জলপাইগুড়িতে তৃণমূলে সম্প্রতি যোগ দিলেন বিজেপি কর্মীরা? না, ভাইরাল ভিডিও পুরনো
বুম দেখে এবিপি আনন্দের লোগো সহ ভাইরাল প্রতিবেদনটি ২০২১ সালের এবং জি ২৪ ঘণ্টার প্রতিবেদনটি এপ্রিল ২০২৫-এ প্রকাশিত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলা সংবাদমাধ্যম এবিপি আনন্দ (ABP Ananda) ও জি২৪ ঘণ্টার (Zee24 Ghanta) দুটি পুরনো প্রতিবেদনের ভিডিও সাম্প্রতিক দাবিতে ভাইরাল হয়েছে। ভিডিওয় জলপাইগুড়ির (Jalpaiguri) ধুপগুড়িতে (Dhupguri) বহু কর্মীর বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেওয়ার কথা শোনা যায়।
ব্যবহারকারীদের একাংশের দাবি ২০২৬ সালের আসন্ন নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর ক্ষোভ থেকে সম্প্রতি বিজেপি ছেড়েছেন ওই কর্মীরা।
বুম যাচাই করে দেখে ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর। এবিপি আনন্দের রিপোর্ট করা ঘটনাটি ২০২১ সালের এবং জি২৪ ঘণ্টার রিপোর্ট করা ঘটনাটি ২০২৫ সালের এপ্রিল মাসের।
ভাইরাল দাবি
ভিডিও ১
এবিপি আনন্দের লোগোসহ ভিডিওটিতে সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজেপির বুথ সভাপতি শহ শতাধিক কর্মী তৃণমূলের পুর-উপপ্রধানের নেতৃত্বে আয়োজিত যোগদান সভার মাধ্যমে পুরনো দল তৃণমূলে ফিরে আসেন।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "শুভেন্দু অধিকারীর ওপর ক্ষোভ উগরে জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজেপির বুথ সভাপতি সহ বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
ভিডিও ২
জি২৪ ঘণ্টার লোগোসহ ভিডিওটি থেকে জানা যায়, জলপাইগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে ধুপগুড়িতে তৃণমূল বিধায়কের নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী দলবদল করে তৃণমূলে যোগদান করে।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "শুভেন্দু অধিকারীর ওপর ক্ষো*ভ উগরে জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভিডিও ১: ২০২১ সালের ঘটনা
আমরা ভিডিওটির সত্যতা যাচাই করতে সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে ১৪ জুলাই, ২০২১-এ ভাইরাল প্রতিবেদনটি দেখতে পাই। প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ জুলাই, ২০২১-এ বিজেপির বুথ সভাপতি সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের তরফ থেকে সেসময় জানানো হয়, ভুল বুঝে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তবে, আবার তারা পুরনো দলে ফেরত এসেছেন।
ভিডিও ২: ২০২৫ সালের এপ্রিল মাসের ঘটনা
ভাইরাল দাবিটি যাচাই করতে ইউটিউবে সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে জি২৪ ঘণ্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা দেখি ভাইরাল প্রতিবেদনটি ৮ এপ্রিল, ২০২৫-এ আপলোড করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতেই জলপাইগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।







