BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ইজরায়েলের মোসাদে ইরানের হামলা বলে...
ফ্যাক্ট চেক

ইজরায়েলের মোসাদে ইরানের হামলা বলে R.বাংলার সম্প্রচারে চীনের ভিডিও

বুম দেখে ভিডিওটি আসলে চীনের চংকিংয়ের একটি পার্কিং লটে ১১ জুন, ২০২৫-এ হওয়া অগ্নিকাণ্ডের। ইরান-ইজরায়েল যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়।

By -  Srijanee Chakraborty
Published -  18 Jun 2025 7:30 PM IST
  • ইজরায়েলের মোসাদে ইরানের হামলা বলে R.বাংলার সম্প্রচারে চীনের ভিডিও
    Listen to this Article

    ইরান (Iran) ও ইজরায়েলের (Israel) মধ্যে আক্রমণ ও প্রতিআক্রমণের আবহে, রিপাব্লিক বাংলায় (Republic Bangla) ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের (Mossad) উপর ইরানের হামলা দাবি করে চীনের (China) একটি অগ্নিকাণ্ডের ভিডিও সম্প্রচার করা হয়।

    বুম দেখে সম্প্রচারিত ভিডিওর দৃশ্য চীনের চংকিংয়ের একটি মোটর সাইকেল পার্কিং লটে ১১ জুন, ২০২৫-এ ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের যা ১৩ জুন ইজরায়েলের সম্প্রতি ইরানের উপর করা প্রথম হামলার আগে হয়েছে।

    গত ১৩ জুন, ইজরায়েল অপারেশন দ্য রাইসিং লায়নের মধ্য দিয়ে ইরানের উপর হামলা করে এবং এর পর থেকেই দুই দেশ একে অপরকে হামলা ও পালটা হামলা করে চলেছে। এই আবহাওয়ায় ইরান দাবি করেছে তাদের হামলায় ইজরায়েলের গোয়েন্দা বিভাগের দফতর মোসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ইজরায়েলের পক্ষ থেকে এই দাবিটিকে অস্বীকার করা হয়েছে।

    দাবি

    দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে রাস্তায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ার একটি ভিডিও ১৭ জুন, ২০২৫-এ রিপাব্লিক বাংলায় সম্প্রচার করে ব্রেকিং নিউজে দাবি করা হয় ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে মিসাইল হামলা করেছে ইরান। ইউটিউবে সরাসরি সম্প্রচারিত খবরের ক্যাপশনে লেখা হয়, "ইজরায়েলের গোয়েন্দা সংস্থায় হামলা। গোয়েন্দা সংস্থা মোসাদের দফতরে হামলা।" ভিডিওটির প্রথম ৩৪ সেকেন্ডে চীনের ক্লিপটি দেখা যায়।

    একই দাবিসহ সোশ্যাল মিডিয়ায়ও ভিডিওটি ভাইরাল হয়েছে।

    অনুসন্ধানে আমরা কী পেলাম

    বুম দেখে ভিডিওটি চীনের চংকিংয়ে গত ১১ জুন একটি মোটর সাইকেল পার্কিং লটে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের। আমরা চীনের এই অগ্নিকাণ্ড সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদনও পাই।

    ১. ইরান-ইজরায়েল সাম্প্রতিক যুদ্ধের আগে থেকেই ভিডিওর উপস্থিতি

    আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে স্পুটনিক আরবিকের ১১ জুন, ২০২৫-এর এক্স পোস্ট পাই। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, চীনের চংকিং শহরে ইলেকট্রিক বাইকের পার্কিং লটে একটি বাইক বিস্ফোরণ হওয়ার ফলে আগুন লেগে যায়। আলোচ্য ভিডিওটি ছাড়াও, পোস্টটিতে চীনের অগ্নিকাণ্ডের আরও কয়েকটি ভিডিও দেখা যায়।

    📹التكنولوجيا الحديثة تسببت بحريق في الصين

    انتشرت على شبكات التواصل الاجتماعي مقاطع فيديو لحريق هائل في مدينة تشونغتشينغ الصينية

    وحسبما أفاد إعلام محلي، فقد اندلع الحريق في موقف للدراجات الكهربائية بعد انفجار إحدى وسائل النقل الحديثة هذه pic.twitter.com/URVpLUqLbP

    — Sputnik Arabic (@sputnik_ar) June 11, 2025

    এর থেকে বোঝা যায় ভিডিওটি বর্তমান ইরান-ইজরায়েল যুদ্ধের আগে। কারণ, ওই দুই দেশের মধ্যে চলতে থাকা ঘাত-প্রতিঘাত শুরু হয় ১৩ জুন ইজরায়েলের অপারেশন দ্য রাইসিং লায়নের মধ্য দিয়ে।

    ২. চীনের চংকিংয়ের অগ্নিকান্ড সংক্রান্ত সংবাদ প্রতিবেদন

    ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্যসহ বিবিসির প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের একটি মোটর সাইকেল পার্কিং লটে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি হয় ১১ জুন, ২০২৫-এ। নীচে একটি তুলনা দেখা যাবে।


    চীনের সরকারি সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, স্থানীয় সময় দুপুর ১:১২-য় আগুন লাগে এবং ২১ মিনিটের মধ্যেই তা নেভানো হয় কোনও প্রাণহানি ছাড়াই।

    সংবাদমাধ্যম রয়টার্সও এই অগ্নিকাণ্ড সংক্রান্ত ভিডিও প্রতিবেদন প্রকাশ করে।

    আরও পড়ুন -বিমানে ধোঁয়ার পুরনো ভিডিও দুর্ঘটনার আগে AI171-এ শেষ মুহূর্ত বলে ভাইরাল

    Tags

    IsraelIranRepublic BanglaMedia MisreportingIran-Israel war
    Read Full Article
    Claim :   ভিডিওয় ইরানের হামলায় ইজরায়েলের গোয়েন্দা দফতর মোসাদে আগুন জ্বলতে দেখা যাচ্ছে
    Claimed By :  Republic Bangla, Social media users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!