আরএসএস ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি দাবিতে ভাইরাল নথিটি ভুয়ো
বুম দেখে ভাইরাল নথিতে নাম, লেটারহেড ও বিন্যাসের মতো একাধিক ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল একটি ভুয়ো এবং অসঙ্গতিপূর্ণ নথির ছবি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র ভবন (UK Home Office) স্বীকার করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ১৯২৫ থেকে ১৯৪৭ সালের মধ্যে কোনও 'ব্রিটিশ-বিরোধী আন্দোলনে' (anti-British movement) অংশগ্রহণ করেনি।
ভাইরাল দাবি: ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরের নথি নিশ্চিত করেছে আরএসএস ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি
ভাইরাল ছবিতে লর্ড মাউন্টব্যাটেনের স্বাক্ষর করা একটি নথি দেখা যায় যেখানে ইংরেজিতে লেখা রয়েছে, "আরএসএস ১৯২৫ থেকে ১৯৪৭ সালের মধ্যে কোনও ব্রিটিশ-বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেনি।” নথিতে "ব্রিটিশ হোম ডিপার্টমেন্ট" লেখার সঙ্গে একটি প্রতীকও দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আরএসএস সম্পর্কে ব্রিটিশ শাসকদের এই শংসাপত্র আজকের দিনের বিজেপি ভক্তদের উদ্দেশ্যে এখানে উৎসর্গ করলাম ...."
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভুল দফতর নাম: নথির লেটারহেডে “ব্রিটিশ হোম ডিপার্টমেন্ট” লেখাটি দেখা যায় কিন্তু, যুক্তরাজ্যে আসলে এমন কোনও দফতর নেই। যুক্তরাজ্যের হোম অফিস নামক দফতরটি ১৭৮২ সালে প্রতিষ্ঠিত হয়।
২. ভুল প্রতীক ও আদর্শবাক্য: ভাইরাল নথিতে যুক্তরাজ্যের রয়্যাল কোট অফ আর্মসে সিংহ ও ইউনিকর্নের পরবর্তে সিংহ ও ঘোড়া দেখানো হয়েছে; যদিও হোম অফিস নিজস্ব আলাদা প্রতীক ব্যবহার করে। এছাড়াও, রয়্যাল কোট অফ আর্মস-এর আদর্শবাক্য “Dieu et mon droit” (ফরাসিতে “ঈশ্বর এবং আমার অধিকার”)। ভাইরাল নথিতে এই বাক্যাংশটি সংক্ষিপ্ত করে “Dieu Droit” করা হয়েছে।
৩. জাতীয় আর্কাইভে কোনও তথ্য নেই: সরকারি চিঠিপত্র ও তথ্য সংরক্ষিত করে রাখার জন্য ব্যবহৃত যুক্তরাজ্যের জাতীয় আর্কাইভ অনুসন্ধান করেও এমন কোনও নথি পাওয়া যায়নি। এছাড়াও, আমরা ১৯৭৮ সালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র ভবন থেকে আরএসএস সম্পর্কে এধরণের দাবি করা সংক্রান্ত কোনও বিশ্বাসযোগ্য তথ্য বা প্রতিবেদন পাইনি। জাতীয় আর্কাইভের প্রেস অফিসকে নথির সত্যতা সম্পর্কে প্রশ্ন করলে তারা কোনও নির্দিষ্ট উত্তর না দিয়ে আর্কাইভে অনুসন্ধান করতে বলে।
৪. ১৯৭৮ সালে মাউন্টব্যাটেনের স্বাক্ষরিত অনুরূপ চিঠি: আমরা অনুসন্ধানে লর্ড মাউন্টব্যাটেনের স্বাক্ষর করা ১ নভেম্বর, ১৯৭৮-এর একটি চিঠি পেয়েছি। চিঠিতে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের উল্লেখ রয়েছে। ভাইরাল নথিটি সম্ভবত এই চিঠিটির বিন্যাস নকল করে তৈরি কারণ ছবিতে “Romsey Telephone” এবং “1978” সালের একটি হালকা লেখা দেখা যায় যা মূল চিঠিতেও রয়েছে। আসল চিঠিটি দেখুন এখানে।
৫. ভুল স্বাক্ষর: নথিতে লর্ড লুই মাউন্টব্যাটেনের স্বাক্ষর রয়েছে। কিন্তু, মাউন্টব্যাটেন যুক্তরাজ্যের হোম অফিসের অংশ ছিলেন না। তিনি সামরিক বাহিনীতে ছিলেন এবং ভারতের শেষ ভাইসরয় হিসেবে কাজ করেছেন। স্বরাষ্ট্র দফতরের সঙ্গে মাউন্টব্যাটেনের নাম জড়ানো ঐতিহাসিক ভাবে ভুল।