BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • খড়্গেকে বাদ দিয়ে ওয়েনাড়ে...
ফ্যাক্ট চেক

খড়্গেকে বাদ দিয়ে ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন জমার দাবি বিভ্রান্তিকর

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নির্বাচনপ্রার্থী সহ পাঁচজন ব্যক্তি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কালেক্টরেট ঘরে উপস্থিত থাকতে পারবেন।

By -  Nidhi Jacob
Published -  27 Oct 2024 3:37 PM IST
  • খড়্গেকে বাদ দিয়ে ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন জমার দাবি বিভ্রান্তিকর
    CLAIMমল্লিকার্জুন খড়্গে কে বাদ দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড়ে উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন
    FACT CHECKনির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নির্বাচনপ্রার্থী সহ পাঁচজন ব্যক্তি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কালেক্টরেট ঘরে উপস্থিত থাকতে পারবেন।
    Listen to this Article

    সম্প্রতি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi) কেরলের ওয়েনাড়ের উপনির্বাচনের (Wayanad bypolls) মনোনয়ন জমা দেওয়ার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের (Mallikarjun Kharge) বাইরে দাঁড়িয়ে থাকার এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাবি করা হয় খড়্গে দলিত হওয়ায় কংগ্রেস ইচ্ছাকৃত তাকে বাদ দিয়েছে।

    বুম যাচাই করে দেখে দাবিটি বিভ্রান্তিকর। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনপ্রার্থী সহ পাঁচজন ব্যক্তি কালেক্টরেটের ঘরে উপস্থিত থাকতে পারবেন। বুমকে কংগ্রেসের মুখপাত্র জানান, খড়্গকে কিছু সময় পর ঘরে ঢুকতে দেওয়া হয়।

    ২৩ অক্টোবর, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ওয়েনাড় লোকসভার উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেন। রাহুল গান্ধী রায়বরেলিতে জেতার পর ওয়েনাড়ের আসনটি ছেড়ে দেন।

    ৪৮ সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “আজ প্রিয়াঙ্কা ভাদ্রার মনোনয়নের সময় যেভাবে মল্লিকার্জুন খড়গে জিকে ঘরের বাইরে রাখা হয়েছিল। ঠিক একইভাবে, সংরক্ষণ অপসারণের পরে, রাহুল গান্ধী দলিত সম্প্রদায়ের মানুষকে সম্মান ও সুযোগ থেকে বঞ্চিত করবেন। গান্ধী পরিবার যদি খড়গে জিকে এভাবে অপমান করতে পারে, তাহলে বোঝা যাচ্ছে দলিত সম্প্রদায়ের প্রতি তাদের কতটা ঘৃণা থাকবে।”

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভটি দেখুন এখানে।

    ফ্যাক্ট চেক

    ভাইরাল এই দাবির তথ্য যাচাই করতে বুমের তরফে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ই কুরেশি ও আইসিসির সচিব প্রণব ঝা-এর সাথে যোগাযোগ করা হয়।

    ঝা জানান, প্রিয়াঙ্কা গান্ধী তার মনোনয়নপত্র দেওয়ার জন্য কালেক্টারের অফিসে যাতে সময় মতো পৌঁছন তাই, তার স্বামী রবার্ট বঢরা ও তাদের ছেলের সহ, মিছিল থেকে মল্লিকার্জুন খড়্গে ও অন্যান্য কংগ্রেস নেতাদের থেকে আগে বেরিয়ে যান।

    যখন মল্লিকার্জুন খড়্গে এবং কংগ্রেসের সংসদ কে সি ভেনুগোপাল অফিসে পৌঁছন তখন তাদেরকে আটকে দেওয়া হয় কারণ নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নির্বাচনপ্রার্থী সহ শুধুমাত্র পাঁচজন ব্যক্তি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারবে।

    বুম এই নির্দেশিকা যাচাই করার জন্য প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ই কুরেশি এর সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন, ভিড় কমাতে পাঁচজন পর্যন্ত ব্যক্তির উপস্থিতি সীমিত করা হয়েছে। খড়্গেকে কংগ্রেস নেতারা পাশ কাটিয়ে চলে যান বোঝানোর জন্য তার বাইরে অপেক্ষা ভিডিওটি এক্সে শেয়ার করা হয়েছে।

    এছাড়াও, ঝা নিশ্চিত করে জানান যে খড়্গেকে কিছুক্ষণ পরে কালেক্টারের ঘরে ঢুকতে দেওয়া হয় এবং তিনি প্রিয়াঙ্কা গান্ধীর পাশেও বসেন। তিনি আমাদেরকে নিচে দেওয়া ছবিগুলিও পাঠান, যেখানে খড়্গেকে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর সাথে বসতে দেখা যাচ্ছে।


    অতিরিক্ত রিপোর্টিং শেফালী শ্রীবাস্তব

    Tags

    FakeNewsPriyanka Gandhi VadraMallikarjun Kharge
    Read Full Article
    Claim :   মল্লিকার্জুন খড়্গে কে বাদ দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড়ে উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!