BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • 'অপারেশন সিঁদুর'-এর দৃশ্য বলে...
ফ্যাক্ট চেক

'অপারেশন সিঁদুর'-এর দৃশ্য বলে সংবাদমাধ্যম দেখাল গাজা হামলার পুরনো ভিডিও

বুম দেখে ক্লিপটি ২০২৩ সালের অক্টোবরে গাজায় করা ইজরায়েলের বিমান হানার।

By -  Srijanee Chakraborty
Published -  7 May 2025 3:31 PM IST
  • অপারেশন সিঁদুর-এর দৃশ্য বলে সংবাদমাধ্যম দেখাল গাজা হামলার পুরনো ভিডিও
    CLAIMসোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও সংবাদ মাধ্যমে দেখানো ভিডিওয় পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের করা অপারেশন সিঁদুরের দৃশ্য দেখা যাচ্ছে
    FACT CHECKকাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতের দ্বারা সম্পন্ন করা অপারেশন সিঁদুরের দৃশ্য বলে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে গাজায় বিমান হামলার দৃশ্য দেখানো হয়। বুম দেখে ভিডিওটি ২০২৩ সালের অক্টোবরের এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত নয়
    Listen to this Article

    মূলধারার সংবাদমাধ্যমগুলি পাকিস্তানে (Pakistan) ভারতের (India) করা বিমান হামলা (air strike) 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) ফুটেজ হিসাবে গাজায় (Gaza) ইজরায়েলের (Israel) বিমান হানার পুরনো ও অসম্পর্কিত ক্লিপ প্রকাশ করে। একই ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও পহেলগাঁওয়ে জঙ্গি হানার (Pahalgam Terrorist Attack) ভারতীয় সেনার পাল্টা জবাব হিসাবে ভাইরাল হয়েছে।

    বুম দেখে ভাইরাল ভিডিও ২০২৩ সালের ১৩ অক্টোবরে গাজায় ইজরায়েলের করা বিমান হানার এবং ভারত পাকিস্তানের মধ্যে চলতি সংঘর্ষের সঙ্গে যুক্ত নয়।

    আরও পড়ুন -
    ট্রাম্পের পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সমর্থনের ভাইরাল ভিডিও আসলে ডিপফেক

    ভারত সরকার ও সেনা প্রতিনিধিরা জানান, কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানার জবাবে ৭ মে, ২০২৫-এর মধ্যরাতে, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত আন্তঃসীমান্ত জঙ্গি ঘাঁটির উপর ভারতীয় সেনা বিমান হানা চালায় 'অপারেশন সিঁদুর'-এর আওতায়।

    এক সংবাদ সম্মেলনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, প্রধান লক্ষ্যগুলি ছিল পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর (জৈশ-ই-মোহাম্মদের দুর্গ এবং তাদের নেতা মাসুদ আজহারের জন্মস্থান), লাহোরের কাছে মুড়িদকে ( লস্কর-ই-তৈবার এবং মারকাজ-ই-তৈবার ঘাঁটি) এবং পাক অধিকৃত কাশ্মীরের কোটলি ও মুজাফফারাবাদ।

    এই হামলার পরিপ্রেক্ষিতে বিস্ফোরণের ক্লিপটি ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি বাংলা সংবাদমাধ্যম এবিপি আনন্দ, নিউজ১৮ বাংলা, টিভি৯ বাংলা অপারেশন সিঁদুর হিসাবে ফুটেজটি প্রকাশ করে।


    এছাড়া, হামলার এক্সক্লুসিভ দৃশ্য হিসাবে রিপাব্লিক বাংলা ভিডিওটি সম্প্রচার করে।


    টিভি৯ নেটওয়ার্কের কার্যনির্বাহী সম্পাদক আদিত্য রাজ কৌলও ভিডিওটি পোস্ট করেন।

    আরও পড়ুন -পাকিস্তানকে নিয়ে ট্রাম্পের মস্করা বলে ভাইরাল পুরনো, অসম্পর্কিত ভিডিও

    তথ্য যাচাই

    ক্লিপটি গাজায় ইজরায়েলের করা বিমান হানার

    বুম ভাইরাল ক্লিপের কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের অক্টোবরে পোস্ট করা ভিডিও পায় যা গণমাধ্যমে দেখানো ভারতীয় সেনার দ্বারা সম্পন্ন করা অপারেশন সিঁদুরের দৃশ্যের অনুরূপ।

    আফগান সংবাদমাধ্যম কাবুল নিউজ ২৩ অক্টোবর, ২০২৩-এ গাজায় ইজরায়েলের বিমান হানার ভিডিও হিসাবে একই দৃশ্য পোস্ট করে। পোস্টের পাশটো ক্যাপশন অনুসারে, "ইজরায়েলে গাজায় তাদের বিস্ফোরণ বাড়িয়েছে গতকাল রাত্রে। প্যালেস্টিনিয়ান গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শিশু ও মহিলাসহ ৪০০ লোক কালকের বিস্ফোরণে মারা গেছে এবং শাতধিক মানুষ ধ্বংসস্তুপের নীচে আটকে আছে।"


    আমরা অনুসন্ধানের মাধ্যমে আমরা এক্সে বিবিসি ভেরিফাইয়ের সাংবাদিক শায়ান সরদারিজাদেহর একটি পোস্ট পাই যেখানে তিনি ভিডিওটিকে গাজার বলে চিহ্নিত করে দাবি করেছেন সেটি যেসময়ের ভিডিও বলে রিপোর্ট করা হচ্ছে তার থেকে দশ দিন আগের অর্থাৎ ১৩ অক্টোবর, ২০২৩ তারিখের।

    Israel's air strikes on Gaza have intensified, but this video, viewed 350,000 times, doesn't show "Gaza right now".

    It's from 10 days ago. pic.twitter.com/41ah1sx0Pb

    — Shayan Sardarizadeh (@Shayan86) October 23, 2023

    এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ১৩ অক্টোবর, ২০২৩ তারিখে 'গাজায় ইজরায়েলের বিমান হানা' ইংরেজি কিওয়ার্ড ব্যবহার করে এক্সে একটি অ্যাডভান্স সার্চ করি যার মাধ্যমে আমরা একই ভিডিও সহ একাধিক পোস্ট দেখতে পাই।

    দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    অনুসন্ধানের মাধ্যমে আমরা নিশ্চিত হই ভাইরাল ভিডিওটি ২০২৩ সালের ১৩ অক্টোবর গাজায় ইজরায়েলের বিমান হানার সঙ্গে সম্পর্কিত এবং ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার সঙ্গে যুক্ত নয়।

    আরও পড়ুন -জম্মুতে প্রতিবাদের পুরনো ভিডিও পহেলগাঁও জঙ্গি হানার সঙ্গে জড়িয়ে ভাইরাল

    Tags

    India PakistanPahalgam Terrorist AttackOperation Sindoor
    Read Full Article
    Claim :   ভিডিওয় পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের করা অপারেশন সিঁদুরের দৃশ্য দেখা যাচ্ছে
    Claimed By :  News Outlets, Social media users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!