খামেইনির ছবি জ্বালিয়ে সিগারেট ধরানো তরুণীর ভাইরাল ছবি ইরানের নয়
বুম দেখে ভাইরাল ছবিটি কানাডার বসবাসকারী ইরানি মহিলা শরণার্থী মেলিকা বারাহিমির। ছবিটি অন্টারিওর রিচমন্ড হিলের একটি পার্কিং স্থলে তোলা।

ইরানে (Iran) চলমান প্রতিবাদের আবহে সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেইনির (Ayatollah Ali Khameini) ছবিতে আগুন ধরিয়ে সেখান থেকে এক তরুণীর (woman) সিগারেট (cigarette) ধরানোর ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীরা শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করেছেন ছবিটি ইরানে তোলা।
বুম দেখে ছবিটি কানাডার অন্টারিওতে রিচমন্ড হিল শহরের একটি পার্কিং স্থলে তোলা হয়েছে। ছবিতে কানাডায় বসবাসকারী ইরানি মহিলা শরণার্থী মেলিকা বারাহিমির।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "ইরানে একজন তরুনীকে সিগারেট জ্বালানোর আগে আয়াতুল্লাহ খামেনীর ছবি পোড়াতে দেখা যাচ্ছে যা অনলাইনে ছড়িয়ে পড়া একটি শক্তিশালী প্রতিবাদ। অনেক তরুণী ইরানি নারী পরিবর্তন এবং স্বাধীনতার আহ্বানে নেতৃত্ব দিচ্ছেন--"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভাইরাল ছবি কানাডার, ইরানের নয়
বুম দেখে ভাইরাল ছবিসহ একটি এক্স পোস্টের রিপ্লাইয়ে ব্যবহারকারীরা ঘটনাস্থল হিসাবে কানাডার অন্টারিওর রিচমন্ড হিল এলাকার পার্কিং স্থলের। আমরা গুগল ম্যাপে অনুসন্ধান করে দেখি ছবির জায়গাটি কানাডার।
২. ছবির মহিলা কানাডায় শরণার্থী
পরতুগালের সংবাদমাধ্যম লুসার প্রতিবেদন অনুযায়ী, ছবিতে দৃশ্যমান মহিলা ২৩ বছর বয়সী ইরানি শরণার্থী মেলিকা বারাহিমি, যিনি কানাডার অন্টারিওতে থাকেন। মেলিকা লুসাকে বলেছেন, তিনি কখনোই দাবি করেননি ছবিটি ইরানে তোলা হয়েছে।
তিনি সংবাদমাধ্যমটিকে বলেছেন, “আমি কখনোই বলিনি আমি ইরানে আছি। আমি এই শাসনের বিরুদ্ধে দেখানোর জন্য এই ছবি তুলেছি। আমি মার্চ ২০২৫ সালে সেখান থেকে পালিয়ে এসেছি কারণ আমার জীবন বিপদে ছিল এবং আমাকে অনেক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমার পরিবার এখনো সেখানে আছে।” তিনি আরও জানান তাকে নভেম্বর ২০১৯ সালে ১৭ বছর বয়সে প্রথমবার গ্রেফতার করা হয়েছিল।
৩. তরুণীর সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে কানাডার সংকেত পাওয়া যায়
আমরা মেলিকা বারাহিমির এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাই যেখানে তিনি ভাইরাল ছবিটি এবং পরে অন্য ছবিও আপলোড করেছেন।
তার ইনস্টাগ্রাম প্রোফাইলে আগে কানাডা এবং ইরানের পতাকার ইমোজি দেখা যায়। মেলিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্ক্রিনশট দেখুন নীচে।
বুম মেলিকা বারাহিমির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছে। তার প্রতিক্রিয়া পাওয়া গেলে প্রতিবেদনে সেটি সংযুক্ত করা হবে।






