সাম্প্রতিক বৃষ্টিতে জলমগ্ন মুম্বই বিমানবন্দর বলে ছড়াল চেন্নাইয়ের ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওয় ২০২৩ সালে তামিলনাড়ুর চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের জলমগ্ন পরিস্থিতি দেখা যায়।

জলমগ্ন (waterlogged) চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের (Chennai International Airport) একটি পুরনো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সপ্তাহের ভারী বৃষ্টির (rain) পর মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) পরিস্থিতি হিসাবে ভাইরাল হয়েছে।
বুম দেখে ভিডিওটি তামিলনাড়ুর চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা হয়। সেসময় সাইক্লোন মিগজাউমের প্রভাবে হওয়া ভারী বৃষ্টির প্রকোপে জলমগ্ন ছিল বিমানবন্দরটি।
ক্রমাগত বৃষ্টিতে মুম্বইয়ের অনেক এলাকাই ইতিমধ্যে জলমগ্ন; এমন পরিস্থিতিতে একাধিক বিমান পরিষেবা যাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করেছে। ভারতীয় আবহাওয়া দফতর ২০ অগাস্ট, ২০২৫ তারিখে মুম্বইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। বিমান পরিষেবা ছাড়াও লোকাল ট্রেনের কর্মসূচিতেও টানা দুদিনের বৃষ্টির প্রভাব পড়েছে।
ভাইরাল দাবি
জলমগ্ন বিমানবন্দরে কিছু কর্মীর কাজ করার ভিডিও পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "মুম্বাই এয়ারপোর্ট Mumbai এয়ারপোর্ট #ModiHaiToMumkinHai আচ্ছে দিন। কি ভাবছেন এটা কোলকাতা? কোলকাতা হলে গদি মিডিয়া দিন রাত এটা নিয়েই পড়ে থাকতো । এটা মুম্বাই বিমানবন্দর !!"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি চেন্নাই বিমানবন্দরের
১. ২০২৩ সালের সংবাদ প্রতিবেদন: আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের একাধিক সংবাদ প্রতিবেদনে ভাইরাল দৃশ্য দেখতে পাই। দ্য টেলিগ্রাফ অনলাইন, হিন্দুস্তান টাইমস এবং খালিজ টাইমসের প্রকাশিত প্রতিবেদনগুলি দৃশ্যটি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) তোলা বলে জানায়। দৃশ্যটির ক্যাপশন থেকে জানা যায় সেখানে সাইক্লোন মিগজাউমের প্রভাবে হওয়া ভারি বর্ষণের কারণে চেন্নাই বিমানবন্দরের রানওয়ের জলমগ্ন পরিস্থিতি দেখা যায়।
সাইক্লোনের ফলে জলমগ্ন রানওয়ে এবং বিমান পার্ক করার জায়গা সম্পর্কিত দ্য টাইমস অফ ইন্ডিয়ার ৪ ডিসেম্বর, ২০২৩-এ প্রকাশিত প্রতিবেদনে তারা একই ভিডিও ব্যবহার করে। যদিও ভিডিওটি ২০২৩ সালের বলে মনে করা হচ্ছে, আমরা নিশ্চিত হতে পারিনি এটি আরও আগের কিনা।
২. চেন্নাই বিমানবন্দরের স্থানাঙ্ক: ভাইরাল ভিডিওর একটি স্পষ্টতর সংস্করণে স্থানাঙ্ক (১২°৫৯′৫৯″N, ৮০°০৯′৪৭.৬৮৬″E) একটি বোর্ডে লেখা দেখা যায়। এরপর, আমরা গুগল ম্যাপে স্থানাঙ্কগুলি পরীক্ষা করে দেখি সেগুলি চেন্নাই বিমানবন্দর এলাকাতেই দেখাচ্ছে।
এছাড়াও, আমরা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর এরোনটিক্যাল ইনফরমেশন ম্যানেজমেন্ট (AIM) ওয়েবসাইটে চেন্নাই বিমানবন্দর সম্পর্কিত একটি নথিও পেয়েছি, যেখানে একটি নিকটবর্তী স্থানাঙ্ক, ১২°৫৯′৫৯.৬৩″N, ৮০°০৯′৪৭.৬২″E উল্লেখ করা রয়েছে।