জ্ঞানেশ কুমারের অমিত শাহর সামনে মাথা নত করার ভাইরাল ভিডিও AI নির্মিত
বুম ভাইরাল ভিডিওটি বিভিন্ন এআই শনাক্তকারী টুলে যাচাই করে দেখে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি এআই (AI) নির্মিত ভিডিওয় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner of India) জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) উত্তরীয় পরানোর পর ঝুঁকে পরে (bows) তার পা ছোঁয়ার চেষ্টা করতে দেখা যায়।
বুম দেখে ভাইরাল ভিডিওটি কোনও বাস্তব দৃশ্যের নয়। আমরা ভিডিওটি বিভিন্ন এআই শনাক্তকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি ভাইরাল ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের পর, বিরোধী পক্ষ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এরই মধ্যে আলোচ্য ভিডিওটি ভাইরাল হয়েছে।
দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "আসলে, ২০২৩ সালের পর থেকে নির্লজ্জের মতো চুরি, বেইমানি, নোংরামি করছে তড়িপার শাহ আর অসভ্য, অশিক্ষিত মোদি। ২০২৩ এর সেই "বিখ্যাত" আইন - কেন্দ্রীয় মূখ্য নির্বাচন কমিশনার ও তার অফিসারদের বিরুদ্ধে ভারতবর্ষের কোনো আদালতে মামলা দায়ের করা যাবেনা, এমনকি তাদের অবসরকালীন সময়েও। সেই কারনেই বর্তমান কেন্দ্রীয় মূখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যে তড়িপার অমিত শাহর চাকর ছিলো, আজও আছে। ছবি স্পষ্ট করছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে আমরা অমিত শাহর সঙ্গে জ্ঞানেশ কুমারের একটি ছবি পাই যেখানে তিনি শাহকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন। অনুসন্ধান করে দেখা যায়, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার আগে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ইউটিউবে সংশ্লিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চের মাধ্যমে আমরা ছবিতে দৃশ্যমান অনুষ্ঠানের ভিডিওটি পাই।
১. ২০২৩ সালের অনুষ্ঠানের আদলে তৈরি ভাইরাল ভিডিও: ৮ নভেম্বর ২০২৩-এ জৈব পণ্যের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের আয়জিত জাতীয় সেমিনারে জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান যা ভাইরাল দৃশ্যের অনুরূপ। সমবায় মন্ত্রণালয়ের তৎকালীন সচিব ছিলেন জ্ঞানেশ কুমার। ভিডিওয় জ্ঞানেশ কুমারকে অমিত শাহের পায়ের দিকে ঝুঁকতে দেখা যায় না।
২. কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা: বুম ভাইরাল ভিডিওয় লক্ষ্য করে অমিত শাহ ও জ্ঞানেশ কুমার উভয়ের অঙ্গভঙ্গির মধ্যেই কৃত্রিম ভাব ফুটে উঠেছে; তাদের নড়াচড়া স্বাভাবিক নয় বরং কিছুটা রোবটের মতো। এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ভাইরাল ভিডিওকে ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করে দেখি পরীক্ষায় ভিডিওটি এআই নির্মিত হওয়ার প্রবণতা পাওয়া গেছে।
এরপর নিশ্চিত হতে, আমরা ভাইরাল ভিডিওর স্ক্রিনশট ওয়াজ ইট এআই ও সাইটইঞ্জিনে পরীক্ষা করি এবং উভয় টুলই সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে শনাক্ত করে।






