেকে পাওয়া তথ্য অনুসরণ করে আমরা গুগল ম্যাপে মিশরের সৈন্য প্রশিক্ষণ একাডেমি খুঁজে বের করার চেষ্টা করি এবং সেই ভবনের অনেকগুলি ছবি পাই যার সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর ভবনের মিল রয়েছে।
এছাড়াও এই চিত্রগুলিতে মিশরের পতাকাও উড়তে দেখা যাচ্ছে।
বুম স্বাধীনভাবে এই ভিডিওটি তোলার তারিখ এবং প্রেক্ষাপট যাচাই করতে পারেনি। কিন্তু আমাদের জিওলোকেশন অনুযায়ী এটি মিশরের দৃশ্য, ইসরায়েলের নয়।