BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • ডিনামাইটে আহত বলিভিয়ার প্রতিবাদী...
      ফ্যাক্ট চেক

      ডিনামাইটে আহত বলিভিয়ার প্রতিবাদী জম্মু-কাশ্মীরের ভিডিও বলে ছড়াল

      বুম দেখে বলিভিয়া কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষের সময় এক কোকা চাষি অসতর্কতায় নিজের হাতে ডিনামাইট ফাটিয়ে ফেলে।

      By - Archis Chowdhury |
      Published -  21 Aug 2022 7:47 PM IST
    • ডিনামাইটে আহত বলিভিয়ার প্রতিবাদী জম্মু-কাশ্মীরের ভিডিও বলে ছড়াল

      বিচলিত করার মতো একটি ভিডিও এখন সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে পাথর ছুঁড়তে-থাকা এক ব্যক্তি বিস্ফোরণে আহত হয়। দাবি করা হচ্ছে কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir), তাঁদের দিকে পাথর (Stone) ছুঁড়ছিল বলে ভারতের প্রতিরক্ষা বাহিনী (Indian Security Forces) তাঁকে গুলি করে।

      বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো । তথ্য যাচাই করে আমরা দেখি ভিডিওটির উৎস বলিভিয়া। বলিভিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষের সময় একজন কোকা চাষি অসতর্কতাবশত নিজের হাতে ডিনামাইট ফাটিয়ে ফেলেন।

      ভাইরাল ভিডিওটিতে একদল মানুষের মধ্যে থেকে একজনকে বেরিয়ে আসতে ও কিছু একটা ছুঁড়তে দেখা যায়। তার পরেই তিনি একটি বিস্ফোরণের শিকার হন। ফেসবুকে ভিডিওটি শেয়ার করে হিন্দিতে ক্যাপশনে লেখা হয়েছে "জম্মু ও কাশ্মীরে এক পাথরবাজ একজন সেনাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। সেই সেনা তার উত্তর গুলিতে দেন। জয় হিন্দ।"

      (হিন্দিতে লেখা মূল ক্যাপশন: जम्मू कश्मीर में एक पत्थरबाज ने फोजी के पत्थर मारा फोजी ने पत्थर का जवाब गोली से दिया. जय हिंद)


      পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

      ফেসবুকে এরকম দুইটি পোস্ট দেখতে ক্লিক করুন এখানে ও এখানে। টুইটারেও একই ধরনের পোস্ট শেয়ার করা হয়েছে।

      তথ্য যাচাই করার জন্য ভিডিওটি বুমের হেল্পলাইন ও টিপলাইনে আসে।

      আরও পড়ুন: শ্রীলঙ্কায় সাক্ষরতার হার ১০০ শতাংশ দাবিতে ছড়াল ভুয়ো বার্তা

      তথ্য যাচাই

      ভিডিওটির কয়েকটি প্রধান ফ্রেম নিয়ে বুম গুগুলে কি-ওয়ার্ড সার্চ করে। এ বিষয়ে বেশ কয়েকটি লেখা আমাদের সামনে আসে। সেগুলিতে বলিভিয়ার এক চাষির কথা লেখা হয়, যিনি বলিভিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষের সময় অসতর্কতাবশত নিজেই এক বিস্ফোরণ ঘটিয়ে তার শিকার হন।

      'ইউএসএ ক্রাইম' নামের একটি অখ্যাত ওয়েবসাইটে এ বিষয়ে লেখা প্রকাশিত হয়। তাতে বলা হয়, বিস্ফোরণে যিনি আঘাত পান তিনি হলেন প্লাসিও কোটা (Plácido Cota)। তিনি একজন কোকা চাষি (Coca Farmer)। দেশের প্রশাসনিক রাজধানী লা পাজ-এর ভিল্লা এল কারমেন নামক এলাকায়, তিনি বলিভিয়ার পুলিশের মোকাবেলা করছিলেন।

      ওই লেখার সূত্র ধরে, কয়েকটি স্প্যানিশ শব্দ – 'প্ল্যাসিডো কোটা ডিমানিতা ভিডিও' (Placido Cota Dinamita Vide) নিয়ে আমরা কি-ওয়ার্ড সার্চ করি। ফলে ওই ঘটনার ওপর স্প্যানিশ ভাষায় লেখা একাধিক প্রতিবেদন আমরা দেখতে পাই।

      বলিভিয়ার সংবাদপত্র 'লস টিয়েম্পস' এর একটি প্রতিবেদনে ওই ভিডিওটি থেকে নেওয়া স্ক্রিনশট ব্যবহার করা। তাতে বলা হয় কোটা'র জ্ঞান ফিরে এলে তাঁর ভেন্টিলেটার খুলে ফেলা হয়। কিন্তু তাঁর আঘাত গুরুতর হওয়ায় তাঁর অবস্থা তখনও সঙ্কটজনক বলে জানা যায়।

      শিরোনামে বলা হয়েছে, ডিনামাইট বিস্ফোরণে আহত চাষি জেগে আছেন, কিন্তু তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক

      বিগত কয়েক সপ্তাহ ধরে বলিভিয়ায় বিক্ষোভ চলছে। বলিভিয়ায় কোকা গাছের সমান্তরাল বাজার বন্ধ করার দবি জানাচ্ছে অ্যাসোসিয়েশন অফ কোকা প্রোডিউসারস (Association of Coca Producers)। তার উৎপাদন নিষিদ্ধ হলেও অর্থকরী ফসল হিসেবে দক্ষিণ আমেরিকায় কোকার চাহিদা খুব। সেটির মনের ওপর প্রভাব বিস্তারকারী অ্যালকালয়েড (Psychoactive Alkaloid) কোকেইন'র জন্য সেটি সারা বিশ্বেই জনপ্রিয়।

      ওই ঘটনার ওপর মাদ্রিদ-এর সংবাদপত্র লা র‌্যাজন-এ একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন অনুযায়ী, ৮ অগস্ট, ২০২২-এ, কোকা চাষি ও বলিভিয়ার কর্তৃপক্ষের মধ্যে এক সংঘর্ষের সময় ভাইরাল ভিডিওটি তোলা হয়।

      আরও পড়ুন: সরকার কি সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ করছে? একটি তথ্য যাচাই

      Tags

      Jammu and KashmirProtestBolivia
      Read Full Article
      Claim :   সোশাল মিডিয়া পোষ্টের দাবি ডিনামাইট বিস্ফোরণে আহত বিক্ষোভকারীর ভিডিও জম্মু ও কাশ্মীরের
      Claimed By :  Social Media Post
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!