অক্সফোর্ড নয়, ''মনমোহন সিংহ বৃত্তি'' দেয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
বুম যাচাই করে দেখে অক্সফোর্ডের দেওয়া বৃত্তির তালিকায় মনমোহন সিংহের নামে কোনও বৃত্তির উল্লেখ নেই।
প্রাক্তন প্রধানমন্ত্রী (Prime Minister) মনমোহন সিংহের (Manmohan Singh) একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (University of Oxford) তাঁর নামাঙ্কিত একটি বৃত্তি (Scholarship) চালু করেছে।
বুম যাচাই করে দেখে, দাবিটি ভুয়ো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া বৃত্তির তালিকা খুঁজে বুম দেখেছে সেখানে মনমোহন সিংহের নামাঙ্কিত কোনও বৃত্তি তালিকায় নেইl তবে আমরা দেখেছি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যে-কলেজে তিনি পড়াশোনা করেছিলেন, সেই সেন্ট জনস কলেজে পিএইচডি করার জন্য তাঁর নামে একটি মেধাবৃত্তি রয়েছে।
বুম-এর হেল্পলাইন নম্বরে মনমোহন সিংহের একটি ছবি দিয়ে যে বার্তাটি এসে পৌঁছেছে, সেটি হল: "৮০০ বছরের ঐতিহ্যসম্পন্ন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডক্টর মনমোহন সিংহের নামে একটি মেধাবৃত্তি চালু করেছে। একজন শিক্ষিত মানুষকে বিশ্ব যে সম্মান দেয় এটা তারই প্রমাণl সব ভারতীয়ের পক্ষেই এটা এক গর্বের বিষয় অথচ ভারতের কোনও মিডিয়ায় এই খবরটি প্রকাশিত হয়নি এই খবরটি ছড়িয়ে দিন সকলের কাছে, বিশেষত তাদের কাছে যারা এই মহান প্রাজ্ঞ ব্যক্তিকে উপহাস করে এসেছে, যদিও আজকের ভারতের অর্থনীতির বনিয়াদ তাঁরই হাতে গড়া।"
ফেসবুকে অনেকেই এই পোস্টটি উদ্ধৃত করেছে। এরকম কিছু ফেসবুক পোস্ট দেখতে ক্লিক করুন এখানে, এখানে ও এখানে।
আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পোশাক পরা পুরনো ছবি
তথ্য যাচাই
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর নামে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কোনও মেধা-বৃত্তি দেওয়া হয় কিনা সেটা জানতে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বৃত্তির বিষয়ে খোঁজ নিই।
আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের একটি পেজ-এ ওই বিশ্ববিদ্যালয়ের দেওয়া বৃত্তি সম্পর্কে যাবতীয় তথ্য দেখতে পাই।
মেধা-বৃত্তির সার্বিক তালিকা খুঁজে আমরা তাতে ডক্টর মনমোহন সিংহের নামাঙ্কিত কোনও মেধা-বৃত্তির উল্লেখ পাইনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধির সঙ্গেও আমরা এ বিষয়ে যোগাযোগ করেছি এবং তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলেই বর্তমান প্রতিবেদনটি তদনুযায়ী হালনাগাদ করে নেওয়া হবে।
এভাবে ডক্টর মনমোহন সিংয়ের নামাঙ্কিত মেধা-বৃত্তি নিয়ে খোঁজখবর করতে-করতেই আমরা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজে পিএইচডি করার জন্য ডক্টর সিংয়ের নামাঙ্কিত একটি বৃত্তির কথা জানতে পারি।
শুধু তা-ই নয়, মনমোহন সিংহের পড়াশোনা করা কলেজ সেন্ট জনস কলেজের এ সংক্রান্ত ওয়েবসাইটে আগামী বছরে ওই বৃত্তিপ্রাপ্ত ৩ জন ছাত্রের নামও তালিকায় রয়েছে।
ডক্টর মনমোহন সিংহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নুফিল্ড কলেজেও ডক্টর অব ফিলসফির পাঠ নিয়েছিলেনl কিন্তু ওই কলেজ কিংবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁর নামে কোনও মেধা-বৃত্তি চালু করেনি।
আরও পড়ুন: ২০১৫ সালে ইন্দোনেশিয়ায় জাহাজডুবির ভিডিও ভুয়ো দাবিতে বাংলাদেশের বলে ছড়াল