'অপারেশন সিঁদুর'-এর দৃশ্য বলে সংবাদমাধ্যম দেখাল গাজা হামলার পুরনো ভিডিও
বুম দেখে ক্লিপটি ২০২৩ সালের অক্টোবরে গাজায় করা ইজরায়েলের বিমান হানার।



মূলধারার সংবাদমাধ্যমগুলি পাকিস্তানে (Pakistan) ভারতের (India) করা বিমান হামলা (air strike) 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) ফুটেজ হিসাবে গাজায় (Gaza) ইজরায়েলের (Israel) বিমান হানার পুরনো ও অসম্পর্কিত ক্লিপ প্রকাশ করে। একই ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও পহেলগাঁওয়ে জঙ্গি হানার (Pahalgam Terrorist Attack) ভারতীয় সেনার পাল্টা জবাব হিসাবে ভাইরাল হয়েছে।
বুম দেখে ভাইরাল ভিডিও ২০২৩ সালের ১৩ অক্টোবরে গাজায় ইজরায়েলের করা বিমান হানার এবং ভারত পাকিস্তানের মধ্যে চলতি সংঘর্ষের সঙ্গে যুক্ত নয়।
ভারত সরকার ও সেনা প্রতিনিধিরা জানান, কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানার জবাবে ৭ মে, ২০২৫-এর মধ্যরাতে, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত আন্তঃসীমান্ত জঙ্গি ঘাঁটির উপর ভারতীয় সেনা বিমান হানা চালায় 'অপারেশন সিঁদুর'-এর আওতায়।
এক সংবাদ সম্মেলনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, প্রধান লক্ষ্যগুলি ছিল পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর (জৈশ-ই-মোহাম্মদের দুর্গ এবং তাদের নেতা মাসুদ আজহারের জন্মস্থান), লাহোরের কাছে মুড়িদকে ( লস্কর-ই-তৈবার এবং মারকাজ-ই-তৈবার ঘাঁটি) এবং পাক অধিকৃত কাশ্মীরের কোটলি ও মুজাফফারাবাদ।
এই হামলার পরিপ্রেক্ষিতে বিস্ফোরণের ক্লিপটি ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি বাংলা সংবাদমাধ্যম এবিপি আনন্দ, নিউজ১৮ বাংলা, টিভি৯ বাংলা অপারেশন সিঁদুর হিসাবে ফুটেজটি প্রকাশ করে।
এছাড়া, হামলার এক্সক্লুসিভ দৃশ্য হিসাবে রিপাব্লিক বাংলা ভিডিওটি সম্প্রচার করে।
টিভি৯ নেটওয়ার্কের কার্যনির্বাহী সম্পাদক আদিত্য রাজ কৌলও ভিডিওটি পোস্ট করেন।
তথ্য যাচাই
ক্লিপটি গাজায় ইজরায়েলের করা বিমান হানার
বুম ভাইরাল ক্লিপের কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের অক্টোবরে পোস্ট করা ভিডিও পায় যা গণমাধ্যমে দেখানো ভারতীয় সেনার দ্বারা সম্পন্ন করা অপারেশন সিঁদুরের দৃশ্যের অনুরূপ।
আফগান সংবাদমাধ্যম কাবুল নিউজ ২৩ অক্টোবর, ২০২৩-এ গাজায় ইজরায়েলের বিমান হানার ভিডিও হিসাবে একই দৃশ্য পোস্ট করে। পোস্টের পাশটো ক্যাপশন অনুসারে, "ইজরায়েলে গাজায় তাদের বিস্ফোরণ বাড়িয়েছে গতকাল রাত্রে। প্যালেস্টিনিয়ান গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শিশু ও মহিলাসহ ৪০০ লোক কালকের বিস্ফোরণে মারা গেছে এবং শাতধিক মানুষ ধ্বংসস্তুপের নীচে আটকে আছে।"
আমরা অনুসন্ধানের মাধ্যমে আমরা এক্সে বিবিসি ভেরিফাইয়ের সাংবাদিক শায়ান সরদারিজাদেহর একটি পোস্ট পাই যেখানে তিনি ভিডিওটিকে গাজার বলে চিহ্নিত করে দাবি করেছেন সেটি যেসময়ের ভিডিও বলে রিপোর্ট করা হচ্ছে তার থেকে দশ দিন আগের অর্থাৎ ১৩ অক্টোবর, ২০২৩ তারিখের।
এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ১৩ অক্টোবর, ২০২৩ তারিখে 'গাজায় ইজরায়েলের বিমান হানা' ইংরেজি কিওয়ার্ড ব্যবহার করে এক্সে একটি অ্যাডভান্স সার্চ করি যার মাধ্যমে আমরা একই ভিডিও সহ একাধিক পোস্ট দেখতে পাই।
দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
অনুসন্ধানের মাধ্যমে আমরা নিশ্চিত হই ভাইরাল ভিডিওটি ২০২৩ সালের ১৩ অক্টোবর গাজায় ইজরায়েলের বিমান হানার সঙ্গে সম্পর্কিত এবং ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার সঙ্গে যুক্ত নয়।