কিয়র স্টার্মারকে পাব থেকে বের করে দেওয়ার পুরনো ভিডিও সাম্প্রতিক বলে ভাইরাল
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের যখন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন না।

সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রী (Prime Minister) কিয়র স্টার্মারের (Keir Starmer) একটি পুরনো ভিডিও সাম্প্রতিক দাবিতে ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তিকে স্টার্মারের উদ্দেশ্যে গালিগালাজ করে তার পাবে প্রবেশ করতে বাধা দিতে দেখা যায়।
ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন প্রধানমন্ত্রী হিসাবে স্টার্মার তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বলে ওই ব্যক্তি স্টার্মারকে পাব থেকে বের করে দিচ্ছেন।
বুম দেখে ভিডিওটি ২০২১ সালের যখন কিয়র স্টারমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন না বরং লেবার পার্টির নেতা ছিলেন। তিনি ২০২৪ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "একজন পাবের মালিক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তাঁর পাব থেকে বেরিয়ে যেতে বলেছে! পাব মালিক প্রধানমন্ত্রীকে বলেছে— “তুমি তোমার কাজ করতে ব্যর্থ হয়েছ, এখান থেকে বেরিয়ে যাও।” আমাদের এখানে যদি কেউ এমনটা করত, তাহলে কী হতো??"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভাইরাল ভিডিওটি পুরনো: আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে এই ঘটনার সংক্রান্ত ২০২১ সালের একাধিক সংবাদ প্রতিবেদন পেয়েছি। ১৯ এপ্রিল ২০২১-এ ভাইরাল ভিডিওসহ প্রকাশিত বিবিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাজ্যের বাথ শহরে লকডাউনের বিধিনিষেধের নিয়ম নিয়ে বিতর্কের পরে একটি পাবের মালিক লেবার পার্টির নেতা কিয়র স্টার্মারকে তার পাব থেকে বের করে দেন। এর থেকে বোঝা যায়, ঘটনাটি সাম্প্রতিক নয়।
সেসময় স্টার্মার ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন না: অনুসন্ধানে দেখা যায়, ২০২১ সালে লেবার পার্টির কিয়র স্টার্মার ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন না বরং বিপক্ষের নেতা ছিলেন। ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। কিয়র স্টার্মার ৫ জুলাই ২০২৪-এ প্রধানমন্ত্রী হন।
বিবিসি ছাড়াও, রয়টার্স, এনবিসি নিউজ, স্কাই নিউজ, দ্য টেলিগ্রাফ এবং দ্য গার্ডিয়ানের ভাইরাল ভিডিও সংক্রান্ত প্রতিবেদনগুলি অনুযায়ী, স্টার্মার তখন আসন্ন স্থানীয় নির্বাচনের প্রচারের জন্য বাথ শহরে গিয়েছিলেন।
তার বাথ সফরের সময় 'দ্য র্যাভেন পাব'-এর সহ-পরিচালক রড হামফ্রিজ কিয়র স্টার্মারের সামনে লকডাউন ব্যবস্থ সংক্রান্ত লেবার পার্টির অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। হামফ্রিজ বলেন তিনি আজীবন লেবার পার্টির ভোটার ছিলেন কিন্তু, পার্টি তাকে হতাশ করেছে।
ঘটনার পর পাবের সহ-মালিক ক্ষমা চান:
২০২১ সালে নির্বাচনী প্রচার চলাকালীন একটি পূর্বনির্ধারিত সাক্ষাতের জন্য যখন স্টার্মার পাবের ভিতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, হামফ্রিজ তাকে পাব থেকে বেরিয়ে যেতে বলেন। পাবের সহ-মালিক টিম পেরি পরে ঘটনার জন্য ক্ষমা চান। পাবের এক্স হ্যান্ডেল থেকে তখন পোস্ট করে লেখা হয়, "কিয়রের বাথ সফরকে হাইজ্যাক করার কোনো উদ্দেশ্য ছিল না। রডের মতামত তার ব্যক্তিগত।"






