ইরফান মাক্কির গান ভুয়ো দাবিতে ছড়াল মাইকেল জ্যাকসনের নিষিদ্ধ গান বলে
বুম যাচাই করে দেখে আসল গানটি ইরফান মাক্কির কন্ঠে গাওয়া, ‘ওয়েটিং ফর দ্য কল’ গানটি তাঁরই ‘আই বিলিভ’ অ্যালবামের অংশ।
সোশাল মিডিয়ায় পাকিস্তান বংশদ্ভূত কানাডার গায়ক ইরফান মাক্কির (Irfan Makki) গান ভুয়ো দাবি সহ শেয়ার করা হচ্ছে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে মিথ্যে দাবি করা হয়েছে এটি মাইকেল (Michael Jackson) জ্যাকসনের ইহুদিদের দ্বারা নিষিদ্ধ হওয়া গান।
৫ মিনিট ২৫ সেকেন্ডের ওই মিউজিক ভিডিওতে "মাইলস অ্যাওয়ে, ওসেন অ্যাপার্ট" (মূল ইংরেজিতে: Miles Away Ocean Apart)
ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান যেটা ইহুদিরা প্রকাশ করতে দেয়নি।"
ভিডিওটি দেখুন এখানে।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে অমিত শাহ'র জনসভায় 'কংগ্রেস জিন্দাবাদ' স্লোগান? তথ্য-যাচাই
তথ্য যাচাই
বুম মিউজিক ভিডিওটির কথা ইংরেজিতে গুগলে সার্চ করে ইউটিউবে ২০১২ সালের ২৯ জুলাই আপলোড করা একটি ভিডিও খুঁজে পায়।
ভিডিওটির শিরোনাম, "ইরফান মাক্কি ওয়েটিং ফর দ্য কল। অফিশিয়াল লিরিক ভিডিও।"
ভিডিওটির স্বত্ব দেওয়া হয়েছে 'অ্যাওকেনিং রেকর্ডস'-কে। গানের কথা লিখেছেন, ইরফান মাক্কি (Irfan Makki) ও বারা খেরেগি (Bara Kherigi)। যৌথভাবে গানটির সুরারোপ করেছেন ইরফান মাক্কি ও মাহির জান। পাকিস্তানি বংশদ্ভূত কানাডার গায়ক ও কথাকার ইরফান মাক্কির কন্ঠে গাওয়া, 'ওয়েটিং ফর দ্য কল' গানটি তাঁর 'আই বিলিভ' অ্যালবামের অংশ।
মাইকেল জ্যাকসনের গান বিতর্ক
মাইকেল জ্যাকসনের ১৯৯৫ সালের প্রতিবাদী সঙ্গীত 'দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট আস' সঙ্গীত নিয়ে অভিযোগ ওঠে জাতি বিদ্বেষের। বিষয়টি নিয়ে সে সময় নিউ ইয়র্ক টাইমস ফলাও করে প্রতিবেদন প্রকাশ করে। রেডিও স্টেশনে এই গান বাজানোর উপর নিষেধাজ্ঞা নেমে আসে।