ইক্সিগো-র এপ্রিল ফুল কৌতুক কৃত্রিম বুদ্ধিমত্তা ইয়ারবাড ‘ভাই’ বলে ছড়াল
ভাইরাল ভিডিওটিতে প্রদত্ত লিঙ্ক সবাইকে ইক্সিগো-র একটি টুইটে নিয়ে যায় তাতে স্পষ্ট বলা রয়েছে আসল নয়, সেটি এপ্রিল ফুল কৌতুক।
পর্যটন সংস্থা ইক্সিগো’র (Ixigo) তৈরি এপ্রিল ফুলের (April fool prank) একটি কৌতুক ভিডিও সত্যি বলে ভাইরাল হয়েছে যে ‘ভাই’ (bhAI) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ইয়ারবাড তৈরি হয়েছে এবং সেটি ভ্রমণকারীদের সরাসরি তথ্য সরবরাহ করে সাহায্য করে।
বুম দেখে, বেশ কয়েকজন সোশাল মিডিয়া ব্যবহারকারী ওই প্রচারমূলক ভিডিওটি দেখে বিভ্রান্ত হন। এবং একটি আসল পণ্য ইক্সিগো বাজারে আনছে মনে করে ভিডিওটি শেয়ার করেন। ওই বিজ্ঞাপনটিতে দেওয়া ওয়েবসাইটের লিঙ্ক ব্যহারকারীদের একটি টুইটের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, যেটিতে বলা আছে যে, ভিডিওটি এপ্রিল ফুলের তামাশার অঙ্গ।
ভিডিওটিতে দেখানো হয়েছে, একজন পর্যটক ‘ভাই’ ইয়ারবাড ব্যবহার করে নিরাপত্তা সংক্রান্ত তথ্য, সুপারিশ করা খাবারের তালিকা, এমনকি সরাসরি বিদেশি ভাষার লাইভ তর্জমাও পেয়ে যাচ্ছেন। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “ভাই ‘এআই’ (কৃত্রিম বুদ্ধিমত্তা) এখন আপনার কানে...‘সামোসাই ওয়ালা’ সম্পর্কে কী বলে, শুনতে হবে। ভবিষ্যৎ অন্য রকম হবে।”
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভ করা আছে এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভ করা আছে এখানে।
একই ক্যাপশন সহ ভিডিওটি টুইটারেও ছড়াচ্ছে।
টুইটটি দেখুন এখানে। আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন:
তথ্য যাচাই
বুম দেখে ভিডিওটি হল ইক্সিগো-র এপ্রিল ফুলের প্রচারের অংশ। ওটা কোনও নতুন কোনও পণ্যের বিজ্ঞাপন নয়।
গুগলে সার্চ করে আমরা ৩০ মার্চ, ২০২৩ ইয়ারবাড সংক্রান্ত ইক্সিগো’র পোস্ট করা আসল ভিডিওটি দেখতে পাই। সেটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়, “ইক্সিগো 'ভাই'-এর সঙ্গে পরিচয় করানো হচ্ছে। আপনার ইক্সিগো ভাই এখনই বুক করুন।”
ইক্সিগো’র টুইটের ভিডিওতে প্রদত্ত লিঙ্ক ক্লিক করলে নতুন একটি অন্য টুইটে নিয়ে যায় আমাদের। তাতে লেখা ছিল, “আমাদের মাফ করে দিও ভাই। ইক্সিগো ভাই যে আপনাদের ভাল লেগেছে ও এই মজার অংশিদার হয়েছেন, তার জন্য আমরা আনন্দিত। যাঁরা রেজিস্টার করেছেন তাঁদের কাছে পৌঁছে যাবে বিশেষ ছাড়ের কুপন। #হ্যাপিএপ্রিলফুলসউইক”।
এর সঙ্গে আরও লেখা ছিল, “হ্যাপি এপ্রিল ফুলস উইক” (হ্যাপি এপ্রিল ফুল সপ্তাহ)”।
বুম টুইটারের মারফত ইক্সিগো’র সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও গ্রুপের প্রধান কার্য নির্বাহী আধিকারিক অলোক বাজপাই-এর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের নিশ্চিত করেন যে, ওটি একটি কৌতুক ছিল, কোনও আসল পণ্য নয়।